বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

  • Font increase
  • Font Decrease

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও কিছু দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুর আড়াই টার দিকে ডিপোর একটি পিলারের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষ অর্থাৎ পায়ের দিকের কিছু হাড়গোড় উদ্ধার করি। এটিকে একটি মরদেহ হিসাবে কাউন্ট করেছি। সে হিসাবে বর্তমান মৃতের সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো।

হাড়গুলো সুরতহাল প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত ৪ জুন চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, কইটেইনার ডিপোতে হাইড্রোজেন-পার-অক্সাইড রাখা অন্তত ২৭টি কনটেইনার ছিল। ফলে, ভয়াবহ বিস্ফোরণে ১০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ ৪৮ জন নিহত হন। এ পর্যন্ত ২৯ জনের মরদেহের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

জোড়া খুনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম চট্টগ্রাম 
জোড়া খুনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জোড়া খুনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চাঞ্চ্যলকর জোড়া খুনের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত প্রধান আসামি ইব্রাহিম খলিলকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন তকিরহাট এলাকায় থেকে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-৭ জানায়, ইব্রাহিম খলিল ফেনীর একটি ইটভাটায় মাঝি হিসেবে কাজ করতেন। ইটভাটায় একই গ্রামের বেলাল মাঝির ছেলে ইউসুফ শ্রমিক হিসেবে কাজ করতো। কাজের সুবাধে বিভিন্ন প্রয়োজনে ইউসুফ প্রায়শই ইব্রাহিমের বাড়িতে যাতায়ত করতো। যাতায়তের এক পর্যায়ে ইব্রাহিমের স্ত্রী ভিকটিম রিনা বেগমের সাথে ইউসুফের অবৈধ সর্ম্পক গড়ে উঠে। 

২০১৭ সালে মে মাসের শেষের দিকে ইউসুফ ইটের ভাটার কাজ ছেড়ে দিয়ে এলাকায় এসে দিন মজুর হিসেবে কাজ করতে থাকেন। একই বছরের ৩ জুন সন্ধ্যায় ইব্রাহিম খলিল ফেনী থেকে বাড়িতে আসেন। এসে তার স্ত্রী ভিকটিম রিনা বেগম ও ভিকটিম ইউসুফকে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ইব্রাহিম ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করেন। 

পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে ৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিম ইউসুফ এবং রিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

এ ঘটনায় নিহত ইউসুফের স্ত্রী বাদী হয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি ইব্রাহিক খলিল আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পুলিশ প্রতিবদেনের ভিত্তিতে বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার বলেন, ‘আমৃত্যু সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‌্যাব। একপর্যায়ে ফটিকছড়ি তকিরহাট থেকে আত্নগোপন থাকা ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম স্বীকার করেন তিনি জোড়া খুন মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

কটিয়াদীতে ভুতুড়ে রহস্যময় রাস্তা ঘিরে আতঙ্ক



উপজেলা করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

গভীর রাতে অটোরিকশা নিয়ে যাচ্ছে এক চালক। হঠাৎ রিকশার চাকা আটকে যায়। সামনে পিছনে কোন দিকেই এগাচ্ছে না। অদ্ভুত আওয়াজ ছিলো। এমন সময় আরেকটি মোটরসাইকেল আসলে কোন রকম চালিয়ে রাস্তা ত্যাগ করেন ওই চালক। এমনই রহস্যময় এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন লোহাজুরি ইউনিয়নের দশপাখি এলাকায়।


খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহ খানেক আগে কটিয়াদী টু লোহাজুরি রোডে চলাচলকৃত জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের রফিকুল ইসলাম (১৬) নামে এক অটো রিকশা চালক লোহাজুরি থেকে রাতে বাড়ি ফেরার পথে দশপাখি (আবতাব মুন্সি মোড়) নামক স্থানে জঙ্গলের কাছে আসতেই সাদা কাপড়ে জড়ানো কেউ তার গাড়ির সামনে ধরে রেখেছিলো। সেখান থেকে ভয় পেয়ে দুদিন তীব্র জ্বরে ভোগে সে মারা যায়।

স্থানীয়রা জানান, এলাকার অনেকের সাথে এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিদিনই কোন না কোন ব্যক্তির সামনে পড়ছে অদ্ভুত কিছু এবং চলার পথে শুনতে পায় ভয়ংকর আওয়াজ।

এ ঘটনার পর রাত হলেই বাড়ে মানুষের ভয়। জরুরি কাজ ছাড়া কেউ তেমন চালাচল করেন না এ রাস্তায়। ভয়ে সন্ধ্যা হবার আগেই মানুষ যার যার বাড়ি ফিরছে। এর প্রভাব পড়ছে এই সড়কের যানবাহনের ওপর। ফলে ভোগান্তির শেষ নেই লোহাজুরি থেকে কটিয়াদী বাজারে আসা যাত্রী ও ব্যবসায়ীদের। রাত হলেই দশপাখি, ইটখলা ও জালালপুর ইউনিয়নাধীন দক্ষিণ চরপুক্ষিয়া এলাকায় আতঙ্কিত থাকেন সকলে।


সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফতাব মুন্সি মোড়ের দোকানপাট সব বন্ধ রয়েছে। এ সময় রাস্তায় কোন গাড়ি ছিলো না। কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়। তাদের সাথে কথা বলে উল্লিখিত ঘটনার বিষয়ে জানা যায়৷ এলাকার অনেকেই ভয় পেয়েছে বলেও স্বীকার করেন তারা৷ এই স্থানটি অনেক আগে থেকেই রহস্যময় প্রকৃতির বলে স্থানীয়রা নিশ্চিত করেন। মধ্যে দীর্ঘ বিরতি থাকলেও ইদানীং এখানে আবার রহস্যময় ঘটনা ঘটছে। এর সমাধান হিসাবে স্থানীয়রা বলছেন, রাস্তার দুই পাশে ঝোপঝাড় এবং জঙ্গলটি পরিস্কার করা হলে কমতে পারে এসব ঘটনা।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

‘অভিভাবকরা সচেতন হলে শিশুদের চোখের রোগ থেকে রক্ষা করা সম্ভব’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চোখের রোগের বিষয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে পারলে প্রাথমিক অবস্থায় শিশুদের অন্ধত্বসহ চোখের রোগ থেকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নূর মক্কা চক্ষু হাসপাতালে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে “স্কুল স্বাস্থ্য কার্যক্রম” উপলক্ষ্যে স্কুল শিক্ষকদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেকেই জানে না তাদের চোখের সমস্যা আছে। শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, স্মার্ট সিটিজেন তৈরির জন্য শারীরিক ও মানুসিক স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে শিশুদের উপযুক্ত করে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের সেবা করাই আমার মূল কাজ। কিং সালমান হিউম্যানিটেরিয়াম এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের চক্ষুসহ স্বাস্থ্যসেবা খাতে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অবদান আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে নিরন্তর শক্তিশালী সম্পর্কের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডঃ আহমেদ তাহের হামিদ আলী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহকারী সুপারভাইজার জেনারেল ডক্টর আকিল আল-গামাদি, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাপরিচালক, ডঃ আদেল আল রুশহুদ, নূর মক্কা চক্ষু হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডাঃ একেএম মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সোহানা একই ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরের বাইরে দুই বছরের শিশু সোহানা আক্তার খেলছিল। এ সময় সোহানার মা জান্নাত আক্তার সৌদি প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ শিশু সোহানাকে দেখতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে তারা শিশু সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘সোহানার মরদেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে।’

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;