‘মেসির হাতে বিশ্বকাপ চাই’, আওয়াজ শুনছেন দেশমও

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে এমনই। শেষ বিশ্বকাপ হিসেবে তার হাতে বিশ্বকাপ দেখতে চান অনেকেই। এই তালিকায় আছেন যেমন ফুটবল দর্শক, তেমনি আছেন সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই, আছেন বিভিন্ন ক্লাব ও দেশের কোচ থেকে শুরু করে নানা শ্রেণিপেশার ফুটবল দর্শকেরা।

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু মেসির প্রশ্নে যেন নেই কোনো ফুটবল-বৈরিতা। ফুটবলের রাজা পেলে থেকে শুরু করে কাফু-রোনালদিনহোরাও চান মেসি অন্তত তার শেষ বিশ্বকাপটা জিতুক। যদিও সেমিফাইনালে জয়ের পর ড্রেসিংরুমে ব্রাজিলকে কটাক্ষ করে গান গেয়েছিলেন আর্জেন্টাইনরা। এদিকটায় চোখ না রেখে আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে একটা বিশ্বকাপ দেখতে চান তারাও।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। এই ম্যাচে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার স্বপ্নসারথি লিওনেল মেসি।

চারদিকে যখন মেসির জন্যে বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা রব ওঠেছে তখন একটুও কি বিব্রত নয় ফ্রান্স দল? খেলার সঙ্গে সঙ্গে খেলার বাইরের চাপ কি বাড়ছে না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের ওপর?

চাপের বিষয়টা যে মিথ্যা নয় তা কবুল করে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। খেলোয়াড় ও কোচ হিসেবে আগেই বিশ্বকাপ জেতা এই কোচের সামনে এবার আরেক অর্জনের হাতছানি; এবারের অর্জন কোচ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের। এখানে আবার সবচেয়ে বড় বাধা সে একই; লিওনেল মেসি!

‘মেসির জন্যে বিশ্বকাপ চাই, মেসির জন্যে বিশ্বকাপ চাই’— কানে পৌঁছেছে দিদিয়ের দেশমেরও। ফ্রান্স কোচ দেশমের ধারণা, তার দেশের অনেকেও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবে। তারাও মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চায়।

দেশমের ভাষ্য, ‘বিশ্বব্যাপী অনেক মানুষ এবং কিছু ফ্রেঞ্চও সম্ভবত এটা আশা করে যে লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে।’

চারদিকে যখন ‘মেসি-মেসি’ ধ্বনি তখনও কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণ দেখছেন না দিদিয়ের দেশম। মেসির শেষ বিশ্বকাপের তার হাতে কাপ দেখতে চাই—এই আওয়াজ যখন চারদিকে তখন এটাকে আবার তার দলের একার চাপ নয় বলেও মনে করেন তিনি। এটা আর্জেন্টিনার জন্যে তার দলের চাইতে বড় চাপ বলে মনে করছেন দেশম।

ফাইনাল নিয়ে দেশমের মন্তব্য, ‘ম্যাচ নিয়ে বিশেষ কোনো উদ্বেগ নেই। এধরনের ম্যাচের জন্যে সবসময় মনোযোগ ধরে রাখতে হবে এবং সংযত থাকতে হবে। আমরা সংযত আছি। শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু আমরা করব।’

   

জাতীয় দলে ফিরতে চান সাইফউদ্দিন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় দলে নেই অনেক দিন হলো। দীর্ঘ চোটের পর ক্রিকেটে অবশ্য ফিরে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি শেষমেশ। তবে তিনি আশা হারাচ্ছেন না। ভবিষ্যতের কথা ভেবে তৈরি করছেন নিজেকে। শিগগিরই ফিরতে চান জাতীয় দলে।

সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে সাইফুদ্দিন বলেন, ‘এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পারফর্ম করলে আমার সুজোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ফেরার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

আরও একটা বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বাংলাদেশের সবশেষ বিশ্বকাপেও দলে ছিলেন তিনি। এ বিশ্বকাপটা অবশ্য দেখতে হবে ঘরে বসেই। বিশ্বকাপের ঠিক আগে দলের পরিস্থিতি অবশ্য ভালো নয়। অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব সামনে চলে আসায় আলোচনা, সমালোচনার কেন্দ্রে আছে বাংলাদেশের ক্রিকেট। 

সাইফউদ্দিন অবশ্য দলকে আকুণ্ঠ সমর্থনই দিলেন। বললেন, ‘যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’ 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

কেরালায় পৌঁছেছে ভারত, সঙ্গে নেই কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠেই নামতে পারেনি ভারত। ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বিশ্বকাপের আগে ভারতের হাতে ম্যাচ আছে আর একটা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ খেলতে কেরালার থিরুভানান্থাপুরামে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। তবে দলের এই যাত্রায় সঙ্গে ছিলেন না তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

ক্রিকবাজ জানাচ্ছে, পারিবারিক কারণে দলের সঙ্গে এই ভেন্যুতে এখনও যোগ দেননি তিনি। আজ সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি, এমনটাই খবর বেশকিছু ভারতীয় গণমাধ্যমের।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কারণে গৌহাটি থেকে মুম্বাই উড়াল দিয়েছেন বিরাট। তবে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’  

ভারতীয় দলের বাকি সদস্যরা অবশ্য রোববার সন্ধ্যায়ই কেরল সিটিতে পৌঁছেছেন, চার্টার্ড বিমানে চার ঘণ্টা যাত্রা করে।  আগামীকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত। তবে দলটির প্রথম মাচের মতো এই ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা।

ভারতীয় দল যখন গতকাল রোববার সন্ধ্যায় কেরালায় প্রবেশ করে, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবারের ওয়ার্মআপ ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করার কথা রয়েছে রোহিত শর্মার দলের, তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর।  

এখন পর্যন্ত বিশ্বকাপের তিনটি ওয়ার্মআপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া এই দুইটি পরিত্যক্ত ম্যাচের ভেন্যুই ছিল থিরুভানান্থাপুরাম।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

ইংল্যান্ডের সামনে বাংলাদেশের কঠিন পরীক্ষা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের বিমান ধরার আগে বাংলাদেশ ক্রিকেট ছিল এক অস্বস্তিকর অবস্থায়। ভারতে উড়াল দেয়ার পরেও বিশ্বকাপ স্কোয়াডে ওপেনার তামিম ইকবালের না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শঙ্কা ছিল মাঠের বাইরের এমন অস্বস্তিকর পরিবেশ আবার মাঠের ভেতরের ক্রিকেটে প্রভাব না ফেলে। তবে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সে শঙ্কাকে মিথ্যে প্রমাণ করেছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে তুলে নিয়েছে ৭ উইকেটের বিশাল জয়। এ জয় নিঃসন্দেহে স্বস্তি এনে দিয়েছে দলে।
এবার কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে নতুন চ্যালেঞ্জ। বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম প্রস্তুতি ম্যাচে অনায়াস জয় পেলেও সাকিব আল হাসানের দলের আসল পরীক্ষা আজ ইংলিশদের বিপক্ষেই। কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার ফারাকটা যে বিস্তর!
চলতি বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিল ইংলিশরা। তবে বিশ্বকাপে ইংলিশ টপঅর্ডারের ব্যাটারদের মধ্যে জস বাটলার ছাড়া আর কেউ আসেননি সেবার। তবু বাংলাদেশ সিরিজটা হারে ২-১ ব্যবধানে। এবার তার দলটিতে আছেন জো রুট, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টোরা। সে কারণে চ্যালেঞ্জটাও বেড়ে গেছে বহুগুণে।
সবশেষ সিরিজের আগে অবশ্য ২০১৯ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই দল। দুইবারই ইংলিশ ব্যাটিং লাইনআপের কাছেই হারতে হয়েছিল বাংলাদেশকে।
বিশ্বকাপে দলের পারফর্ম্যান্স অনেকটাই নির্ভর করবে বোলারদের পারফর্ম্যান্সের উপর,ক সে কথা কাল এক ভিডিওবার্তায় জানিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের ব্যাটিং লাইনআপ অনেকটা অধারাবাহিক। তবে শেষ কয়েক বছরে দলের মূল অস্ত্রই ছিল পেস বোলিং। কাজেই ইংলিশদের বিপক্ষে এই স্পোর্টিং উইকেটে কেমন করবে টাইগার বোলাররা, তাই এখন দেখার বিষয়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটারদের। কাজেই ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে প্রথম ম্যাচ না খেলা ক্রিকেটারদের। তবে ইনজুরির কারণে এই ম্যাচেও খেলবেন না টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। আগামী শনিবার বাংলাদেশ নেমে যাবে তাদের প্রথম ম্যাচে। তার আগে সাকিব আল হাসানের দলের শেষ প্রস্তুতি ম্যাচ আজ। গৌহাটিতে আজ দল খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচসহ আজকের টিভি সূচি দেখে নেওয়া যাক এক নজরে–

ক্রিকেট
বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ-ইংল্যান্ড
বেলা ২টা ৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা ৩০ মি., স্টার স্পোর্টস ১

ফুটবল
এএফসি কাপ
বসুন্ধরা কিংস-উড়িষ্যা
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ডিজিটাল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-চেলসি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;