ইউক্রেনের সামরিক বাহিনীকে আধুনিকায়নে সম্মত ন্যাটো

  রুশ-ইউক্রেন সংঘাত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে আর্থিক ও সামরিক সহায়তা প্যাকেজে সম্মত হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

বৃহস্পতিবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, একটি শক্তিশালী স্বাধীন ইউক্রেন ইউরো-আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তাই ইউক্রেনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে কাজ করবে ন্যাটো।

বিবৃতিতে আরও বলা হয়, সেই লক্ষ্যে ন্যাটো ইউক্রেনের বীরত্বপূর্ণ প্রতিরক্ষায় দেশটির সরকার ও জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

ইতিপূর্বে ন্যাটো ইউক্রেনের কৌশলগত অংশীদার থাকলেও মিত্রদের নিরাপত্তার জন্য রাশিয়া সরাসরি হুমকি হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিচ্ছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে কোনও সেনা মোতায়েন করে তাহলে তার জবাব দেবে রাশিয়া। দেশ দুইটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার আমন্ত্রণ পাওয়ার পর এই হুঁশিয়ারি দেন পুতিন।

পুতিন বলেন, ইউক্রেনে চালানো রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য এখনও অপরিবর্তিত রয়েছে। তিনি জানান এই অভিযানের লক্ষ্য ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে স্বাধীন করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতের শর্ত তৈরি করা।

পুতিন আরও জানান, রুশ বাহিনী ইউক্রেনে অগ্রগতি অর্জন করছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। তিনি বলেন, এই অভিযান কবে শেষ হবে তার কোনও দিনক্ষণ ঠিক করার কোনও প্রয়োজন নেই।

   

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মার্কিন শীর্ষ ধনী ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে গাজা উপত্যকায় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় গাজার ধ্বংসাত্মক পরিস্থিতি দেখার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের সিনিয়র কর্মকর্তা বলেছেন, "বস্তুত্ব ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড মেনে গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য আমরা তাকে গাজা সফরের আমন্ত্রণ জানাই।"

গত সোমবার (২৭ নভেম্বর) ইসরায়েলে গিয়ে হামাসের হামলা স্থল দেখে এসেছেন এ মার্কিন ধনকুবের। দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। তবে তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিভীষিকা দেখেন নি। তাই এবার সেই লক্ষ্যেই ইলন মাস্ক কে গাজার আসার আমন্ত্রণ জানিয়েছে হামাস।

ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স- প্ল্যাটফর্মের মালিক। গত সোমবার (২৭ নভেম্বর) ইলন মাস্ক ইসরায়েলে হামাসের আক্রমণের সাইটটি পরিদর্শন করেছেন এবং সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

৫০ দিনের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজাবাসীদের ওপর ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে জানিয়ে তিনি আরও বলেন, "আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ইসরায়েলের সাথে মার্কিন সম্পর্ক পর্যালোচনা করতে এবং তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

এছাড়াও ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবের বিষয়ে কথা বলতে গিয়ে, হামদান ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

নিচে নামায় বেঁচে গিয়েছি, পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক



স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া, বার্তা২৪.কম,ব্যাংকক
পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক

পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক

  • Font increase
  • Font Decrease

'কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই উপরের তলা থেকে নিচে আসি একটু জিরিয়ে নেয়ার জন্য। এ সময়ই বিকট শব্দে ভবনটি ধসে পড়ে৷ আর কয়েক মিনিট দেরি হলে আমাকেও সঙ্গীদের মতো মারা যেতে হতো। আমি ভাগ্যবান যে বেঁচে গিয়েছি।' 

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভয়াবহ ভবনধসে বেঁচে যাওয়া ৪৩ বছর বয়সী বাংলাদেশি মহিদুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানান।

পেনাংয়ে ভূমিধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও এখনো উদ্ধার কাজ চলছে। গত মঙ্গলবার রাতে পেনাংয়ের বায়ান লেপাস জেলার বাতু মং এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে।

মহিদুল বলেন, 'নির্মাণাধীন ওয়্যারহাউজের উপরের তলায় অন্য চারজনের সঙ্গে আমিও মেঝের কাজ করছিলাম। আমি একটু বিশ্রামের জন্য বিরতি  নিয়ে বাইরে আসি। তখনই এই ঘটনা ঘটে ৷' 

তিনি বলেন, 'হঠাৎ বিকট শব্দে আওয়াজ হলে ভয় পেয়ে যাই। পরে পেছনে এসে দেখি আমাদের নির্মানাধীন ভবনটি ধসে পড়েছে ৷' 

তিনি জানান, 'এই নির্মাণাধীন ভবনে গত তিন মাস ধরে কাজ করছিল তারা। সকলে বন্ধু হয়ে গিয়েছিলাম। গতকালও একসঙ্গে কাজ শুরু করেছিলাম। সত্যি ভাবতেই খুব কষ্ট হচ্ছে!' 

৩৮ বছর বয়সী, আরেকজন বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক বলেন, 'আমি নিচের ফ্লোরে কাজ করছিলাম। হঠাৎ ভবন নড়ে ওঠে এবং উপর থেকে  চিৎকারের শব্দ আসে ৷ আমি লাফ দিয়ে ভবন থেকে বেরিয়ে আসি। মুহুর্তের মধ্যেই ধসে পড়ে ভবনটি ৷' 

তিনি বলেন, 'ধ্বংস স্তুপ থেকে একজন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু গুরুতর আহত ছিলেন এবং পরে তিনি মারা যান।' 

গত মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটে এই ভবনধসের ঘটনা ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গিয়েছে।

ঘটনাস্থলে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরও ১৪ টি স্তম্ভের উপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণ স্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন।

পেনাং ফায়ার এন্ড রেস্কিউ বিভাগের উপ পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, উদ্ধার কাজে দেরি হচ্ছে এবং কঠিন হয়ে পড়েছে কারণ পড়ে যাওয়া স্তম্ভগুলো খুবই ভারি। সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। আমাদের আরও বড় ও শক্তিশালী উদ্ধার যন্ত্র প্রয়োজন সেগুলো সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌছাতে।

  রুশ-ইউক্রেন সংঘাত

;

পেনাংয়ে ভবনধস: ৩ বাংলাদেশি নিহত, আহত ২, ভেতরে আটকা ৪



স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া
পেনাংয়ে ভবনধস

পেনাংয়ে ভবনধস

  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ জন ধসে যাওয়া ভবনের ভেতর আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এই ভবনধসের ঘটনা ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গেছে। 

ঘটনাস্থালে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরো ১৪টি স্তম্ভের ওপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণস্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন। তার মধ্যে ৯ জন ওই সময় নামাজ পড়তে যান বলে জানান তিনি। 

উপপুলিশ প্রধান আরো জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে পৌঁছালে মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরো ২ জনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি বলেন, আমাদের ধারণা ধসে পড়া ভবনে আরো ৪ জন শ্রমিক ফাঁদে আটকে পড়ে আছেন। ভবনটিতে কর্মরত সব শ্রমিকরাই বাংলাদেশি। 

পেনাং ফায়ার এন্ড রেস্কু বিভাগের উপ পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, উদ্ধার কাজে দেরি হচ্ছে এবং কঠিন হয়ে পড়েছে কারণ পড়ে যাওয়া স্তম্ভগুলো খুবই ভারি। সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। আমাদের আরো বড় ও শক্তিশালি উদ্ধার যন্ত্র প্রয়োজন সেগুলো সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে। 

  রুশ-ইউক্রেন সংঘাত

;

হুইলচেয়ারে স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় জিমি কার্টার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ১৯ নভেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার ইন্তেকাল করেন। জর্জিয়ার চার্চে সাবেক এই ফার্স্ট লেডির অন্ত্যেষ্টিক্রিয়া হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়াতে স্ত্রী রোজালিনকে শেষ বিদায় জানাতে হুইলচেয়ারে করে সেখানে পৌঁছান ৯৯ বছর বয়সী জিমি কার্টার।

হসপিস কেয়ারে থাকা জিমি কার্টার আড়াই ঘণ্টা যাত্রা করে ওই অনুষ্ঠানে যোগ দেন বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মিরর। জিমি কার্টার আসেন একটি হুইলচেয়ারে করে।

এই হৃদয় বিদারক বিদায়ে হাজির হয়েছিলেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মিশেল ওবামা, লরা বুশ যোগসহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

এর আগে রোজালিনার মৃত্যুর পর এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কার্টার বলেন, যখন আমার প্রয়োজন ছিল তখন সে আমাকে বিজ্ঞ নির্দেশনা এবং উৎসাহ দিয়েছিল। যতদিন রোজালিন পৃথিবীতে ছিলে, আমি সবসময় জানতাম যে কেউ আমাকে ভালোবাসে ও সমর্থন করে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক ডেমোক্র্যাট জিমি কার্টার। যুক্তরাষ্ট্রের ৩৯তম এ প্রেসিডেন্ট এক মেয়াদে দায়িত্ব পালন করেন। পরে দফায় ১৯৮০ সালে পুনর্নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যানের কাছে হেরে যান তিনি। ২০০২ সালে শান্তিতে নোবেল পান তিনি। জিমি কার্টারের বর্তমান বয়স ৯৯ বছর।

  রুশ-ইউক্রেন সংঘাত

;