দেশে করোনা সংক্রমণের এক মাসের চিত্র

  বাংলাদেশে করোনাভাইরাস


স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশে করোনাভাইরাস সংক্রমণের এক মাস পূর্ণ হলো। গত ৮ মার্চ ৩ জন আক্রান্তের মাধ্যমে দেশে করোনা সংক্রমণ শুরু হলেও সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ২১৮ জনে।

এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

বুধবার (৮ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথমে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীর গতিতে হলেও বর্তমানে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। গত তিন দিনে আক্রান্ত হয়েছেন ১৩০ জন, এর আগের ২৭ দিনে আক্রান্ত হন ৮৮ জন।

শুরুতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা শনাক্তের পরীক্ষা হতো। তবে বর্তমানে আইইডিসিআরসহ দেশের আরও ১৬টি জায়গায় করোনা শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে।

গত এক মাসে দেশে করোনার সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হলো:

করোনা শনাক্তকরণ ল্যাব
প্রথম দেশে শুধুমাত্র আইইডিসিআরে করোনা শনাক্তকরণের ল্যাব থাকলেও এখন তা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশে এখন নতুন ১৫টি ল্যাব স্থাপন করা হয়েছে।

করোনা শনাক্তকরণ কিট
করোনা শনাক্তকরণে ল্যাবগুলোতে গত এক মাসে ২১ হাজার কিট সরবারাহ করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৭১ হাজার কিট মজুত আছে।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
গত এক মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় ৬ লাখ ৯১ হাজার ২৯২টি পিপিই সংগ্রহ করেছে। এর মধ্যে ৪ লাখ ৭০ হাজার পিপিই বিতরণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নমুনা সংগ্রহ
দেশে এখন পর্যন্ত ৫ হাজার ১৬৪ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

আক্রান্তের সংখ্যা
দেশে এখন পর্যন্ত ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সুস্থ
গত এক মাসে ২১৮ জন আক্রান্তের বিপরীতে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃতের সংখ্যা
দেশে গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। যাদের অধিকাংশ ষাটোর্ধ্ব।

সঙ্গরোধ
দেশে বর্তমানে সকল প্রকার সঙ্গরোধে ১০ হাজারেও বেশি মানুষ রয়েছেন। গত এক মাসে ৬০ হাজারেরও বেশি মানুষকে সঙ্গরোধে নেওয়া হয়।

আইসোলেশন
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। গত এক মাসে এই সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে।

   

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন হোসাইন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্র গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আক্তার আলীর ছেলে। তিনি চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আল আমিনসহ কয়েকজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। এসময় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী এসে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নেওয়ার সময় একপর্যায়ে আল আমিন বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আল আমিনের সাথে থাকা সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম রাফি জানান, আল আমিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে।

শনিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাটিকাটা, চিতুলিয়াপাড়া, গোবিন্দাসী ও নিকলা নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কাগমারী পাড়ার মিজানুর রহমানের শিশু ছেলে তৌফিক, গোলাবাড়ী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফা, নিকলা নয়াপাড়ার আজহারের ছেলে আম্বিয়া, নূরুল ইসলামের ছেলে জামাল হোসেন, গোবিন্দাসী গ্রামের রফিকের ছেলে শামিউল, মহিউদ্দিনের ছেলে সুজন মন্ডল, চিতুলিয়াপাড়ার গ্রামের মোখলেছ মিয়ার মেয়ে মনিজা খাতুন, নাজমুল হুদার ছেলে সাফওয়াল ইসলাম, শাহজাহানের স্ত্রী হোসনে আরা, ভালকুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নিকরাইল উপস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীদের ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

কুকুরের আক্রমণের শিকার সুজন মন্ডল জানান, সকালে বাড়ির পাশে চড়ানো ছাগলকে আক্রমণ করে অনবরত কামড়াতে থাকলে আমি এগিয়ে গেলে কুকুরটি লাফ দিয়ে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়াতে থাকে। কুকুরটি মানুষ ও পশু দেখলেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে কিছুদিন আগেও কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ ছিল। ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় রোগীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। আশা করছি দ্রুত ভ্যাকসিন সরবাহ করতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিন্তে আখতার বলেন, উপজেলার বিভিন্ন এলাকার লোকজনের ওপর আক্রমণ করা পাগলা কুকুরটিকে দ্রুত ধরার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে শুনেছি গোবিন্দাসী খেয়াঘাট এলাকায় স্থানীয়রা কুকুরটি মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে বলা হয়েছে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

উত্তরায় লেকের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে বিকেলের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই কিশোর হলেন, মো. আশরাফ (১৬) ও মো. তামিম (১৬)। তারা মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মারা যাওয়া দুজনসহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে। তারা দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে গোসল করতে থাকে। এসময় তারা লেকের মাঝামাঝি চলে যায়। সেখানে পানির গভীরতা বেশি থাকায় আশরাফ ও তামিম পানিতে ডুবে যেতে থাকে। এসময় অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে আশরাফ ও তামিম পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, দুই বন্ধু ডুবে যাওয়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ফায়ার সার্ভিস যাওয়ার পর পুলিশও সেখানে উপস্থিত হয়। মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প

গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গফরগাঁওয়ে আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪ মে) দুপুরে উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বালেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন ডা. শেখ মহিউদ্দিন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম খোকন।

আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক বলেন, গফরগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮শ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয় এবং অপারেশনের পর রোগীদের কালো চশমা ও বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। উক্ত রোগীদের নিয়মিত চেকআপের ব্যবস্থা করা হবে।

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শফিউল আজমের নেতৃত্বে একটি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্প পরিচালনা করেন।

  বাংলাদেশে করোনাভাইরাস

;