বাড়ানো দুই দিনে বিক্রির আশায় প্রকাশকরা
‘এসো মিলি প্রাণের মেলায়’-
-
|

ছবি: বার্তা২৪.কম
অমর একুশে বই মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল আজ। কিন্তু প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে দুইদিন বাড়ানো হয়েছে সময়। বাড়ানো দুইদিনই সরকারি ছুটি হওয়ায় শেষ সময়ে ব্যাপক বিক্রির স্বপ্ন দেখছেন প্রকাশক ও প্যাভিলিয়ন মালিকরা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে পাঠকদের পদচারণায় মেলা প্রাঙ্গণে জনসমাগম লক্ষ্য করা যায়।
তবে ভিড় এড়াতে অনেকে আসলেও বই কেনার আগ্রহ খুব একটা ছিলো না বলে জানিয়েছেন প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা।
শব্দ শিল্প প্রকাশনীর ঐশী বলেন, আসলে আজ অনেক পাঠক কিন্তু কেউ বই কিনছে না। সবাই আসছেন বই দেখছেন ছবি তুলে চলে যাচ্ছেন।
মাতৃভাষা প্রকাশনীর রুবেল ইসলাম জানান, আজ বিক্রির আশা ছিল অনেক। শেষ দিন ভেবে তুলনামূলক পাঠক সংখ্যা বেশি। তবে বিক্রি একদমই নেই। পুরোনো পাঠকেই মত্ত সবাই।
এদিকে পাঠকরা বলছেন মেলার সময় বাড়ানোয় ঘুরছি। শেষদিন বই কিনব। যেহেতু সময় আছে তাই আগ্রহ তেমন নেই।
মিরপুর থেকে বই মেলায় এসেছেন চৈতি ও তার বান্ধবী। শেষদিন ভেবে আসলেও মেলার সময় বাড়ানোর খবরে কিনছেন না বই।
চৈতী বলেন, বই দেখলাম। পছন্দ করেছি। যেহেতু সময় বাড়ানো হয়েছে তাই কাল ভাইয়াসহ এসে কিনব।
অন্যদিকে বই মেলার শেষ দুইদিন ছুটির দিন হওয়ায় উৎসাহের সাথে প্রস্তুতি নিচ্ছেন প্রকাশকরা। শেষ দুই দিনের বিক্রিতে মোটামুটি স্টল ভাড়া ও খরচ উঠানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তারা।
আইডিয়া প্রকাশনীর প্রকাশক শাকিল জানান, আমাদের দাবি ছিল মেলার শেষের পর দুইদিন ছুটি। সেই দুইদিন বাড়ানোর আবেদন করেছি। বাংলা একাডেমি আমাদের দাবি মেনে নিয়ে সময় বাড়িয়েছে। আশা করছি তুলনামূলক বেশি বিক্রি করে খরচের টাকাটার কিছুটা আসবে। সেই সাথে বইয়ের প্রচারও হবে।