কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বেলা ১২টার একটু আগে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মরদেহ দুইটি সিকিউরিটি গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীর।

শনিবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ওই কন্টেইনার ডিপোর আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেখানে আর এখন ভয়ের কিছু নেই বলে জানিয়েছে তারা।