জানতাম ঈশ্বরই চান ট্রফিটা আমার হাতে উঠুক: মেসি

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৩৫ বছরে এসে অবশেষে বিশ্বকাপ জয়। অধরা স্বপ্ন পূরণ। গোটা প্রতিযোগিতা জুড়ে অসাধারণ খেলে মাতিয়ে দেওয়া। ফুটবলজীবনের শেষ পর্যায়ে এসে থেকে বেশি আর কী চাইতে পারতেন লিওনেল মেসি।

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল হল ফাইনালের মতোই। অতিরিক্ত সময় ধরে ৪০ মিনিট ম্যাচের ভাগ্য দুলল এদিক-ওদিক। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে হাসিমুখেই মাঠ ছাড়লেন মেসি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিশ্বকাপ জিতবেন এটা জানতেন। ঈশ্বরও চাইছিলেন যাতে তিনি বিশ্বকাপ জিতুন।

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্যে মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হল আজ।

বিশ্বকাপ জেতাই তার যে স্বপ্ন ছিল, এটা নির্দ্বিধায় বলে দিয়েছেন মেসি। তার কথায়, যে কোনও ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে। যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্যে আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল। গোটা দেশের মানুষকে এই ট্রফি উৎসর্গ করেছেন মেসি।

বিশ্বকাপে যে এটাই তার শেষ ম্যাচ, সেটা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে জাতীয় দলের হয়ে আরও কিছু দিন খেলে যেতে চান। তিনি বলেন, ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের খেলাও আমাদের কাছে গর্বের ব্যাপার। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলে তার পর অবসর নেব।

   

ঝোড়ো বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ



Apon tariq
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গৌহাটিতে আজ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরুর সময় আকাশ পরিস্কার ছিল। বৃষ্টির আগমন ঘটে বাংলাদেশ ইনিংসের ৩০ ওভারের পর। সেই যে শুরু, এখনো আসামের আকাশের কান্না থামেনি।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়। তার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেটে ১৫৩ রান।

৭৩ বলে ৬০ রান করে ক্রিজে আছেম মেহেদী হাসান মিরাজ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়েও ব্যাট হাতে ৬৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয় (৫*)।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা লিটন ফিরেছেন ৫ রান করে। ২ রানে সাজঘরের পথ ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিস্তারিত আসছে...

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত বাটলারের



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইয়ন মরগান অবসর নেয়ার পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে। তার অধীনেও বেশ ভালোই করছে ইংল্যান্ড। ইতোমধ্যে বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। এবার তার অধীনেই ওয়ানডে বিশ্বকাপ খেলবে ইংলিশরা। তবে এই টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

গত শনিবার, গৌহাটিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেদিনই ওয়ানডে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন বাটলার। পাশাপাশি এক সঙ্গে তিন ফরম্যাট চালিয়ে যাওয়াও তার জন্য কঠিন বলে জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, “আমার বর্তমান বয়স ৩৩। কিন্তু আশা করছি, আরও কিছুদিন ইংল্যান্ডের হয়ে খেলবো। কারণ দেশের হয়ে খেলার চেয়ে গর্বের কিছু আমার কাছে নেই। আমি চেষ্টা করবো নিজের ফিটনেস আরও ভালো রেখে খেলা চালিয়ে যাওয়ার। তবে, সব ফরম্যাট না পারলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবো। এজন্য একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নেবো”

বিশ্বকাপের মূলপর্বে আগে আজ সোমবার (২ অক্টোবর) নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা। এছাড়া, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে তারা, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

জাতীয় দলে ফিরতে চান সাইফউদ্দিন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় দলে নেই অনেক দিন হলো। দীর্ঘ চোটের পর ক্রিকেটে অবশ্য ফিরে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি শেষমেশ। তবে তিনি আশা হারাচ্ছেন না। ভবিষ্যতের কথা ভেবে তৈরি করছেন নিজেকে। শিগগিরই ফিরতে চান জাতীয় দলে।

সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে সাইফুদ্দিন বলেন, ‘এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পারফর্ম করলে আমার সুজোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ফেরার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

আরও একটা বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বাংলাদেশের সবশেষ বিশ্বকাপেও দলে ছিলেন তিনি। এ বিশ্বকাপটা অবশ্য দেখতে হবে ঘরে বসেই। বিশ্বকাপের ঠিক আগে দলের পরিস্থিতি অবশ্য ভালো নয়। অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব সামনে চলে আসায় আলোচনা, সমালোচনার কেন্দ্রে আছে বাংলাদেশের ক্রিকেট। 

সাইফউদ্দিন অবশ্য দলকে আকুণ্ঠ সমর্থনই দিলেন। বললেন, ‘যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’ 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

কেরালায় পৌঁছেছে ভারত, সঙ্গে নেই কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠেই নামতে পারেনি ভারত। ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বিশ্বকাপের আগে ভারতের হাতে ম্যাচ আছে আর একটা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ খেলতে কেরালার থিরুভানান্থাপুরামে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। তবে দলের এই যাত্রায় সঙ্গে ছিলেন না তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

ক্রিকবাজ জানাচ্ছে, পারিবারিক কারণে দলের সঙ্গে এই ভেন্যুতে এখনও যোগ দেননি তিনি। আজ সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি, এমনটাই খবর বেশকিছু ভারতীয় গণমাধ্যমের।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কারণে গৌহাটি থেকে মুম্বাই উড়াল দিয়েছেন বিরাট। তবে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’  

ভারতীয় দলের বাকি সদস্যরা অবশ্য রোববার সন্ধ্যায়ই কেরল সিটিতে পৌঁছেছেন, চার্টার্ড বিমানে চার ঘণ্টা যাত্রা করে।  আগামীকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত। তবে দলটির প্রথম মাচের মতো এই ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা।

ভারতীয় দল যখন গতকাল রোববার সন্ধ্যায় কেরালায় প্রবেশ করে, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবারের ওয়ার্মআপ ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করার কথা রয়েছে রোহিত শর্মার দলের, তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর।  

এখন পর্যন্ত বিশ্বকাপের তিনটি ওয়ার্মআপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া এই দুইটি পরিত্যক্ত ম্যাচের ভেন্যুই ছিল থিরুভানান্থাপুরাম।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;