স্পেন-জাপানের ম্যাচে কি আরেক ‘অঘটন’?

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’


স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
স্পেন-জাপানের ম্যাচে কি আরেক ‘অঘটন’?

স্পেন-জাপানের ম্যাচে কি আরেক ‘অঘটন’?

  • Font increase
  • Font Decrease

জাপানের সঙ্গে গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচ খেলার আগেই সংবাদ সম্মেলনে কোয়ার্টার ফাইনালের প্রসঙ্গ এসেছিল স্পেনের কোচ লুইস এনরিকের সামনে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জয়ের পর কোয়ার্টার ফাইনালে গেলে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও স্পেন। এই যখন হিসাব তখন স্পেনের কোচ বলছেন, ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে এড়াতে জাপানকে ছাড় দেবে না তার দল।

ব্রাজিল-স্পেনের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ আসছে তখন যখন পর্যন্ত শেষ ষোলোই নিশ্চিত হয়নি স্পেনের। তবে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র; এই চার পয়েন্টে ধরা হচ্ছে স্পেনই যাচ্ছে নকআউট পর্বে।

‘ই’ গ্রুপ থেকে নকআউটের দৌড়ে আছে চার দলই। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন, এরপর ৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে জাপান ও কোস্টারিকা, এবং ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে জার্মানি।

পয়েন্ট তালিকার হিসাব ও বিশ্বকাপের এবারের পারফরম্যান্সে এগিয়ে স্পেন। সম্ভাবনা আছে জাপান ও জার্মানির। জার্মানিকে হারিয়ে ‘অঘটন’ ঘটাতে পারলে কোস্টারিকা চলে যাবে নকআউট পর্বে। আবার জাপানও স্পেনকে হারিয়ে আরেক ‘অঘটনের’ জন্ম দেবে?

শেষ ষোলোতে উন্নীত হওয়ার দৌড়ে চার দলের মধ্যে যখন নানা হিসাব তখন স্পেনকে ড্র করলেও চলবে। জাপান ড্র করলে এবং জার্মানি জিতলে গোল ব্যবধানের হিসাব চলে আসবে সামনে। তবে সহজ সমীকরণ হলো জাপানের বিপক্ষে স্পেন জিতলে এবং কোস্টারিকার বিপক্ষে জার্মানি প্রত্যাশিত জয় পেলে দুই দলই শেষ ষোলো খেলবে।

প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করে এগিয়ে আছে স্প্যানিশরা। পরের ম্যাচে তারা জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে, জাপান তাদের প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে একমাত্র গোলে হেরে যায়।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস এনরিকে বলেছেন, তারা জাপানের বিপক্ষে ড্র করার জন্য খেলবেন না। গ্রুপ চ্যাম্পিয়ন হলে এবং সব ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তাতেও ভীত নন এনরিকে। ব্রাজিলকে কোয়ার্টারে এড়ানোর পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে এনরিকে বলেছেন, ‘আপনারা কী ভাবছেন, ম্যাচে কী ঘটবে তা ধারণা করে নিয়ে গ্রুপে দ্বিতীয় হওয়ার জন্য খেলব!’

বিশ্বফুটবলের সর্বোচ্চ আসরে জাপান-স্পেন এই প্রথম মুখোমুখি হচ্ছে। তার আগে ২০০১ সালে এক প্রীতি ম্যাচে জাপানকে ১-০ গোলে হারায় স্পেন।

১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেক হয় জাপানের। পরের ছয়টি আসরেই বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলছে তারা। বিশ্বকাপের শেষ ষোলোয় তিনবার খেলেছে এশিয়ার দেশটি। গত বিশ্বকাপেও শেষ ষোলোতে খেলেছিল জাপান।

   

এক সপ্তাহেই রাজনৈতিক ক্যারিয়ার শেষ পানেসারের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেশ ঘটা করেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন মন্টি পানেসার। জনসম্মুখে তাকে পরিচয় করে দিয়েছিলেন ওয়ার্কার্স পার্টি অব গ্রেট ব্রিটেনের প্রধান জর্জ গ্যালোওয়ে। কিন্তু এত হাঁকডাক দিয়ে রাজনীতির ময়দানে পা রাখার সপ্তাহ যেতে না যেতেই বিদায়ের সুর বাজিয়ে দিলেন সাবেক এই ইংলিশ স্পিনার।

যুক্তরাজ্যের পরবর্তী সংসদ নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সাউথল থেকে ওয়ার্কার্স পার্টি অব গ্রেট ব্রিটেনের প্রার্থী করা হয়েছিল পানেসারকে। এই দলে যোগ দেয়ার পর ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে লেখা এক কলামে পানেসার শ্রমিকদের কণ্ঠস্বর হতে চেয়েছিলেন। ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদও ব্যক্ত করেছিলেন।

তবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেয়ার পর সংবাদমাধ্যমে নিজেদের রাজনৈতিক আদর্শ ব্যাখ্যা করতে গিয়ে বিপাকে পড়েছেন পানেসার। টাইমস রেডিও’র সঙ্গে আলাপে ন্যাটোতে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্নে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেননি তিনি।

এরপরই এক টুইটে রাজনীতি থেকে আপাতত অব্যাহতি নেয়ার ঘোষণা দেন পানেসার, ‘ব্রিটেনের একজন নাগরিক হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি এখন অন্যদেরও সহায়তা করতে চাই। তবে আমি বুঝতে পারছি যে, রাজনীতিতে আমি এখনো নতুন। রাজনীতির মাধ্যমে কীভাবে মানুষকে সাহায্য করা, সেটা আমি এখনো হাতেকলমে শিখছি।’

আর এই কারণেই আপাতত রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ইংলিশ স্পিনার, ‘আজ আমি সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি। সবকিছু শুনতে, শিখতে এবং আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় এমন রাজনৈতিক ঠিকানা খুঁজে পেতে আরও সময় লাগবে।’

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

রোমান সানার বিস্ময়কর ইউটার্ন!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুই মাসেই বদলে গেল দৃশ্যপট! গত মার্চে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ও আর্থিক বিষয়ে ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন রোমান সানা। তবে গত ২ মে ফেডারেশনে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে আমার আর্চারিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন দেশের অন্যতম আলোচিত এই আর্চার।

অবসর ঘোষণার পর নিজের অভিযোগ ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে তুলে ধরতে তার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রোমান। তবে সেসবই এখন অতীত। জানা গেছে, নিজের ‘বিতর্কিত’ সব মন্তব্যের জন্য যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

একইসঙ্গে অবসর ভেঙে আবার লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে আগ্রহের কথাও জানিয়েছন। তার চিঠির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল সংবাদমাধ্যমকে জানান, ‘রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।’

তবে রোমান সানার ফেরার পথটা যে মসৃণ হবে না, তার ইঙ্গিত মিলেছেন এই ফেডারেশন কর্তার কথায়, ‘সভাপতি মহোদয় চিঠি দেখে প্রয়োজনবোধে পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারো কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলেন তাসকিন-মেহেদী-হৃদয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের বাকি নেই এক মাসও। ২০ দলের সবচেয়ে বড় এই বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই সিরিজে দারুণ পারফরম্যান্স করে এরইমধ্যে জিতে নিয়েছেন সিরিজ। যেখানে প্রথম তিন ম্যাচেই বল হাতে দাপট ছিল তাসকিন আহমেদের।

তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও প্রথম দুই ম্যাচে সফল ছিলেন শেখ মেহেদী। ব্যাট হাতে তাওহিদ হৃদয় তো পুরো সিরিজে জুড়েই দুর্দান্ত। এমন পারফরম্যান্সের পুরস্কারটাও পেয়েছেন তারা। বিশ্বকাপের আগে নিজ নিজ বিভাগে তাদের সুখবর দিয়েছে আইসিসি।

আইসিসির সবশেষ ব্যাটারদের র‌্যাঙ্কিং তালিকায় লম্বা লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। সবশেষ দুই ম্যাচে দলকে জিতিয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তার বর্তমান র‌্যাঙ্কিং ৯১। তাওহিদ সুখবর পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের বাজে ব্যাটিংয়ের প্রভাব পড়েছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের র‌্যাঙ্কিংয়ে। ২ ধাপ করে পিছিয়েছেন দু’জনেই। র‌্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান ৩১ ও শান্তর অবস্থান ৩৫। টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে তাসকিনের শিকার ৬ উইকেট। যেখানে তার বোলিং গড় ছিল ৮.৮৩। এমন পারফরম্যান্সের পর বোলিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৬ নম্বরে। অন্যদিকে তার মতোই ৬ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। তার অবস্থান ২৩ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান তার। বোলিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন আদিল রশিদ।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। যেখানে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন আফিফ ও ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টাইগাররা। সিরিজের এখনও বাকি দুই ম্যাচ, শেষ দুই ম্যাচের জন্য এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব। ডিপিএলে খেলবেন বলে প্রথম তিন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যাট ও বল হাতে নিজের ঝলক দেখাতে ফিরলেন তিনি।

এছাড়াও স্কোয়াডে ফেরত এসেছেন সৌম্য সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সদ্য আইপিএল থেকে ফিরে এসে কয়েকদিন ছিলেন বিশ্রামে। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ এবার দেশের হয়েও বল হাতে গর্জে উঠবেন এমনটাই আশা করছেন সমর্থকরা।

চলতি জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই এখন নতুন স্কোয়াড থেকে বাদ পড়লেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। মুস্তাফিজ ফিরে আসায় আরেক টাইগার পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে বোর্ড। সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;