আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ।
জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। ১ বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।
পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে সারাদেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী এবং সারাদেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪৩১’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।
বিজ্ঞাপন
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে। বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। বাংলা নববর্ষে সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হবে।
এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনার শুরু হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরনো হিসেব-নিকাশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়।
মূলত ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে। পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে। পাকিস্তান শাসনামলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের।
আর ষাটের দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে। এসময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে বর্ষবরণ শুরু হয়। আমাদের মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটতে থাকে।
কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ-উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, উৎসবের পাশাপাশি স্বৈরাচার-অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।
অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বেশ কিছুদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের না আসার সুযোগে তিনি দেশ ছাড়ছেন বলে গুঞ্জন ছড়ায়। তবে বিষয়টি একেবারেই গুজব বলে দাবি করেছেন আসিফ নজরুল নিজেই।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লাইভে তিনি এ দাবি করেন।
আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, তারা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছে।
এ ধরনের গুজব এবং আজগুবি বিভিন্ন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
লাইভে আসিফ নজরুল আরও বলেন, ‘তবে এটা ঠিক আমি মিডিয়াতে একটু কম আসছি। কারণ, আমার অনেক কাজ। কাজের যদি অগ্রগতি হয় সেটা আমি জানাবো, অহেতুক মিডিয়ার সামনে আসার তো দরকার নেই। এখন কাজ করতে হবে, এর জন্যইতো আমার এখানে আসা।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়- দুক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদের তা জানাবো। এভাবে যারা গুজব রটাচ্ছেন তাদের অনুরোধ করবো মিনিমাম অনুসন্ধান করে এগুলা প্রচার করেন, নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী ভাববে।’
নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ পরামর্শ চেয়েছেন আসিফ নজরুল। বলেন, ‘ভুল হলে বলবেন। কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেয়ার কোনো মানে হয় না। এক ধরনের চরিত্র হরণও। এগুলো করা ঠিক না। সব বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করি।’
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত মীর আরিফ মিলন (৫০) উপজেলার ছয়সূতি ইউপির মীরবাড়ির বাসিন্দা। নিহত মিলন মাজার বিরোধী আলেম উলামা পরিষদের একজন সদস্য।
জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক আচমকা ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-উলামা পরিষদের সদস্যদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। মিছিলকারীদের সবার হাতে ছিলো নীল পতাকা ও লাঠি।
পরবর্তীতে আলেম-উলামা পরিষদের লোকজন হামলা প্রতিরোধে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ হয়। এ সময় আহত আলেম উলামা পরিষদের সদস্য মীর আরিফ মিলনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বর্তমানে ছয়সূতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
পরনে নতুন পাঞ্জাবি, পায়জামা আর টুপি। সারি সারি করে দাঁড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে সবাই। কারও মুখে 'ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ...' আবার কেউ কেউ সুর ধরেছেন 'তোরা দেখে যা আমেনা মায়ের কোলে...'। সবাই যে যার মতো প্রিয় নবী মোহাম্মদ (সা.) প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামের অনুষ্ঠিত দেশের বৃহৎ জশনে জুলুসে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবারের জুলুছ ৫৩তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে নগরীর ষোলশহর জামেয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয় জুলুসটি। এতে নেতৃত্ব দেন দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ।
এ সময় নারায়ে তাকবির, আল্লাহু আকবর; নারায়ে রেসালত, ইয়া রাসুলাল্লাহ (সা.) সহ নানা স্লোগানে প্রকম্পিত হয় আকাশ-বাতাস। হামদ, নাত, দরুদ পড়তে পড়তে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর জুলুছ দুপুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন মাঠে গিয়ে জমায়েত হয়। সকাল থেকে সেখানে আলেমরা বক্তব্য দেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে আলোচনা শেষে মাঠেই জোহরের নামাজ আদায় করা হয়। এরপর মিলাদ ও দোয়া করা হয়। সবশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। মোনাজাতে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন। এর আগে ফজরের নামাজের পর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, ট্রাক, জিপে করে আসা শুরু করেন ভক্তরা। সুন্নিয়া মাদরাসা, বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেট জিইসি মোড় এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়েছে। জশনে জুলুছে নেমেছে জনস্রোত।
এ জুলুসের প্রথমবারের মতো অংশ নিতে সিলেটের হবিগঞ্জ থেকে এসবেন মাদ্রাসাছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইন। তিনি বার্তা২৪.কমকে বলেন, এই জুলুসের কথা অনেক শুনেছি। ফেসবুকেও দেখেছিম এবার নিজে অংশ নিজে পেরে ভালো লাগছে। এই জুলুসের নেতৃত্ব দেন আহলাদে রসূল৷ তাঁকে দেখেও অনেক ভালো লাগছে৷ এত মানুষ হয়েছে যা আগে কখনো সরাসরি দেখিনি।
চট্টগ্রামের পটিয়া থেকে এসেছেন ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বার্তা২৪.কমকে বলেন, আমি গত ২৫ বছর ধরে এই জুলুসের আসছি। মুলত আজকে আমাদের প্রিয় নবী হযরত মোস্তফা মোহাম্মদ স. দুনিয়াতে এসেছেন। তাই এটি আমাদের জন্য বড় খুশির দিন, ঈদের দিন। তিনি না আসলে এ পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না।
জুলুসে আগত আশেকে রাসূলরা জানান, মূলত এই জুলুসের মাধ্যমে রসূল স. এর যে শান্তির বার্তা সেটি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই উদ্দেশ্যে সবাই এক হওয়া।
জশনে জুলুস মিডিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের (পাকিস্তান) তৎকালীন সাজ্জাদানশীন, আধ্যাত্মিক সাধক, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এ জশনে জুলুসেরর প্রবর্তন করেন।
এবারের জুলুছে অর্ধকোটি মানুষ অংশ নিচ্ছেন উল্লেখ তিনি বলেন, জুলুছের মধ্য দিয়ে সবার কাছে শান্তির বার্তা বয়ে দেওয়া হয়। আমরা জঙ্গিবাদবিরোধী। আমরা শান্তি-সমৃদ্ধির পক্ষের মানুষ। আমরা মহান মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ।
এদিকে সম্প্রতি হঠাৎ করে দেশে অলি-আল্লাহর মাজার ভাঙার অপসংস্কৃতি শুরু হয়েছে উল্লেখ করে জুলুছে আগত ভক্তরা বলেন, ঘোষণা দিয়ে মাজার ভাঙার অপচেষ্টা চলছে। আমরা আশাকরি সরকার তাদের দ্রুত চিহ্নিত করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে। নইলে এদেশের কোটি কেটি সুন্নি জনতা দুর্বৃত্তদের রেহাই দেবে না।
জানা গেছে, আনজুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) ৩০০ প্রশিক্ষিত সদস্য এবার জুলুছের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। এর বাইরে গাউসিয়া কমিটির কর্মী ও জামেয়ার হাজার হাজার ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
মহানগর পুলিশ জানিয়েছে, জুলুছে এক হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজনও সক্রিয় আছেন সার্বিক নিরাপত্তায়।
জুলুস বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে জিইসি মোড়, লর্ডস ইন হোটেল থেকে ২ নম্বর গেট, মুরাদপুর বামে মোড় নিয়ে বিবির হাট থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ ফিরে আসে। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
সাভারের আশুলিয়ায় গণহত্যার পর মরদেহ গুনে গুনে ভ্যানে তোলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একে একে বের হয়ে আসছে আড়ালে থাকা কুশীলবদের নাম।
হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে চালানো গণহত্যার মধ্যে অন্যতম একটি আশুলিয়া থানার সামনের লাশের স্তুপে আগুন ধরিয়ে দেওয়া। দেশজুড়ে আলোচনার ঝড় তোলা এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উঠে এসেছে আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নাম।
নিজের দায় এড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে নানা কৌশল ও ছলনার আশ্রয় নিলেও শেষ পর্যন্ত ফেঁসেই যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ওসি এএফএম সায়েদ। ইতোমধ্যে এই ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য ফাঁস হওয়ায় ইতোমধ্যে গা ঢাকা দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে বিষয়টি আঁচ করতে পেরে ইতিমধ্যেই ইমিগ্রেশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সেদিন বিকেলে লাশের স্তূপে আরো লাশ তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। নারকীয় এই ঘটনার নির্দেশদাতা হিসেবে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন তিনি। ডিউটি করেছেন সিভিল ড্রেসে। পরনে ছিলো নীল রঙের পোলো শার্ট, কালো রঙের ট্রাউজার। এক হাতে ব্যান্ডেজ। ট্রাউজারের পকেটে ছিলো ওয়্যারলেস সেট। প্রচন্ড টেনশনে খেয়েছেন একের পর এক সিগারেট।
ঘটনাস্থলে থাকা পরিদর্শক, উপ-পরিদর্শক এবং কনষ্টেবল পদের প্রত্যক্ষদর্শী চার পুলিশের বর্ণনায় উঠে এসেছে সে দিনের চিত্র। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, লাশ ভ্যানে তোলাসহ সেদিন যা ঘটেছে সি ঘটনার নেতৃত্বে ছিলেন আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদ।
তার নির্দেশেই লাশ পড়ানোর জন্য পেট্রোল জোগাড় করেছিলেন আশুলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ও আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মনির। প্লাস্টিকের বোতলে করে আনা হয়েছিলো পেট্রোল। তিন দফায় গাড়িটিতে ছিটানো হয় পেট্রোল।
পুলিশ কর্মকর্তাদের প্রশ্নের জবাব এতদিন ওসি এএফএম সায়েদ বলে আসছিলেন, ‘ঘটনার সময় তিনি ছিলেন থানার অভ্যন্তরে। পরণে ছিলো পুলিশের পোশাক। লাশের স্তূপ এমনকি লাশ পোড়ানো ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।’
অথচ, সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণীতে উঠে আসছে উল্টো চিত্র। প্রত্যক্ষদর্শী খোদ পুলিশ সদস্যরা মুখ খোলায় এখন পুরো ঘটনাটা মোড় নিচ্ছে অন্যদিকে।
পরিচয় গোপন রাখার স্বার্থে উপ-পরিদর্শক পদের একজন কর্মকর্তা বলেন, ‘গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে তোলা এমনকি আগুন লাগানোর ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ওসি সায়েদ। আমি নিজের চোখে দেখেছি, আশুলিয়া থানার কনসে্টবল মুকুল যখন ভ্যানের স্তূপে লাশ তুলছিলেন তখন সামনেই অস্থিরভাবে তিনি পায়চারি করছিলেন। টেনশনে ধরাচ্ছিলেন একের পর এক সিগারেট।
ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের লাশের স্তূপের ভিডিওতে দেখা যায় ১ মিনিটের মাথায় যিনি হেঁটে যাচ্ছেন, নীল গেঞ্জি পরিহিত ব্যক্তিটিই তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদ। তার সঙ্গে ছিলেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও পুলিশ পরিদর্শক অপারেশন নির্মল কুমার দাস।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক উপ-পরিদর্শক পদের আরেক কর্মকর্তা জানান, থানার পূর্ব পাশে যখন গাড়িসহ লাশ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে আমি নিজের চোখে আশুলিয়া থানার ওসি সায়েদ ও আশুলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিনকেও দেখেছি। তার প্যান্টের পকেটে থাকা বোতলে পেট্রোল ছিলো
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক জানান, কয়েকদিনের বিশ্রামহীন টানা ডিউটির কারণে ডিবির গোটা টিম ছিল ক্লান্ত। ওসি সায়েদ অতিরিক্ত ফোর্স চেয়ে রিকুইজিশন পাঠান ইউনিট কমান্ডার ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফীর কাছে। পুলিশ সুপার হিসেবে সুপার নিউমারারি পদোন্নতি প্রাপ্ত আব্দুল্লাহিল কাফী স্যার আমাদের জোর করে আশুলিয়ায় ডিউটি করতে পাঠান। ‘ডিউটি করার মত শারীরিক ও মানসিক শক্তি নাই’-একথা বলতেই তিনি আমাদের একজন অফিসারকে ধমক দেন। বাধ্য হয়ে আমরা আশুলিয়ার দিকে রওনা দেই।
সড়ক পথ ছাত্র জনতার দখলে থাকায় সাভার থেকে ধামরাই ঘুরে পেছন দিক দিয়ে যেতে হয় আশুলিয়া থানায়। ৪ আগস্ট দিবাগত রাত ২ টায় পৌঁছে আমরা ওসি আশুলিয়ার কাছে রিপোর্ট করি। পরদিন ৫ আগস্ট সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে এএফএম সায়েদ স্যার হ্যান্ড মাইকে পুলিশ সদস্যদের থানার সামনে সমবেত হবার নির্দেশ দেন।
থানা ও ফাঁড়ির পুলিশ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশ, টুরিস্ট পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা' কর্মসূচি মোকাবেলায় সায়েদ স্যারের নির্দেশে আমরা অবস্থান করি নবীনগর চন্দ্রা মহাসড়কে।
দুপুর সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ থানার দিকে অগ্রসর হন। থানার পূর্বদিকে তখন নেতৃত্বে ছিলেন আশুলিয়া থানার ওসি সায়েদ। সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও পুলিশ পরিদর্শক অপারেশন নির্মল কুমার দাস।
ক্ষুব্ধ ছাত্র জনতার উদ্দেশ্যে এক পর্যায়ে ওসি সায়েদ দু'হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলেন, ‘আপনারা জিতেছেন, আমরা হেরে গেছি। এখন সবাই বাসায় চলে যান।’ তবে থানামুখী জনতার ঢল ক্রমাগত বাড়তে থাকলে ছাত্র-জনতা আক্রমণাত্মক হয়ে ওঠেন। সে সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে বেশ কয়েকজন মারা যান। পরে তারা ছত্রভঙ্গ হয়ে গেলে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা লাশগুলো একটি ভ্যানে তুলে স্তূপ করা হয় এবং পুলিশের গাড়িতে স্থানান্তর করে আগুন ধরিয়ে দেয়া হয়।
সূত্রমতে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের নির্দেশে থানায় যোগ দেন ওসি সায়েদ। এর মধ্যে গত ৩০ আগস্ট ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায়, মাথায় পুলিশের হেলমেট। সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের ওপর তুলছেন। ভ্যানের ওপর আরও কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখা। দেহগুলো থেকে ঝরে পড়া রক্তে ভিজে গেছে সড়কের কিছু অংশ। বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট, ভেস্ট পরা আরও কয়েকজন।
ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভয়ংকর ওই ভিডিও সারা দেশে আলোচনার ঝড় তুললেও ঘটনাটি ঠিক কোথাকার সেটি সম্পর্কে তখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত ছিলেন অনেকেই।
দেওয়ালে সাঁটানো আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবুল হোসেনের ছবি সংবলিত ঈদুল আজহার শুভেচ্ছা জানানো পোস্টার,দেয়ালের ভেতরের অংশের আমগাছ ও পাশে হেলমেট হাতে হেঁটে যাওয়া ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে সনাক্তের মাধ্যমে এএফপির ফ্যাক্ট-চেকিং এডিটর কদরুদ্দীন শিশির তাঁর ফেসবুক টাইমলাইনে ঘটনাটি ৫ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকায় বলে উল্লেখ করার পর নড়ে চড়ে বসে ঢাকা জেলা পুলিশ।
গত ১ সেপ্টেম্বর আশুলিয়া থানা থেকে এএফএম সায়েদকে সরিয়ে দেয়া হয়। বদলী করা হয় কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)। ওই দিনই পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও সাজেদুর রহমানকে প্রধান করে গঠন করা হয় চার সদস্যের এ তদন্ত কমিটি।
সূত্রমতে, ওসি এএফএম সায়েদের প্রভাব প্রতিপত্তি আর হুমকির মুখে প্রথম দিকে অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছিলেন। অজানা আশঙ্কায় ছিলেন অনেকেই। তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণসহ ওই ঘটনার নানা আলামত সংগ্রহ করছে। তবে সাক্ষ্য দিতে তদন্ত কমিটি এএফএম সায়েদকে বারংবার ডাকলেও তাতে তিনি সাড়া দেননি। এমনকি কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নেও তিনি যোগ দেন নি।
এর মধ্যে ২ সেপ্টেম্বর রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ( বর্তমানে বরখাস্ত এবং ডিমান্ডে আছেন) আব্দুল্লাহ হিল কাফীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। অন্যদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে গত ১৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করে র্যাব।
তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপটে এএফএম সায়েদ ঢাকা জেলার একটানা চাকরি করেছেন একটানা ১০ বছর ১০ মাস ৬ দিন। এ সময়টাতে তিনি ঘুরেফিরে আশুলিয়া থানার সেকেন্ড অফিসার, গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সদর দপ্তরের সূত্র মতে, এএফএম সায়েদ ২০০৬ সালের ৫ মার্চ যশোর জেলা পুলিশ লাইনে এসআই পদে যোগ দেন। ২০০৮ সালের ২৬ মার্চ রেঞ্জ রিজার্ভ ফোর্স খুলনায় বদলির পর একই বছরের ৬ নভেম্বর যোগ দেন সাতক্ষীরা পুলিশ লাইন্সে। পরের বছর ৪ অক্টোবর তাকে বদলী করা হয় বাগেরহাট পুলিশ লাইন্সে। প্রভাবশালীদের ছাত্রছায়ায় ২০০৯ সালের ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগে বদলীর পর আর তাকে পেছনে তাকাতে হয়নি।
এ ব্যাপারে আত্মগোপনে থাকা এএফএম সায়েদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। তাহলে কেন নতুন কর্মস্থানে যোগদান না করে পালিয়ে বেড়াচ্ছেন-এর কোন সদুত্তর দেন নি তিনি।
যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। জড়িতদের আইনের আওতায় আনতে সূক্ষ্মভাবে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অর্ধশতাধিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য নেয়া হয়েছে। তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন তদন্তের প্রয়োজনে এএফএম সায়েদের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি।
আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপারসন এবং সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন, গুলি করার জন্য আইন আছে। প্রথমেই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। ১৮৬০ সালের দণ্ডবিধির ৯৬-১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দণ্ডবিধির ৯৯ ধারায় বলা হয়েছে আঘাত যতটুকু প্রতিকারও ঠিক ততটুকু করতে পারবে। প্রতিঘাত আঘাতের বেশি হতে পারবে না। পিআরবিতে আছে, হাঁটুর নিচে গুলি করতে হবে। মাথায়, মুখে, বুকে গুলি করার কোনো এখতিয়ার নেই। যেভাবে গুলি করা হয়েছে সেটি আইনানুগ হয়নি। আর আশুলিয়ার ঘটনা তো গণহত্যা। সেই হত্যাযজ্ঞের আলামত ধ্বংস করার জন্য লাশ পুড়িয়ে দেওয়া বীভৎস ঘটনা জঘন্য অপরাধ। প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত।
এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও আশুলিয়া থানায় পৃথক মামলায় তৎকালীন ওসি এএফএম সায়েদকে আসামি করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, মানবতাবিরোধী এমন অপরাধের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।