শ্রীলঙ্কার চলমান সংকটের জন্য দায়ী রাশিয়া: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কার্যত দেউলিয়া শ্রীলঙ্কা। মিলছে না খাবার, ওষুধ, জ্বালানি। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এমন পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের ফলে খাদ্যপণ্য বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সিউলে অনুষ্ঠিত এশিয়ান লিডারশিপ কনফারেন্সে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব হন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার জন্যই বিশ্বজুড়ে খাদ্যশস্য ও জ্বালানির জোগান ধাক্কা খাচ্ছে। এর ফলে ভুগতে হচ্ছে শ্রীলঙ্কার মতো দেশগুলোকে।

দ্বীপরাষ্ট্রটির বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জোগান ধাক্কা খাওয়ায় খাদ্য ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। এর ফলে সমাজে কার্যত বিস্ফোরণ ঘটেছে। কেউ জানে না এই পরিস্থিতি কতদিন চলবে।

জেলেনস্কি জানান, যুদ্ধে ইউক্রেনকে ঘিরে ‘অর্থনৈতিক অবরোধ’ জারি করেছে রাশিয়া। অর্থাৎ, কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে খাদ্য বা জ্বালানির রফতানি বন্ধ করে দিয়েছে রুশ সেনারা। যার ফলে প্রায় মাস তিনেক ধরে অবরোধ চলার পর সম্প্রতি ইউক্রেনের বন্দর থেকে শস্য রফতানিতে সবুজ সংকেত দিয়েছে মস্কো।

ইউরোপের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত ইউক্রেন। শুধু তাই নয়, বিশ্বের বহু দেশে খাদ্যশস্য রফতানি করে কিয়েভ। সদ্য প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলার জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক কোনও না কোনও সংকটের মুখে পড়েছে ৯৪টি দেশের ১৬০ কোটি মানুষ। চরম দুর্দশা দেখা দিয়েছে আরও ১২০ কোটি মানুষের জীবনে। সবমিলিয়ে ইউক্রেনে যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে গোটা দেশ।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। জনতার ক্ষোভে চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিলেন গোতাবায়া । তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তার কোনও সন্ধান ছিল না। এমনও শোনা যায়, তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে সেনা বিমানে দেশ ছাড়েন গোতাবায়া।

   

চিকিৎসায় নোবেল পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান।

সোমবার (২ অক্টোবর) নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড তার জীবদ্দশায় ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন তিনি।

যার পরিপ্রেক্ষিতে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রচলন করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত হয় ১৯৬৯ সালে।

প্রতিবছর বিজয়ীদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় ডিসেম্বরের ১০ তারিখ।এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন।এ সময় তাঁদের একটি স্বর্ণপদক ও একটি সনদ দেওয়া হয়।

এ বছর থেকে বিজয়ীদের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯ লাখ ৮৬ হাজার ডলার করা হয়েছে।এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পেতে চলেছেন বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) যা আগে ছিল ১ কোটি ক্রোনার।

এর আগে ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো।বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সান্তে পাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

করোনা পরবর্তী ২০২১ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান মার্কিন দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তার উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পান।

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। এই বছর প্রথমদিনে চিকিৎসাশাস্ত্রে যুক্ত হলো আরও দুইজন বিজ্ঞানীর নাম।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

মিশরে পুলিশ কমপ্লেক্সে আগুন, আহত ৩৮



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

  • Font increase
  • Font Decrease

মিশরে একটি পুলিশ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৩৮ জন আহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) ইসমাইলিয়া শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায়, পুলিশরা কর্মরত অবস্থায় বিল্ডিংটাতে আগুনে ঢেকে যায়।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সরকার এ বিষয়ে কোন মন্তব্যও করেনি। সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, আগুনের কারণে নিরাপত্তা অধিদপ্তরের সদর দফতরের কিছু অংশ ধসে পড়েছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রনালয় তাৎক্ষণিক ঘটনাস্থলে ৫০ টি অ্যাম্বুলেন্স এবং দুইটি সামরিক বিমান পাঠিয়েছে। ধোয়ায় আটকে ২৪ জনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং দুইজন আগুনে দগ্ধ হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুও হতে পারে। এছাড়া হতাহতের সংখ্যা বাড়তেও পারে।

রয়টার্স নিউজ এজেন্সির সাথে কথা বলা দুই প্রত্যক্ষদর্শী বলেছেন যে দমকলকর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করেছিল, তবে স্থানীয় মিডিয়া বলছে যে তিন ঘন্টারও বেশি সময় পরে তারা এটি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিল।

সংবাদ সংস্থা রয়টার্সকে দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করেছিল। তিন ঘণ্টারও বেশি সময় পরে তারা এটি নিয়ন্ত্রণে সক্ষম হয়।

মিশরে ফায়ার কোড খুব কমই প্রয়োগ করা হয়। দেশটিতে জরুরী প্রতিক্রিয়ার সময় ধীরগতির কারণে মারাত্মক অগ্নিকাণ্ড অস্বাভাবিক নয়। গত বছরের আগস্টে কায়রোর একটি গির্জায় শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

চীনকে শুভেচ্ছাবার্তায় গভীর বন্ধুত্ব বজায় রাখার আহ্বান পাকিস্তানের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনকে ‘আয়রন ব্রাদার’ আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। গত রবিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির নাগরিকদের অভিনন্দন জানান তিনি।

এ সময় তিনি ভূরাজনৈতিক এবং কূটনৈতিক বিভিন্ন দিক তুলে ধরে সবসময় চীনের পক্ষে থাকার কথা বলেন। বেইজিংকে শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির ইঞ্জিন বলে অভিহিত করেন। চীনের যাবতীয় অর্জনের জন্য পাকিস্তান গর্বিত বলেও জানান তিনি।

পাকিস্তান সংবাদমাধ্যম অনলাইন জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গিও এক ভিডিও বার্তায় চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, চীনের জাতীয় দিবসের উৎসবে পাকিস্তান অভিনন্দন জানায়।এখন এবং ভবিষ্যতে সকল পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং এতে পাকিস্তান এবং বিশ্বের জন্য শান্তি ও অগ্রগতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানিও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দেশটির নাগরিকদের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক্সের এক পোস্টে তিনি জানান, সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং গর্বিত জাতি হিসেবে চীনের প্রতি শ্রদ্ধা জানায় পাকিস্তান। চীন-পাকিস্তান বন্ধুত্বকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

এদিকে গত সপ্তাহে বেইজিংয়ে বেলুচিস্তানের প্রেস কোরের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নং রং। তিনি বলেন, পাকিস্তান এবং চীন পরস্পরের উপকারভোগী এবং পারস্পরিক সহযোগিতা দীর্ঘদিনের। এতে পাকিস্তানের সব মানুষ সুবিধা পাবেন।

এদিকে পাকিস্তান ও চীনের সম্পর্ককে ‘লৌহকঠিন বন্ধুত্ব’ উল্লেখ করে চীনের শীর্ষ কূটনীতিক বলেছেন, দুই দেশ সব সময় একে অন্যকে সমর্থন করছে। কঠিন সময়ে একত্রিত হয়েছে। 

উল্লেখ্য, পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে চীন দেশটিকে ঋণ সুবিধা দিচ্ছে। চলতি বছরের জুলাইয়ের শেষে কমপক্ষে ২৪০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারি এই প্রসঙ্গে এক্স বার্তায় বলেন, ওই ব্যাংক এই অর্থ দুই বছরের জন্য দিয়েছে। ২০২৪ অর্থবছরে দেবে ১২০ কোটি ডলার। বাকি অর্থ ২০১৫ অর্থবছরে দেওয়া হবে বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে এ সপ্তাহে নিউইয়র্কে ছিলেন কাকার। এ সময়ে তিনি ওয়াশিংটন পোস্টকে একটি সাক্ষাৎকার বলেছেন, বৃহত্তর শক্তির প্রতিযোগিতায় কোনো পক্ষ নেয়া ছাড়াই পাকিস্তান তার নিজের স্বার্থের দিকে দৃষ্টি দিচ্ছে। চীনকে প্রতিহত করার বিষয়ে পশ্চিমারা খুব বেশি আচ্ছন্ন রয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। চীন হলো তার সর্ব অবস্থায় বন্ধু এবং কৌশলগত অংশীদার।

কাকার আরও বলেন, এটা কোনো স্নায়ুযুদ্ধ নয়।পাকিস্তান এক্ষেত্রে পশ্চিমা দেশ, রাশিয়া এবং চীনের প্রতিযোগিতা এড়িয়ে চলবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিরোধ তাতে কোনো পক্ষেই যুক্ত হতে চায় না পাকিস্তান।কিন্তু সবধরনের পরিস্থিতিতেই চীনের সাথে সুম্পর্ক এবং গভীর বন্ধুত্ব রাখতে চায়। 

  রুশ-ইউক্রেন সংঘাত

;

ইরাকে কুর্দি ঘাঁটিতে পাল্টা হামলা তুরস্কের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আঙ্কারার আত্মঘাতী বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালায় তুরস্ক সরকার। তুর্কি প্রশাসন মতে, এই হামলায় অন্তত ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। আঙ্কারার বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় দেশটি।

এতে কুর্দিসংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে বলে জানায় প্রশাসন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পিকেকের ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে রোববারের বিমান হামলা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের গারা, হাকুর্ক, মেটিনা ও কানদিলে পিকেকের ঘাঁটিগুলোতেও বিমান হামলা চলানো হয়।

এর আগে গত রোববার (১ অক্টোবর) তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একজন হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে এসে আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণে হামলাকারী মারা যায়। এর পরে, দ্বিতীয় হামলাকারী মন্ত্রণালয়ের গেটে গার্ডদের দিকে গুলি চালায়। পুলিশ তাকে গুলি করে হত্যা করতে সমর্থ হয়।

তবে এ সময় দুই কর্মকর্তা আহত হন। একজনের বুকে গুলি লাগে এবং আরেকজনের দুই পায়ে ও চোখে আঘাত লাগে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। হামলার পর ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তুর্কি পার্লামেন্টের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে এই বিস্ফোরণ ঘটে। পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই হামলাকে সন্ত্রাসবাদের চূড়ান্ত অবস্থান হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে এর দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী পিকেকে। 

পিকেকের দাবি, হামলাটি তাদের সঙ্গে যুক্ত একটি গ্রুপ করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি -পিকেকে তুরস্ক, ইইউ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, ১৯৭০ এর দশকের শেষের দিকে পিকেকে গঠিত হয় এবং ১৯৮৪ সালে তুর্কি সরকারের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম শুরু করে। তারা তুরস্কের মধ্যে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্রের জন্য সংগ্রাম করছে। ১৯৯০-এর দশকে পিকেকে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে পিছিয়ে যায়। এর পরিবর্তে কুর্দিদের জন্য স্বায়ত্তশাসনের আহ্বান জানায়।

  রুশ-ইউক্রেন সংঘাত

;