সমুদ্রপথে শস্য রফতানিতে রাশিয়া-ইউক্রেন চুক্তি

  রুশ-ইউক্রেন সংঘাত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো পুনরায় চালু করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বর্তমানে ইউক্রেনে যুদ্ধের কারণে আটকে থাকা লক্ষাধিক টন শস্য রফতানি করা যাবে। এতে করে বিশ্বজুড়ে সৃষ্ট খাদ্য সংকট কমতে পারে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২২ জুলাই) ওই চুক্তি স্বাক্ষর হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে বিশ্বব্যাপী শস্যের ঘাটতিতে লাখ লাখ মানুষকে ক্ষুধার ঝুঁকিতে ফেলেছে।

রয়টার্স বলছে, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দুই মাসের আলোচনার পর চুক্তির আয়োজন করা হয়। তুরস্ক ন্যাটোর একটি সদস্য এবং তাদের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সুসম্পর্ক আছে। এছাড়া তুরস্ক কৃষ্ণ সাগরের দিকে যাওয়া প্রণালীগুলো নিয়ন্ত্রণ করে।

ইস্তাম্বুলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা, চেরনোমোর্স্ক ও ইজুনি থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক খাদ্য রফতানির পথ উন্মুক্ত হলো।

রয়টার্স বলছে, তবে কিয়েভ মস্কোর সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছিল। উভয় দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসতে অস্বীকৃতি জানায় এবং অনুষ্ঠানে হাত মেলানো থেকে বিরত থাকে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু প্রথমে মস্কোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ কিয়েভের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

   

ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রীদের ‘ঐতিহাসিক বৈঠক’ আহ্বান করলো ইইউ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার (২ অক্টোবর) ব্লকটির সীমানার বাইরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঐতিহাসিক সম্মেলনের জন্য জড়ো হবেন বলে জানিয়েছেন (ইইউ) পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ২০তম মাসে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি ।

বোরেল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ইউক্রেনে প্রার্থী দেশ এবং ইইউর ভবিষ্যত সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি ঐতিহাসিক বৈঠকে আহ্বান করছি। আমরা এখানে ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সংহতি ও সমর্থন জানাতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের ভবিষ্যৎ ইইউ-এর মধ্যেই নিহিত।’

ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ, প্রথমবারের মতো ইইউয়ের পররাষ্ট্র বিষয়ক পরিষদ ব্লকের বর্তমান সীমানার বাইরে, কিন্তু এর ভবিষ্যতের সীমানার মধ্যে বৈঠকে বসতে চলেছে।’

ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কে ব্রুইনস স্লট বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য আজ আমাদের এখানে দেখা করা সত্যিই গুরুত্বপূর্ণ।’

ইউক্রেনের জনগণ ২০১৪ সালে মস্কোপন্থী শাসনকে উৎখাত করে ইইউপন্থী বিদ্রোহ করেছিল।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের কারণে ইইউয়ের ফাস্ট ট্র্যাক সদস্য হওয়ার জন্য চাপ দিয়েছেন।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

মণিপুরে ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়লো, গ্রেপ্তার ৪



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ইম্ফলসহ কিছু জায়গায় এর আগে কারফিউ জারি করা হয়। ছবি : সংগৃহীত

ইম্ফলসহ কিছু জায়গায় এর আগে কারফিউ জারি করা হয়। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের রাজ্য মণিপুরে দুই ছাত্র হত্যার ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। তারপর থেকে মণিপুরে আবার উত্তেজনা ছড়িয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইন্টারনেট পরিষেবা ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। নির্দেশিকায় জানানো হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে নানা রকম অসত্য বার্তা ছড়িয়ে যেতে পারে।
তাই ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ২৫ জুলাই আংশিকভাবে মণিপুরে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছিল। প্রাথমিকভাবে যাদের স্থায়ী ব্রডব্র্যান্ড সংযোগ রয়েছে, তাদেরই কেবল ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সফ্‌টওয়্যার কম্পিউটার থেকে আনইনস্টল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মণিপুর হাইকোর্টের নির্দেশ মেনেই ইন্টারনেট ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল মণিপুরের ক্ষমতাসীন বিজেপি সরকার। পরবর্তী সময়ে পরিষেবা অনেকটা স্বাভাবিকও হয়েছিল। কিন্তু, কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়ানোর গুজব ছড়িয়ে পড়া ঠেকাতেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পূর্বে জারি করা নির্দেশিকায় বলা হয়েছিলো, মণিপুরে মোবাইলে ইন্টারনেট ডেটা পরিষেবার উপর সাময়িক বিধিনিষেধ ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বহাল থাকার কথা ছিল। নির্দেশিকায় এটাও জানানো হয়েছিল যে, পরিষেবা স্তব্ধ করার বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, দুই ছাত্রকে অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতায় কয়েক ডজন ছাত্র আহত হওয়ার পর ভারতের অশান্ত রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলসহ কিছু জায়গায় এর আগে কারফিউ জারি করা হয়।

মণিপুরের রাজধানী ইম্ফলের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এল কাইলুন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বলেছেন, ‘ইম্ফল এবং অন্যান্য কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে আরেক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বুধবারের সংঘর্ষে ৮০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে।’

তিনি বলেন, ‘সশস্ত্র জনতা গভর্নিং পার্টির একটি অফিস ভাঙচুর করার পরে পুলিশের প্রতি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তাই পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল।’

রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘পাঁচ দিনের জন্য রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।’

অন্যদিকে, গত ৩ মে প্রথম সহিংসতা শুরু হওয়ার পর থেকে মণিপুরে এ পর্যন্ত ১৮০ জনেরও বেশি নিহত হয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন নেতা, কথিত হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

কুকি-জো সিভিল সোসাইটি গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, সর্বশেষ হত্যাকাণ্ডের বিষয়ে তাদের কাছে তাত্ক্ষণিক মন্তব্য নেই।

বিরোধী কংগ্রেস দলের নেতারা মোদি সরকারকে তার হিন্দু জাতীয়তাবাদী দল শাসিত ওই রাজ্যে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, প্রায় স্বাভাবিক হয়ে আসা মণিপুরের পরিস্থিতি সেখানকার দুই ছাত্রের হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে।
ওই দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনার তদন্ত করতে বুধবার (২৭ সেপ্টেম্বর) মণিপুর পৌঁছেছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বাধীন দল বিশেষ বিমানে করে বুধবার ইম্ফল পৌঁছেছেন জানা গেছে। এই ঘটনার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার।

কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত কয়েক মাস ধরেই অশান্তির চাদরে ঢাকা পড়েছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য।

গত সোমবার নিহত দুই ছাত্রের মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে।

সূত্রের খবর, গত ৬ জুলাই থেকে ওই দুই ছাত্র নিখোঁজ ছিল। ছবিতে দেখা গেছে, দুই সশস্ত্র আততায়ীর সঙ্গে বসে রয়েছে ওই দুই ছাত্র। অন্য একটি ছবিতে দেখা গেছে, তাদের মৃতদেহ পড়ে রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই দুই ছাত্রের মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি। ওই দুই ছাত্রকে শেষবার দেখা গিয়েছিল বিষ্ণুপুর জেলায়। অভিযোগ, ওই দুই ছাত্রকে অপহরণ করে খুন করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। এক্স হ্যান্ডলে (টুইটার) মণিপুরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধীদের ধরতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান বীরেন সিং।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য ৪ বিলিয়ন পাউন্ডের আকুস চুক্তি



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আকুস চুক্তির আওতায় একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ডিজাইন এবং তৈরি করার জন্য যুক্তরাজ্যের তিনটি কোম্পানির সঙ্গে ৪ বিলিয়ন পাউন্ড ($৪.৯ বিলিয়ন) চুক্তি সম্পন্ন হয়েছে।

রোববার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, BAE সিস্টেমস, রোলস-রয়েস এবং ব্যাবককের সঙ্গে ত্রিপক্ষীয় AUKUS চুক্তি একটি মাইলফলক।

নতুন সাবমেরিনটির নামকরণ করা হয়েছে SSN-AUKUS নামে। এটি রয়্যাল নেভি দ্বারা পরিচালিত সবচেয়ে বড়, উন্নত এবং শক্তিশালী আক্রমণ সাবমেরিন হবে। এটিতে বিশ্বের শীর্ষস্থানীয় সেন্সর, নকশা এবং অনেক অস্ত্র থাকবে।

সাবমেরিনগুলির মধ্যে প্রথমটি ২০৩০ এর দশকের শেষের দিকে যুক্তরাজ্যের পরিষেবায় সরবরাহ করা হবে এবং ২০৪০এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার পরিষেবায় সরবরাহ করা হবে।

গত মার্চ মাসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা করার জন্য অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের দ্বারা আকুস চুক্তির পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল।

পারমাণবিক চালিত জাহাজগুলোতে পরিসীমা রয়েছে। ওয়াশিংটন প্রথমবারের মতো ইউকে ছাড়া অন্য কোনও দেশের সাথে পারমাণবিক-চালনা প্রযুক্তি ভাগ করেছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস আকুস চুক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক সক্ষমতার সবচেয়ে বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছিলেন।

এ চুক্তির অধিনে ওয়াশিংটন ২০৩০এর দশকের শুরুর দিকে তাদের পারমাণবিক চালিত সাবমেরিনগুলোর মধ্যে পাঁচটি বিক্রি করতে চায়। অস্ট্রেলিয়ান ক্রুদের প্রশিক্ষণের জন্য ২০২৭ সালের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ায় মার্কিন এবং যুক্তরাজ্যের সাবমেরিন মোতায়েন করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এ চুক্তি দক্ষিণ চীন সাগরসহ প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান পদক্ষেপকে প্রতিরোধ করতে শক্তিশালী ভূসিকা পালন করবে।

চীন ইতিমধ্যে এ চুক্তিকে পারমাণবিক বিস্তারের একটি অবৈধ কাজ হিসাবে উল্লেখ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য বিপজ্জনক পথে হাটছে। এ চুক্তিটি একটি "স্নায়ু যুদ্ধের মানসিকতা থেকে উদ্ভূত হয়েছে। এটি একটি অস্ত্র প্রতিযোগিতাকে অনুপ্রাণিত করবে, আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির ক্ষতি করবে।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

করোনার টিকা আবিষ্কারকরা পেলেন চিকিৎসায় নোবেল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান।

সোমবার (২ অক্টোবর) নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড তার জীবদ্দশায় ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন তিনি।

যার পরিপ্রেক্ষিতে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রচলন করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত হয় ১৯৬৯ সালে।

প্রতিবছর বিজয়ীদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় ডিসেম্বরের ১০ তারিখ।এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন।এ সময় তাঁদের একটি স্বর্ণপদক ও একটি সনদ দেওয়া হয়।

এ বছর থেকে বিজয়ীদের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯ লাখ ৮৬ হাজার ডলার করা হয়েছে।এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পেতে চলেছেন বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) যা আগে ছিল ১ কোটি ক্রোনার।

এর আগে ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো।বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সান্তে পাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

করোনা পরবর্তী ২০২১ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান মার্কিন দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তার উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পান।

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। এই বছর প্রথমদিনে চিকিৎসাশাস্ত্রে যুক্ত হলো আরও দুইজন বিজ্ঞানীর নাম।

  রুশ-ইউক্রেন সংঘাত

;