সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
পদ্মা সেতুর আরও যত কাজ

পদ্মা সেতুর আরও যত কাজ

  • Font increase
  • Font Decrease

ঢাকা: পদ্মা সেতু নির্মাণের উদ্যোগে প্রথম বিদেশি প্রকৌশলীরা বিস্ময় প্রকাশ করে বলেছিল, ‘হোয়ার ইজ দ্যা রিভার? দিস ইজ সি!’(কোথায় নদী, এটাতো সাগর).. । এই বিস্ময় ছাপিয়ে প্রমত্তা পদ্মায় শুরু হয়েছিলো স্বপ্নের সেতু নির্মাণ যজ্ঞ। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এটাই ছিলো সবচেয়ে বড় কোন নির্মাণ কাঠামো। প্রতিকূলতা ছিলো পানি, মাটি, বায়ু সব দিক থেকেই। তারপর আধুনিক প্রযুক্তি কৌশল ব্যবহারের মাধ্যমে সেতু গড়ার অনবদ্য কৃতিত্বের দিকে এগিয়ে চলে বাংলাদেশ। গেল ৯ মাসে ৬ টি পিলারের ৫ টি স্প্যান বসানো হলো। দেখা যাচ্ছে পৌনে এক কিলোমিটার সেতু কাঠামো।

তবে শুধু ৬ টি খুঁটি আর ৫ টি স্প্যান নয় আরও অনেক অগ্রগতি হয়েছে সেতুর কাজের। নদী তলদেশে ও উপরে সুপারস্ট্রাকচার কাজের এসব অগ্রগতির নানা তথ্য বার্তা২৪.কম কে জানিয়েছেন পদ্মাসেতু প্রকল্পের প্রকৌশলীরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘পুরো প্রকল্পের ৫৩ ভাগ কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে। চলছে বাকি কাজ।’

কাজ শুরু হয়েছিলো তিন বছর আগে ২০১৫ সালের ডিসেম্বরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। দীর্ঘ এ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো নির্মাণের সব খরচ বহন করছে বাংলাদেশ সরকার নিজে।

/uploads/files/bJbZmgvgFBAcf3WPSW0CZDTGnQpcZ8e446buzA5q.jpeg


পিলার বা পিয়ার কাজ

নদীতে মূল সেতুর ২৭২ টি পাইলের মধ্যে ১৫০ টি পাইল ড্রাইভ হয়েছে। নদীর দুই পাড়ে সেতুতে উঠার ট্রানজিশন পিলারের ৩২ টি পাইলের সবগুলো ড্রাইভ সম্পন্ন।

পদ্মা সেতুর প্রকল্প সূত্র জানায়, নদীতে ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিলারের কাজ শেষ হওয়ার পর ৫টি স্প্যান বসানো হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ৩, ৪ এবং ৫ খুঁটি পুরোপুরি প্রস্তুত। কিন্তু ৩ টি পিলারের ওপর যে স্প্যান বসানো হবে তা এখনও চীনে রয়ে গেছে। এছাড়া কাজ চলমান রয়েছে, সেতুর ১, ২, ৯, ১২, ১৩, ১৪, ১৬, ১৭ নম্বর পিলারে।

এখন স্প্যান মাওয়া পাড়ে আছে মডিউল ৬-এর। মডিউল ৬ এর পিলারগুলো হলো ৩১ থেকে ৩৬। নদীর তলদেশের জটিলতার কারণে এসব পিলারের কাজ তুলনামূলক পিছিয়ে পড়েছে। এছাড়া মডিউল-৫ এর ৬ টি পিলারে বসানো জন্য ২ টি স্প্যান প্রস্তুত আছে মাওয়ায়। এসব পিলারের কাজও পিছিয়ে আছে একই কারণে। এছাড়া ৬ এবং ৭ নাম্বার পিলারে ওপর যে স্প্যান বসবে সেটিও প্রস্তুত আছে মাওয়া কনস্ট্রাকশন ইয়াডের ভেতরে।

সেতু প্রকল্পের একজন প্রকৌশলী জানান, কাজ আটকে নেই। কিছু পিলারের কাজ পিছিয়ে আছে বলে স্প্যান এই মুহতে বসানোর মতো নেই। তবে ৩ মাস পর একের পর এক স্প্যান উঠতে থাকবে। আর এখন ৩৩, ৩৪, ৩৫, ৩৬ এবং ৩৭ নম্বর পিলার গড়ে তোলার কাজ চলছে।

স্প্যান বা ট্রাস (সুপারস্ট্রাকচার)

সুপারস্ট্রাকচার কাজ পুরোটাই হয় মাওয়া পাড়ে কন্সট্রাকশন ইয়াড ও চীনে। ৪১ টি স্প্যানের ৫টি বসিয়ে দেওয়ার পর এখনও স্প্যান বসানো বাকি ৩৬ টি স্প্যান। কয়েকটি স্প্যান মাসদুয়েকের মধ্যে চীন থেকে বাংলাদেশের পথে রওয়ানা দেবে।

১৫০ মিটার লম্বা একেকটি স্প্যানের ওজন ৩২০০ টন। মাওয়া থেকে নদীর মধ্যে এসব স্প্যান নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ ‘লিফটিং ফ্লোটিং ক্রেন’ ব্যবহৃত হয়। এটিও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শক্তির ক্রেন। এর ক্ষমতা ৩৬০০ টন।

হ্যামার (হাতুড়ি) যা দিয়ে পদ্মায় পাইল ড্রাইভ হয়

পদ্মায় রয়েছে ৪ টি হ্যামার। একটি ২৪০০ টন, একটি ১৯০০ টন, একটি ১০০০ টন- এগুলো এখন সক্রিয় রয়েছে। বিকল আছে ৩০০০ কিলোজুলের একটি হ্যামার। এছাড়া গত বছরের শেষদিকে ৩৬০০ টনের জামানি থেকে আনা হ্যামারটিও অনবরত কাজ করছে।

/uploads/files/aDCEnB38rSsLUGqSfEyTzUIXywbStiJ7JW6Hq6jG.jpeg

সময় ও টাকার হিসেব

এখন পর্যন্ত এ সেতুর সাড়ে ৫৩ শতাংশ কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিলো তিন বছর আগে ২০১৫ সালের ডিসেম্বর মাসে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। কিন্তু অবস্থদৃষ্টে কাজ চলতি ডিসেম্বরে শেষ করা নিয়ে প্রশ্ন উঠেছে। নদী তলদেশের মাটির গঠনগত বৈচিত্রের কারণে অন্তত ৬ মাস কাজ পিছিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে- বার বার সড়ক ও সেতুমন্ত্রী দাবি করলেও শেষ পর্যন্ত তিনি শেষ হতে দেরির বিষয়টি ইঙ্গিত দিয়েছেন। তবে কবে নাগাদ শেষ হবে তা নিদিষ্ট করে বলা যাবে আরও ৩ মাস পর।

দীর্ঘ এ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে মূল সেতু নিমাণে ১২ হাজার ১৩৩ কোটি টাকা, নদী শাসন কাজে ৮ হাজার ৭০৮ কোটি টাকা, মাওয়া সংযোগ সড়ক নিমাণে ১শ কোটি ৯৩ লাখ টাকা(১৯৩.০০) জাজিরা সংযোগ সড়ক নিমাণে ১ হাজার ৯৭ (১,০৯৭.০০) কোটি টাকা। দুটি সাভিস এরিয়া নিমাণে (২০৮.০০) টাকা। পুনর্বাসন, জমি অধিগ্রহণ, অস্থায়ী নদী সুরক্ষা কাজে ব্যয় ৬ হাজার ৪৫৪ কোটি টাকা।

 

   

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ এমডি'র



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সরকারের কাছে মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেলের ওপর ভ্যাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হবে। এই ভ্যাট কার্যকর হলে ডিএমটিসিএলের ওপর চাপ বাড়বে। তখন এই ভ্যাট যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

এম এ এন সিদ্দিক বলেন, এর আগে মেট্রোরেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন সেটা আবার ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। যদি ভ্যাট দিতে হয় তাহলে এটি যাত্রীর দিতে হবে। তাই এটি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদ্যুতের দাম তিনবার বেড়েছে। কিন্তু মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদেরকে দিতে হবে। কারণ মেট্রোরেলের পক্ষে এটি বহন করা সম্ভব না। ফলে মেট্রোরেলের ভাড়ার পরিমাণ বেড়ে যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার

;

সংসদ সদস্য আনোয়ারুল নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ডিবি কার্যালয়ে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৩-৪ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ রোববার (১৯ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু গত ৩-৪ দিন ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাবেন।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার

;

রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি’র (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

বিস্তারিত আসছে...

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার

;

ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল, বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

এনবিআর মেট্রোরেলের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটা হতে পারেনা। ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেন করব? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। 

রোববার (১৯ মে) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা মেট্রোরেল এর ব্রান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এই ঢাকা সিটি, যেটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বিশ্বের বিস্ময়। বাংলাদেশের রাজধানী এখন ইকোনমিস্ট এর পর্যবেক্ষণে মোস্ট আন বিলিভ্যাবল সিটি অফ দ্যা ওয়ার্ল্ড।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার

;