পাঠক হৃদয়ে বেঁচে আছেন হুমায়ুন আহমেদ

  ‘এসো মিলি প্রাণের মেলায়’


কানজুল কারাম কৌষিক, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

‘পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়.....!’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের এই লেখাটিতে বোঝা যায় তিনি আক্ষেপ করে বলছেন, একদিন তাঁর মৃত্যুকে বরণ করে নিতে হবে কিন্তু পৃথিবী তার স্বাভাবিক নিয়মেই চলবে। এর কোন মানে হয় না। কিন্তু বাংলা ও বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার ২০২৪ এ এসে মনে হয় হুমায়ুন আহমেদ যেন এখনো পৃথিবীর বুকেই আছেন স্বশরীরে। প্রায় এগারো বছর হলো নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে ছাড়া বইমেলা হচ্ছে। কিন্তু এখনো পাঠক হৃদয়ে বেঁচে আছেন হুমায়ুন আহমেদ। বাঙালি পাঠকরা এখনো খুঁজে বেড়ান তাদের প্রিয় হুমায়ুন আহমেদকে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে এ চিত্র লক্ষ করা যায়।

অন্যপ্রকাশ, কাকলী, অনন্যা, অবসর, মাওলা ব্রাদার্স, অন্বেষাসহ বেশ কিছু প্রকাশনীতে নতুন বই এলেও বহু বছর ধরে বিক্রিতে শীর্ষে রয়েছে হুমায়ূন আহমেদের বই। এইসব স্টলগুলো সাজানো হয়েছে হুমায়ুন আহমেদকে কেন্দ্র করেই। স্টলগুলোতে যে দিকে হুমায়ূনের বই রাখা, পাঠকদের ভীড় যেন সেদিকেই বেশি।

কাকলী প্রকাশনীর প্রকাশক এ কে নাছির আহমেদ বার্তা ২৪.কমকে বলেন, অন্যবার দেখা যায় মেলা জমতে দুই সপ্তাহ লেগে যায়। তবে এবার প্রথম দিকে মেলা জমে গেছে। আমাদের প্রকাশনীতে এখনো বিক্রিতে শীর্ষে হুমায়ুন আহমেদ। শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের বই যেমন এখনো পাঠক খুঁজে ঠিক তেমনই হুমায়ুনের আহমেদের বইও পাঠক খুঁজে খুঁজে কিনছে। এর একটা কারণ হতে পারে পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতা, সহজ ভাষায় লিখতে পারার গুণ। 

অনন্যা প্রকাশনীতে হুমায়ুন আহমেদের বই সংগ্রহ করছিলেন সুলতানা শারমিন। তিনি বার্তা ২৪.কমকে বলেন, অন্যান্য লেখকের বইও পড়া হয়, তবে হুমায়ূন আহমেদের লেখাগুলো সহজ ও সুখপাঠ্য। তার চরিত্রগুলোকে দিয়ে তিনি অকপটে কথা বলিয়ে নিয়েছেন। আর গল্পগুলো যেন মনে হয় আমাদের মধ্যবিত্তদের যাপিত জীবনের গল্প। আমরা খুব সহজে তার লেখার সাথে রিলেট করতে পারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ ইশতিয়াক রাহুল হুমায়ুন আহমেদের 'অপেক্ষা' বইটি সংগ্রহ করছিলেন। এ সময় তিনি বার্তা ২৪.কমকে বলেন, হুমায়ুন আহমেদের লেখায় মধ্যবিত্ত শহুরে জীবনের সুনিপুণ চিত্র ফুটে ওঠে। মনে হয়, আমি নিজেই এই বইয়ের একটি চরিত্র। যার কারণে হুমায়ুন আহমেদের বই আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত ও মুগ্ধ করে।

অন্যপ্রকাশ প্রকাশনী থেকে হুমায়ুন আহমেদের প্রায় ১১৬টি বই বেরিয়েছে। তাই হুমায়ুন আহমেদের বই কেনা উপলক্ষ্যে তাদের প্যাভিলিয়নটিতে পাঠকের ভিড় লেগে থাকে সবসময়। অন্যপ্রকাশের এক বিক্রয় প্রতিনিধি সানজানা জেবিন জানান, হুমায়ুন আহমেদের সব বই'ই অনেক বেশি বিক্রি হচ্ছে। বৃদ্ধ থেকে তরুণ সকলই হুমায়ুন আহমেদের বই কিনছে। অনেকের হয়তো হুমায়ুন আহমেদের সব বই পড়া শেষ কিন্তু সংগ্রহে নেই, তারাও সংগ্রহের জন্য কিনছে। এর মধ্যে মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, দেয়াল, বাদশাহ নামদার, বৃষ্টিবিলাসসহ কিছু বইয়ের চাহিদা তুলনামূলক ভাবে বেশি।

হুমায়ুন আহমেদের ২৭টি বই প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী। প্রকাশনীটির প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, হুমায়ুন আহমেদের নতুন কোন বই প্রকাশিত না হলেও আগের মতোই রয়েছে বই বিক্রি। বিশেষ করে তরুণ পাঠকদের কাছে হুমায়ুনের আবেদন একটুও কমেনি। এর একটা কারণ হতে পারে, হুমায়ুন আহমেদের উপন্যাসের চরিত্রগুলো। হিমু, শুভ্র, মিসির আলী যেন আমাদের যাপিত জীবন থেকেই নেওয়া।

মাওলা ব্রাদার্স এর দায়িত্বরত বিক্রয়কর্মী তামিম বার্তা২৪.কমকে বলেন, হুমায়ুন আহমেদের ২/৩ টা বই আমাদের স্টলে আছে। পাঠক তো ভুল করে এখনো জিজ্ঞেস করে বসেন স্যারের কোন নতুন বই বেরিয়েছে কি না। তিনি জানান, প্রিয়তমেষু, আমরা কেও বাসায় নেই, দূরে কোথায়, নীল অপরাজিতা বইগুলো বেশি বিক্রি হচ্ছে আমাদের স্টলে।

   

কিরগিজস্তানে আতঙ্কিত বাংলাদেশি শিক্ষার্থী সিয়ামের খোলা চিঠি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সালমান ফারসী সিয়াম

সালমান ফারসী সিয়াম

  • Font increase
  • Font Decrease

কিরগিজস্তানের বিশকেকে সহিংসতার ঘটনায় আতঙ্কিত বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম খোলা চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে।

কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম সোমবার (২০ মে) খোলা চিঠিতে লিখেছেন, কিরগিজস্তানে অবস্থানরত শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় আছে এবং আতঙ্কিত।

তিনি লিখেছেন, আমি কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম। বর্তমানে কিরগিজস্তানে যা অবস্থা, তার ওপর ভিত্তি করে ভারত, পাকিস্তানের সরকার তাদের সব শিক্ষার্থীদের জন্যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে ইতোমধ্যে দেশে পৌঁছানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। এখনকার যে অবস্থা তাতে করে সব বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা প্রচণ্ড রকম আতঙ্কে রয়েছে। এবং তাদের পরিবারের মানুষদের চিন্তা কোনভাবেই কমছে না। যারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আছে তাদেরকে আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারলেও ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী ফ্ল্যাটে অবস্থান করছে, যাদের নিরাপত্তাহীনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এমতাবস্থায় আমরা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করছি যেটার প্রসেস অনেক বেশি জটিলতা এবং খরচ অনেক বেশি হওয়ায় সব শিক্ষার্থী চাইলেই যেতে পারছে না। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পক্ষ হতে একান্ত সহযোগিতা কামনা করছি। আমরা চাই আমাদের জন্যে ১-২ দিনের মধ্যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হোক।

উল্লেখ, গত ১৩ মে একদল মিশরীয় শিক্ষার্থীর সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে কী নিয়ে তাদের মধ্যে এই বিরোধ হয় তা নিশ্চিত নয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে কিরগিজ রাজধানীতে বেশকিছু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও বেসরকারি আবাসনে হামলা চালায় স্থানীয়রা। এসব হোস্টেল ও ভবনে মূলত বিদেশি শিক্ষার্থীরা বসবাস করেন।

  ‘এসো মিলি প্রাণের মেলায়’

;

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত ছিলো। কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন। তবে ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশাচালকরা।এবং থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা চূড়ান্ত ও কার্যকর করে ইজিবাইক, অটোরিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, লাইসেন্স প্রদান ও রুট পারমিটসহ ৭ দফা দাবি জানিয়েছেন রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতারা। দাবি আদায় না হলে আগামী ২৭ মে থেকে সারাদেশে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সম্প্রতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এরপর ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

  ‘এসো মিলি প্রাণের মেলায়’

;

ভোটার উপস্থিতি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়: ইসি আলমগীর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বর্তমান কমিশনের সময়ে সবগুলো ভোটই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে দাবি করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়, ভোট পড়লেই খুশি।

সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

  ‘এসো মিলি প্রাণের মেলায়’

;

গোয়েন্দা পুলিশের অভিযানে সেগুন কাঠ জব্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
গোয়েন্দা পুলিশের অভিযানে সেগুন কাঠ জব্দ

গোয়েন্দা পুলিশের অভিযানে সেগুন কাঠ জব্দ

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) অভিযানে উদ্ধার হয়েছে ৫ হাজার ১০০ পিস সেগুন গাছের গুঁড়ি।

রোববার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারীর রংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা এনএসআই সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস সেগুন গাছের গুঁড়ি পাওয়া যায়। তবে, কাঠের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন, এনএসআই এর প্রতিনিধি দল, বনবিভাগের কর্মকর্তাসহ হাটহাজারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হোন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, সরকারি ক্রয়াদেশের বাইরে অধিকাংশ গাছের গুঁড়ির রাখার প্রমাণ পাওয়া যায়। কিছু গাছের গুঁড়ির মার্কিং নম্বর থাকলেও অধিকাংশ গুঁড়িতে কোনও মার্কিং নম্বর ছিলো। মালিক না পাওয়ায় আমরা এই সব জব্দ করেছি। পরে জব্দ করা কাঠের গুঁড়িগুলোর বিষয়ে অজ্ঞাতনামা হিসেবে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

  ‘এসো মিলি প্রাণের মেলায়’

;