রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা সেনাবাহিনীর

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা সেনাবাহিনীর

রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা সেনাবাহিনীর

  • Font increase
  • Font Decrease

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন রাত ১০টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন।

রোববার (৫ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, কনটেইনারগুলো সরানো হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তাদের যে সক্ষমতা রয়েছে তা দিয়ে রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে আশা করছি। অন্ধকার হয়ে গেলে এখানে লাইটার দিয়ে আলোকিত করা হবে। আশা করছি এখান থেকে আর কোনো আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটবে না।

সাইফুল আবেদিন বলেন, প্রথমে আমরা চট্টগ্রাম সামরিক হাসপাতালকে প্রস্তুত করার জন্য নির্দেশ পেয়েছিলাম। ফায়ার সার্ভিসের যারা আহত ছিলেন তাদের ভর্তি করা হয়। সিএমএইচ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছয়জনকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এ এলাকায় জনসমাগম খুব বেশি ছিল। যে কারণে আহত ও ক্ষতি বেশি হয়েছে।

মেজর জেনারেল সাইফুল আবেদিন বলেন, সেনাবাহিনীর সদস্যরা এ এলাকা নিয়ন্ত্রণ করছে, যাতে আরও বেশি জনসমাগম ও নাশকতামূলক কোনো কার্যক্রম পরিচালিত না হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর একটি টিম যাচ্ছে, তারা ওখানেও সহযোগিতা করবে বলে জানান মেজর জেনারেল সাইফুল আবেদিন।

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে সেবা করে জানিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, দুর্যোগপূর্ণ মুহূর্তে সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পাবেন। আমরা সারারাত প্রস্তুত ছিলাম, ডিসি-এসপি সকালে বলার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে দুটি ড্রেন ছিল, যা বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত। এ ড্রেন দিয়ে কেমিক্যাল চলে যাওয়ার ঝুঁকি ছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের ইঞ্জিনিয়ার টিম ড্রেনগুলো ব্লক করে দিয়েছে এবং ড্রেন দিয়ে কেমিক্যাল যাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া আর কোনো সহায়তা করার প্রয়োজন হলে তা আমরা করব।

   

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য ইশারা ভাষায় সিসিমপুর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য ইশারা ভাষায় সিসিমপুর

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য ইশারা ভাষায় সিসিমপুর

  • Font increase
  • Font Decrease

এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হলো সিসিমপুরের বিশেষ কিছু পর্ব। উদ্যোগের অংশ হিসেবে সিসিমপুরের জনপ্রিয় ১৩টি পর্বে শিশুদের উপযোগী করে সাইন ল্যাঙ্গুগুয়েজ তথা ইশারা ভাষা যুক্ত করে নতুনভাবে তৈরি করেছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)। সিসিমপুরের পর্বগুলোকে ইশারা ভাষায় রূপান্তরে সহযোগিতা করেছে শ্রবণপ্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করা সংগঠন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল)।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ ডে। এই দিন থেকে সাইন ল্যাঙ্গুগুয়েজে নির্মিত সিসিমপুরের বিশেষ এই পর্বগুলো সিসিমপুরের সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে প্রচার শুরু হবে, যা পরবর্তী পর্যায়ে টেলিভিশন চ্যানেলগুলোতেও প্রচারিত হবে।

বিশেষ এই উদ্যোগ সম্পর্কে সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুরের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছানো। তার অংশ হিসেবে ইতোমধ্যেই আমরা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য সিসিমপুরের ১০টি গল্পের বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করেছি এবং শিশুদের মাঝে বিতরণ করেছি। এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নিয়ে আসছি ১৩ পর্বের বিশেষ সিসিমপুর। ধারাবাহিকভাবে পর্বের সংখ্যা বাড়ানোর ইচ্ছে আছে আমাদের। আমাদের টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য ইউএসএআইডি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

উড়াল সড়কে ২১ দিনে ৫ কোটি টাকার বেশি টোল আদায়



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীতে যোগাযোগের নতুন দিগন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। গত ২ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া উড়াল সড়কে যান চলাচল শুরু হয় ৩ সেপ্টেম্বর থেকে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২১ দিনে এক্সপ্রেসওয়েতে মোট ৬ লাখ ২১ হাজার ১৫২টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি টাকার বেশি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার এতথ্য জানান।

তিনি বলেন, আমাদের ধারণা ছিল প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে। তিনি আরও বলেন, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে আমরা আশা করছি প্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস ও বিআরটিসির যাত্রীবাহী ৮টি বাস চললেও গণপরিবহণ এখনও এটি ব্যবহার করছে না। এছাড়া, মোটরসাইকেল, তিন চাকার যান এক্সপ্রেসওয়ে উঠায় নিষেধাজ্ঞা রয়েছে।

১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার যানবাহন চলাচলের খুলে দেওয়া হয়েছে। এই অংশে বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দু’টি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশের টোল রেট ৮০ টাকা থেকে ৪০০ টাকা নির্ধারণ করে।

ক্যাটাগরি ১-এর অধীনে যে কোনো স্থান থেকে বিমানবন্দর-ফার্মগেট অংশ অতিক্রম করার জন্য গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, মাইক্রোবাস (১৬ আসনের নিচে) এবং হালকা ট্রাক (৩ টনের নিচে) টোল রেট ৮০ টাকা।

মাঝারি ট্রাকের জন্য (ছয় চাকা পর্যন্ত) যে কোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য টোল রেট ক্যাটাগরি-২ এর অধীনে ৩২০ টাকা।

ক্যাটাগরি ৩-এর অধীনে যে কোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য ট্রাকের (ছয় চাকার বেশি) টোল রেট ৪০০ টাকা। যে কোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য যে কোনো বাসের (১৬ সীটের বা তার বেশি) টোল রেট ৪-ক্যাটাগরির অধীনে ১৬০ টাকা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং এইচএসআইএ থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যানবাহনের সময় লাগবে ১০ মিনিট।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

কক্সবাজারে জাঁকজমকপূর্ণ পর্যটন মেলায় থাকছে নানান আকর্ষণ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ পর্যটন মেলায় এবারে থাকছে নানান আকর্ষণ। এবারের পর্যটন মেলা হবে দেশের নানান অঞ্চলের সংস্কৃতির মিলনমেলা। দেশীয় সংস্কৃতি উপভোগ করতে করতে পর্যটকদের জন্য বাড়তি মাত্রা যোগ করেছে তিন দিনের সরকারি ছুটি। তাই এবারে পর্যটন মেলাকে ঘিরে সবার রয়েছে উৎসবমুখর আমেজ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকতে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের মেলা নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ।

পর্যটন মেলার কার্ড হাতে কয়েকজন তরুণ তরুণী পছন্দের শিল্পী, প্রিয় ব্যান্ড চিরকুট, আভাস ব্যান্ডের তুহিনের কনসার্ট নিয়ে বেশ আগ্রহের সঙ্গে আলাপ আলোচনা করতেও দেখা গেছে। মেলা ঘিরে পর্যটকদের মাঝে যেমন আগ্রহ রয়েছে তেমনি তারকা মানের হোটেল মোটেল রেস্তোরাঁগুলোরও রয়েছে প্রবল আগ্রহ।

নিজেদের ব্র্যান্ডিং করতে তারাও মেলায় কয়েকটি করে স্টল রাখছে। মেলা ঘিরে থাকছে নারী উদ্যোক্তাদের নানান বাহারের স্টল। উৎসবের আমেজে অনেকেই স্পন্সর করছে। আগে থেকেই বুকিং দিয়ে রাখছে স্টলও।

ছুটির দিন গুলোতে মেলা মাতিয়ে রাখতে থাকছে দেশের খ্যাতনামা শিল্পীরা। ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীকে সম্মান জানিয়ে জেলা প্রশাসন কোন প্রোগ্রাম না রাখলেও পরবর্তী দুই দিনের মধ্যে ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির গীতিনাট্য দল, সোনার বাংলা সার্কাস ও ডিজে প্রান্তসহ নানা আয়োজন থাকছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর থাকছে চট্টগ্রামের প্রিন্স অফ আর্টিস্ট, লালন দল, প্রেম সুন্দর, জাতীয় শিল্পী লিজা ও ডিজে সবুজসহ আরো অনেকেই।

আদিবাসীদের নাচ, ফানুস উৎসব, ঘুড়ি উৎসব, বিচ ম্যারাথন, বিচ বাইক র‌্যালি নানান নতুন নতুন ইভেন্ট সহ বিচকে নানান ভাস্কর্যে জীবন্ত করে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

অনেকের আগ্রহ কুদ্দুস বয়াতিকে নিয়ে। সোনার বাংলা সার্কাস নিয়েও অনেকে মাতামাতি করছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে এবারে মেলা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। লালন একাডেমি, শাহ আবদুল করিমের গান সব মিলিয়ে সর্বস্তরের দর্শকদেরও এবারের মেলায় টানবে বলে গুঞ্জন চারদিকে। এছাড়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানান সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হবে পর্যটন মেলাটি।


সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের। সেই সাথে তিন দিনের সরকারি ছুটি থাকায় প্রচুর পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। এ পর্যটন মেলা বিদেশি নাগরিকদের কক্সবাজারে ভ্রমণে আসতে আগ্রহ সৃষ্টি করবে বলেও জানান তিনি।

পর্যটন মেলা বিষয়ে সাজ সজ্জা, শেষ মুহূর্তের নানান প্রস্তুতি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন জানিয়েছেন, পর্যটন দিবস, পর্যটন মেলা ও বিচ কার্নিভাল তিনটি স্তরে বিভক্ত এই মেলা। বর্ণাঢ্য র‌্যালিসহ নানা প্রোগ্রামের সঙ্গে পালিত হবে পর্যটন দিবসটি। এরপর ৭ দিনব্যাপী মেলা ও বিচ কার্নিভাল চলবে। তিন স্তরের প্রোগ্রামে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পর্যায়ের শিল্পীরা গাইবেন। একদিন একেক অঞ্চলের শিল্পীরা গাইবেন। পুরো সৈকতকে উৎসবমুখর করে গড়ে তোলা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। দেশ খ্যাত নামা শিল্পী, ব্যান্ড দল, সার্কাস দল যেমন মেলা মাতিয়ে রাখতে আসছেন তেমনি সৈকতকেও নানান রূপে সাজানো হচ্ছে। সৈকতের বালিয়াড়িতে আঁকা হবে নানান ভাস্কর্য। বিদেশিরাও নাচবেন, গাইবেন উপভোগ করবেন এই মেলা। বিমান, বাস, হোটেল, রেস্তোরাঁসহ সবকিছুতেই ছাড় রাখা হয়েছে। উপজাতিদের নাচ, সিলেটি, আঞ্চলিক, ভাওয়াইয়া, সার্কাস সব মিলিয়ে এবারের পর্যটন মেলা কক্সবাজারকে বিশ্বের বুকে ব্রান্ডিং করে গড়ে তোলবে।

মেলা উপলক্ষে সকল স্তরের ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্বেচ্ছায় ছাড় রাখছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও কোন প্রতিষ্ঠান ছাড় দেওয়ার কথা জানিয়ে কোন পর্যটককে হয়রানি, ঠকানো বা প্রতারণা করে মেলাকে প্রশ্নবিদ্ধ করলে বিষয়টি কারো জন্য সুখকর হবে না বলেও হুঁশিয়ারি করেছে জেলা প্রশাসন। মেলার এলাগুলো থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়।

 

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫৩.৫ গ্রাম হেরোইন, ৯০ বোতল ফেনসিডিল, ৬ হাজার ২৬৬ পিস ইয়াবা ও ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;