সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন আর নেই



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
আশরাফ হোসেন/ছবি: সংগৃহীত

আশরাফ হোসেন/ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ আশরাফ হোসেন আর নেই। শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলশান-২ এ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২০ দিন ধরে তিনি গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের বড় ছেলে মঈন উদ্দিন আশরাফ জানান, শনিবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ এর বড় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আশরাফ হোসেনের অসিয়ত অনুযায়ী তাকে কুমিল্লার গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তার বাবা মায়ের পাশে সমাহিত করা হবে।

খুলনা-৩ আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন দীর্ঘদিন রাজনীতি নিষ্ক্রিয় ছিলেন। তিনি এক সময় বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। জোট সরকারের ক্ষমতার শেষ দিকে তিনি বিএনপিতে ‘পরিবারতন্ত্র’ এবং দলের চেয়ারপারসনের একক ক্ষমতার অবসান চেয়ে বিভিন্ন বিবৃতি প্রদান করেন। কঠোর ভাষায় তারেক রহমানেরও সমালোচনা করেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় তিনি। এক সময়ে খুলনা-যশোরের শিল্পাঞ্চলের শ্রমিক রাজনীতির মুকুটহীন সম্রাট ছিলেন আশরাফ হোসেন। নিউজপ্রিন্ট মিলের সিবিএ নেতা হিসেবে খুলনায় রাজনীতিতে অবস্থানকে সুদৃঢ় করেন। তিনিও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের খুলনা অঞ্চলের শীর্ষ নেতা ছিলেন। জন্মলগ্ন থেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপির টিকিটেই খুলনা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

   

২২ মাসে টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
২২ মাসে টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

২২ মাসে টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

  • Font increase
  • Font Decrease

দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। এই অর্থ অর্জিত হয়েছে সেতু চালু হওয়ার ২২ মাসের মধ্যেই।

সেতু কর্তৃপক্ষ জানায়, দেশের বৃহত্তম ওই সেতু চালু হওয়ার পর থেকে শনিবার (২৭ এপ্রিল) রাত ১১ টা ৫৯ পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে গত ২২ মাসে ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতু দিয়ে মোট ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এর মধ্যে মাওয়া দিয়ে ৫৬ লাখ ১ হাজার ২৩২ এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। ওই দিন দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ২০৪টি গাড়ি পারাপার হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পরদিন থেকেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

;

পরকীয়া সন্দেহে ক্রাইম পেট্রোল দেখে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পরকীয়ায় জড়িত সন্দেহে পোশাক শ্রমিক স্ত্রী আনজুর সাথে বিবাদ চলছিল স্বামী ফিরোজের। পরে ক্রাইম পেট্রোল দেখে পরিকল্পনা করে স্ত্রীকে আশুলিয়ার একটি বাঁশ বাগানে নিয়ে হত্যা করেন ফিরোজ। হত্যার পর চোখ উপরে সেই বাঁশ বাগানেই মরদেহ ফেলে যান তিনি। হত্যাকাণ্ডকে ক্লুলেস রাখতে বেশ কিছু কৌশল ব্যবহার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেফতার হন স্বামী ফিরোজ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন তিনি।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী। এর আগে শনিবার (২৭ এপ্রিল) রাতে র‍্যাব-৪ ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ফিরোজ ওরফে লাল মিয়া (৪৫) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। স্ত্রী আনজুকে (৩২) নিয়ে আশুলিয়ার পার্শ্ববর্তী গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় বসবাস করতেন তিনি। নিহত আনজু খাতুন গাইবান্ধা জেলার সদর থানার ঘাগোয়া ইউনিয়নের মৃত মনোয়ার হোসেনের মেয়ে। তিনি আশুলিয়ার হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে আনজু খাতুনের লাশ উদ্ধার করা হয়। কাছে থাকা কর্মস্থলের আইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে তদন্তে নামে থানা পুলিশ ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৪। তদন্তের এক পর্যায়ে ঘটনার সাথে স্বামীর যোগসূত্র খুঁজে পেয়ে স্বামীকে আটক করলে সব স্বীকার করে স্বামী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ফিরোজ জানিয়েছেন, একাধিক ব্যক্তির সাথে আনজু খাতুনের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন ফিরোজ। আনজুর সাথে আনজুরই এক পুরোনো সিম দিয়ে কথা বলে তাকে কারখানা থেকে বের করেন ফিরোজ। এছাড়া নিজেকে আড়ালে রাখতে নিজের মোবাইল ও সিম মানিকগঞ্জে চালু করে রেখে এসেছিলেন ফিরোজ। কারখানা ছুটির পর কবিরাজ দেখানোর কথা বলে স্ত্রীকে কৌশলে বাঁশ বাগানে নিয়ে স্লাই রেঞ্চ দিয়ে আঘাত করেন তিনি। পরে আনজুর মুখ মন্ডল থেতলে দিয়ে চোখ উপড়ে ফেলে পালিয়ে যান ফিরোজ। স্লাই রেঞ্চ ও রক্ত মাখা কাপড় আশুলিয়ার জামগড়া এলাকার একটি ডাস্টবিনে ফেলে মানিকগঞ্জে চলে যান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, হত্যাকাণ্ডের পরে নিহতের ভাই বাদী হয়ে ২৭ এপ্রিল আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই র‍্যাবের সহযোগিতায় আমরা আসামিকে গ্রেফতার করতে পেরেছি। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার।

;

বাহারি খাবারে জমজমাট দিয়াবাড়ি বউবাজার ফুডকোর্ট



গুলশান জাহান সারিকা, স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
বাহারি খাবারে জমজমাট দিয়াবাড়ি বউবাজার ফুডকোর্ট

বাহারি খাবারে জমজমাট দিয়াবাড়ি বউবাজার ফুডকোর্ট

  • Font increase
  • Font Decrease

উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে বউবাজার ফুডকোর্ট জনপ্রিয় হয়ে উঠেছে ভোজনরসিকদের কাছে। বছর খানেক ধরে এখানে গড়ে ওঠেছে শত শত রেস্টুরেন্ট আর ফাস্টফুডের দোকান।

ছোট ছোট এ খাবার দোকানগুলো হয়ে ওঠেছে সন্ধ্যাকালীন খাবার ও আড্ডার কেন্দ্রস্থল। সী ফুড, ফাস্ট ফুড, বাঙালিয়ানা খাবার, ইন্ডিয়ান খাবার, মিনি চাইনিজ, ইটালিয়ান খাবার সবই পাওয়া যায় এখানে। হাঁসের মাংস, কলাই রুটি, চাপটি রুটি, চালের আটার রুটি, ময়দার রুটি, শাহি পরোটা, মাছ-মাংসের বারবিকিউসহ বিভিন্ন আইটেম। ফুচকা, চটপটি, মোমো ভাজাপোড়া খেতে খাদ্যরসিকরা যাচ্ছেন কেউবা পরিবার, কেউবা বন্ধুবান্ধব, প্রিয়জন নিয়ে।

ছোট ছোট এ দোকানগুলো সন্ধ্যায় হয়ে ওঠে জমজমাট। উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে নেমে বাম দিকের রাস্তায় ৪/৫ মিনিট হাঁটলে দেখা যায়, খোলা আকাশের নিচে শত শত ফাস্টফুডের দোকান। মেট্রোরেলের  সুবিধার কারণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে আসছেন মানুষ। সামুদ্রিক বিভিন্ন খাবার থেকে শুরু করে স্ট্রিটফুড সবই আছে এখানে। খোলা আকাশের নিচে ছোট ছোট চেয়ার টেবিলে ছিমছাম পরিবেশে প্রায় ১৫০টি দোকানের  বিভিন্ন মুখরোচক খাবার উপভোগ করছেন ভোজনরসিকরা।


ফুড কোর্টের প্রধান আকর্ষণ হাঁসের মাংস, রুটি। কাজল আপার পিঠা ঘরে পোড়া-পোড়া করে হাঁসের মাংসের কালাভুনা আর চাপটি রুটি বানাচ্ছেন কাজল ও তার সহকারীরা। দোকানের সামনে ক্রেতারা ভিড় করছেন। গরম গরম চাপটি রুটি, চালের আটার রুটি সাথে হাঁসের মাংস যেন অনবদ্য জুটি। তৃপ্তি করে খাচ্ছেন সবাই। দেশি হাঁস ও চিনা হাঁস পাওয়া যায় এখানে। চিনা হাঁসের দাম ২০০ টাকা, আর দেশি হাঁসের দাম ২৫০  টাকা সাথে চাপটি রুটি পার-পিস ২০ টাকা, চালের আটার রুটি ১০ টাকা। কাজল বলেন "আমার এখানে কখনো হাত খালি যায় না। খাবারের মান ভালো, টাটকা বানিয়ে দিই চোখের সামনে। ভালো বেচাকেনা হয় আলহামদুলিল্লাহ; বিকাল ৫ টা থেকে রাত ৯/১০ টা পর্যন্ত লাইন থাকে মানুষের।"

সরেজমিনে দেখা যায়, হাঁসের মাংসের সাথে রুটি দিয়ে উপভোগ করছেন একটি পরিবার। কথা হলে জানা যায়, উত্তরা দিয়াবাড়িতে থাকেন তারা। শনিবার (২৭ এপ্রিল) ছুটির দিন সন্ধ্যায় সবাই মিলে এসেছেন খাবার খেতে। পরিবারটির সদস্য ব্যাংক কর্মকর্তা অরুণ রায় বার্তা২৪.কমকে বলেন, "সন্ধ্যা হলে মনে হয় এখানে কোন মেলা বসেছে। খাবার-দাবার, নাগরদোলা, গানবাজনা চারদিকে সবকিছু মিলিয়ে মনে  হয় কোন মেলা, উৎসব চলছে। ছুটির দিন বিকাল থেকে বাচ্চারাও বায়না শুরু করে  আসার জন্য। এখানে ওদের খেলার জায়গা আছে, রিফ্রেশ লাগে তাই আসি।"


বউবাজারের এই ফুডকোর্টে বিকেল নামার পরেই বাহারি খাবার, আর খাবারের সুগন্ধ, আকৃষ্ট করে মানুষকে। বিকেল থেকে দোকানপাট খুললেও সরগরম হয় মূলত সন্ধ্যা থেকে।

অনেকের পছন্দের খাবার সী ফুড। দিয়াবাড়ির বউবাজারের সী ফুড খুবই জনপ্রিয়। কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, লবস্টার, সামুদ্রিক মাছ কোরাল, লাল কোরাল চিংড়িসহ বিভিন্ন মাছের আইটেমের দেখা মেলে এখানে। সামুদ্রিক গোটা এক একটা মাছ বারবিকিউ করে খাচ্ছেন অনেকে। ২০০ টাকা থেকে শুরু করে ১৫০০-৩০০০ টাকা করে বিক্রি হচ্ছে সী ফুড আইটেমগুলো। কাঁকড়া ২০০-২৫০ টাকা, স্কুইড ৪০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তানভীর এসেছেন তার বন্ধুদের সাথে। তিনি বার্তা২৪.কমকে বলেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এখানে এরকম ফুডকোর্ট আছে। আমরা আবার ভালো খাবার ট্রাই করতে বিভিন্ন জায়গায় যাই। মেট্রো দিয়ে মিরপুর ১০ থেকে এসেছি। খাবার ভালোই সামনেই বানিয়ে দেয়।"


ফুডকোর্টে ৫ মাস ধরে দোকান চালান মিজানুর রহমান। তার দোকানে গরু মাংসের কালাভুনা ২৫০, হাঁস ২৫০, চালের আটার রুটি ১০ এবং শাহি পরোটা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মিজান বলেন, "শুক্র শনিবারসহ ছুটি ও উৎসবের দিনগুলোতে বেশি বিক্রি হয়। মাসে ১.৫ থেকে ২ লাখ টাকা বিক্রি হয়। শীতকালে লোক আসে বেশি।"

মিরপুর ১২ থেকে দুই বন্ধু সাদিকুল আর ইমন এসেছেন। তারা বলেন, "আমরা বাইক নিয়া  প্রায় আইসা পড়ি। গরমে এখানকার শরবতগুলো ভালো লাগে।  এছাড়া চটপটি, ফুচকা আর টাটকা চোখের সামনে যে খাবার বানায় সেগুলো খাই।"

উত্তরা দিয়াবাড়ির এ বাজারে ভোজনরসিকদের পছন্দের তালিকায় আরও রয়েছে মাংসের চাপ লুচি। চাপ ১৫০ টাকা করে আর ১০ টাকা করে লুচি, চিকেন মোমো, ভেজ মোমো বিক্রি হচ্ছে ৭০-১৫০ টাকায়, দোসা, ছোলাবাঁটুরে ৮০-১২০ টাকায়। এছাড়া ফুচকা, চটপটি ৩০- ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মশলা পান, আগুন পান, বিক্রি হচ্ছে ১০-৫০ টাকায়।

মাটির পাত্র পুড়িয়ে তন্দুরি চা, মালাই চা, গরুর দুধের চা, তেঁতুল চা খেতে ও সান্ধ্যকালীন আড্ডা দিতে  'বরিশাল চায়ের আড্ডা ঘর' দোকানে বসেছে চা আড্ডা আর গানের আসর। বন্ধুরা মিলে ম্যান্ডলিন,  গিটার বাজিয়ে গান করছে, সাথে চা খাচ্ছে।

;

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন কারো নিয়ন্ত্রণের জায়গা না হোক: টিআইবি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার জন্য যে আইন করা হচ্ছে, তা যেন অন্য কারো নিয়ন্ত্রণের জায়গা না হয় সেবিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে ‘ব্যক্তিগত উপাত্ত আইন ২০২৪ এর খসড়া উপস্থাপনকালে এই আহ্বান জানান তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে মানবাধিকার এবং সাংবিধানিক আইনের সঙ্গে সামঞ্জস্য হয়নি। সরকার বলছে তারা আইনের কাজ করছে, কিন্তু তা নয়। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার আইন যেন কারো তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়। সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে কমিশন গঠন করে সরকারি কার্যক্রম পর্যালোচনা করার জন্য স্বাধীন কমিশন দরকার। সরকারের ব্যক্তিগত তথ্য নিতে কিছু ক্ষেত্রে এক্সেস থাকবে, তবে তা জুডিশিয়ারি বা আইনগত মাধ্যমে। এছাড়া আইনের জন্য স্পষ্টভাবে ব্যক্তি এবং ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা নির্ধারণ করতে হবে।

সম্মেলনে আর্টিকেল নাইনটিন এর আঞ্চলিক পরিচালক শেখ মনজুর ই আলম বলেন, মৌলিক অধিকার নিশ্চিত করতে ও মৌলিক অধিকার সুরক্ষা করতে এই আইন প্রয়োজন। তবে ডাটা স্থানীয় করণের বিধিবিধান বাদ দিতে হবে। সেটি বাইরে হওয়া উত্তম তাতে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ভালো দিকের তুলনায় খারাপ দিকে যাচ্ছে। সরকার ইতোমধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছে। এ ক্ষেত্রে স্বাধীন কমিশন গঠন করতে হবে।

;