৭৯৩ গোল, ৭ ব্যালন ডি'অর, ১ বিশ্বকাপ- সর্বকালের সেরা মেসি!

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
৭৯৩ গোল, ৭ ব্যালন ডি'অর, ১ বিশ্বকাপ- সর্বকালের সেরা মেসি!

৭৯৩ গোল, ৭ ব্যালন ডি'অর, ১ বিশ্বকাপ- সর্বকালের সেরা মেসি!

  • Font increase
  • Font Decrease

সবই ছিল, ট্রফিটাই তার ক্যাবিনেটে ছিল না। যে কারণে তাকে দিয়েগো মারাদোনা, পেলেদের থেকে অনেকেই কিছুটা পিছিয়ে রাখতেন। কিন্তু রোববার রাতে কাতারে সেই অধরা বিশ্বকাপও জিতলেন লিওনেল মেসি। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মেসিই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার?

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তারপর আর্জেন্টিনার যে দ্বিতীয় গোলটা হয়, সেটা কার্যত তৈরি করে দেন ফুটবলের রাজপুত্র। মাঝমঠের নীচ থেকে দুটি টাচে ফ্রান্সের রক্ষণকে ছন্নছাড়া করে দেন। তারপর ১০৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকেও গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।

শুধু ফাইনালেই যে মেসি ম্যাজিক দেখেছে বিশ্ব, তা মোটেও নয়। এবার বিশ্বকাপ দুনিয়াটা ছিল মেসির। সেই দুনিয়ায় বাকিরা খেলতে এসেছিলেন। মেসি যেন কোনও চিত্রশিল্পী হয়ে উঠেছিলেন, যিনি নিজের ইচ্ছামতো ছবি আঁকছিলেন। তাতে কেউ কিছু করতে পারছিলেন না। এবারের বিশ্বকাপে মোট সাতটি গোল করেছেন। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ১৩টি গোল করেছেন মেসি। যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।

এমনকি এতদিন যে মেসির বিশ্বকাপের নক-আউট পর্বে একটিও গোল ছিল না, সেই ফুটবলের রাজপুত্র এবার রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সেই নজির গড়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নিজে গোল করেছেন। দলের সতীর্থদের গোল করিয়েছেন। সবথেকে বড় কথা, বিশ্বকাপ জিতেছেন। তারপরেই স্বভাবতই প্রশ্ন উঠছে, এবার কি মেসিকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের তকমা দেওয়া যায়?

এতদিনে পেলে বা মারাদোনার সঙ্গে মেসিকে সমকক্ষে রাখতেন না অনেকে। তাদের বক্তব্য ছিল, দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি মেসি। যে কাজটা করে দেখিয়েছেন পেলে এবং মেসি। এবার মেসিও সেই অধরা বিশ্বকাপ ট্রফিও হাতে তুলে নিলেন। দুনিয়ার কোনও সাফল্য বাকি রইল না তার। তবে অনেকের বক্তব্য, কে সর্বকালের সেরা, কে সর্বকালের অন্যতম সেরার তর্কের দরকার নেই। বরং নিজেদের ধন্য মনে করুন যে আপনি মেসির দুনিয়ায় বেঁচে আছেন।

মেসির ট্রফি ক্যাবিনেট 

ফুটবল বিশ্বকাপ: এক।

কোপা আমেরিকা: এক।

অলিম্পিক্স: সোনা।

ব্যালন ডি'অর: সাতবার।

চ্যাম্পিয়ন্স লিগ: চারবার।

লা লিগা: ১০ বার।

লিগ ওয়ান: একবার।

মেসির গোল সংখ্যা

মোট ম্যাচ: ১,০০৩।

মোট গোল: ৭৯৩।

বিশ্বকাপে গোলের সংখ্যা: ১৩ (আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ)। সেইসঙ্গে আটটি অ্যাসিস্ট করেছেন। যা ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে সর্বোচ্চ।

   

আশা জাগিয়েও হার বাংলাদেশের



বার্তা ২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তানজিদ তামিম ও মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছিল বাংলাদেশ! এরপর বোলাররাও পথ দেখিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে শেষ রক্ষা হলো না। ৫৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে গেছেন মঈন আলি, শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে!

গৌহাটিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৬ রানের মধ্যেই দুই টপ অর্ডার ব্যাটার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে উইকেটের আরেকপ্রান্ত দিয়ে দৃষ্টিনন্দন শটের পসরা সাজিয়ে বসেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৭৮ রানে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ, তবে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

এরই মধ্যে, ম্যাচে আসে বৃষ্টির বাঁধা। যার ফলে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৩৭ ওভারে। বৃষ্টি বাঁধা দেয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান।

তবে বৃষ্টির পরেও খুব বেশি রান যোগ করতে পারেনি টাইগার ব্যাটাররা। ইনিংসের টপ স্কোরার মিরাজও খুব বেশি কিছু করতে পারেননি। দলীয় ১৭৩ রানে আউট হন তিনি। যার ফলে নির্ধারিত ৩৭ ওভার শেষে ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ডিলএস মেথড অনুযায়ী ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটার দাউইদ মালানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপরই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন ডানহাতি ব্যাটার জনি বেয়ারস্টো। খেলেন ২১ বলে ৩৪ রানের এক মারকুটে ইনিংস। দলীয় ৫১ রানে তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। খুব বেশি কিছু করতে পারেননি ব্যাটার হ্যারি ব্রুকসও (১৭), দলীয় ৭৩ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।

তবে এরপরই উইকেটে এসে আগ্রাসী ভঙ্গিতে একের পর এক স্ট্রোক খেলতে থাকেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। কিন্তু দলীয় ১০৭ এবং ১১৪ রানে দুই ব্যাটার বাটলার (৩০) এবং লিয়াম লিভিংস্টোনের (৭) উইকেট তুলে নিলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

তবে এরপর মঈন আলীর ৩৯ বলে ৫৬ রানের ইনিংসের উপর ভিত্তি করে ৪ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

সাকিবের সুখবর শোনালেন শান্ত



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দর্শকই থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে স্বস্তির খবর-বিশ্বকাপে সাকিবের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে যাচ্ছে!

সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক শান্ত দিলেন সুখবর। গৌহাটিতে অনুশীলনে পাওয়া চোটে সাকিব ফের অনুশীলনে ফিরলেন। চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন সাকিব।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসের পর শান্ত বললেন, ‘দেখুন, সাকিব পুরোপুরি সুস্থ। প্রথম ম্যাচের জন্য তিনি প্রস্তুত। আমরা আগের ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপের ম্যাচ খেলার আগে আমাদের নিজেদের তৈরি করার দারুণ সুযোগ।’

এবার গৌহাটি থেকে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকেই দল আছে সেখানে। তবে সময়টা ভাল কাটছে না সাকিবের। গৌহাটিতে নেমে একদিন পরই অনুশীলন শুরু করে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান তিনি। সাকিবকে বিশ্রামে রাখা হয়েছে। সেই বিশ্রাম শেষে ফের অনুশীলনও শুরু করেছেন অধিনায়ক।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে লড়াই। এই মাঠেই ১০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবের দল।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে গত কয়েক মাসের ব্যাটিং বিপর্যয়ের গল্প ভুলিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ম্যাচে আবার ফিরল সে ভূত। সে ভূত ঘাড় মটকাতে পারল না কেবল টপ অর্ডারে বাংলাদেশের নতুন ভরসার নাম মেহেদী হাসান মিরাজের। বাকি ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে না পারায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩৭ ওভারে নেমে আসা ইনিংসে ৯ উইকেটে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ।

৮৯ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন মিরাজ। ডেভিড উইলির বলে বোল্ড হয়ে ফেরার আগে ১০ চারে অনবদ্য এই ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নেমে ৪৫ রান করেছেন তানজিদ হাসান তামিম। এই দুজন বাদে বাকিদের কেউ ২০-এর কোটাও স্পর্শ করতে পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের শুরুতেই ছন্দপতন হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা লিটন দাস ওপেন করতে নেমে ফিরেছেন ৫ রান করে। ২ রানে সাজঘরের পথ ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস বড় করতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহও (১৮)। ইংলিশদের পক্ষে ৫ ওভার বোলিং করে ২৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রিস টপলি।

বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে এখন জয়ের জন্য ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের চাই ১৯৭ রান।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

বাংলাদেশকে ১২ গোল দিলো ভারত



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ হকি দল। কিন্তু সেই স্বপ্নপূরণের মিশনে পথ হারালেন আশরাফুল ইসলামরা।

এবারের এশিয়াডের শুরুটা হয় টানা দুই ম্যাচে হারে। শেষটাতেও একই গল্প। ফেভারিট ভারতের বিপক্ষে সোমবার রীতিমতো অসহায় বাংলাদেশ দল। হারল ০-১২ গোলে। এশিয়াডে ৪১ বছর পর ভারতের বিপক্ষে এত বেশি গোল হজম করল বাংলাদেশ। এর আগে ১৯৮২ দিল্লি এশিয়াডেও এই ভারতের কাছে একই ব্যবধানে হারে বাংলাদেশ।

সোমবার খেলার দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হারমানপ্রিত সিং এগিয়ে দেন ভারতকে। এর ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩২ মিনিটে হ্যাটট্রিক করেন হারমানপ্রিত। হ্যাটট্রিক করেছেন মানদ্বীপ সিংও। দুই গোল অভিষেকের, একটি করে ললিত কুমার, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা ও গুরজন্ত সিংয়ের।

এবারের এশিয়াডে ২৯ গোল হজম করলো বাংলাদেশ। যদিও প্রতিপক্ষকে দিয়েছে ১৫ গোল।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;