ক্ষমতার অন্দরমহলে করোনার আধিপত্য!

  করোনা ভাইরাস


ফাতিমা তুজ জোহরা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস— যা জানে না সীমানা, যেখানে চর্চা নেই কোনো বিধি-নিষেধের। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের বিচরণ কোথায় নেই? প্রাণঘাতী এ ভাইরাসের কবলে হার মেনেছে অগাধ ক্ষমতা আর সম্ভ্রম।

সম্প্রতি ইরানের পার্লেমেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসের কবলে বিশ্বে মারা গেছেন রাজনৈতিক-ধর্মীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রাক্তন কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা দেখার জন্য টেস্ট করেছিলেন। এর পেছনের গল্পটা আবার অন্যরকম ছিল। ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির সঙ্গে করমর্দনের কিছুদিন পরেই ওই সেক্রেটারির করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। এর প্রেক্ষিতেই ট্রাম্প সময় ক্ষেপণ না করে নিজের করোনা টেস্ট সেরে ফেলেন। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী'র করোনা টেস্ট পজিটিভ আসায় ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন।

এখন প্রশ্ন আসে এভাবে কতজন ব্যক্তি নিজেদের মধ্যে এ ভাইরাসের বিস্তৃতি ঘটিয়েছে। যেটাকে বলে কমিউনিটি ট্রান্সমিশন। বৈশ্বিক ক্ষমতার বিশাল অন্দরমহলে অতিকায় ক্ষুদ্র এ ভাইরাসের প্রবেশ কি নিয়ম মেনেই হয়েছিল? নাকি মৃত্যুর কাছে সব কিছু উপেক্ষিত এ বার্তা নিয়ে এসেছে করোনাভাইরাস।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ

ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজি করোনাভাইরাসে আক্রান্ত হন ২৫ ফেব্রুয়ারি। আক্রান্ত হওয়ার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল রাতে আমার শরীরে জ্বর আসে। তারপর প্রাথমিক পরীক্ষায় আমার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে আমি নিজেকে আলাদা করে রেখেছি।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনাভাইরাসে আক্রান্ত হন ২১ মার্চ। পিটার ডাটন জানান, তিনি গায়ে তাপমাত্রা ও গলাব্যথা নিয়ে ঘুম থেকে ওঠেন। সঙ্গে সঙ্গেই তিনি কুইন্সল্যান্ডের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এখন হাসপাতালে ভর্তি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ২১ মার্চ করোনায় আক্রান্ত হন। যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর থেকেই ট্রুডো ও তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্তের পর এক টুইটে তিনি লেখেন, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে। কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। তবে সরকারি কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করব। যেহেতু এ ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে।

ব্রিটেনের প্রিন্স চার্লস

ব্রিটেনের প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ মার্চ। আক্রান্তের পর এক বিবৃতিতে বলা হয়, প্রিন্স চার্লসের দেহে করোর মৃদু লক্ষণ দেখা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা ভালো। তিনি ও তার স্ত্রী বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে সেল্ফ আইসোলেশনে আছেন।গত কয়েক দিন ধরে তারা বাড়িতে বসেই সব কাজ করছেন।

ইরানের ভাইস প্রেসিডেন্ট

ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করনায় আক্রান্ত হন ২৮ ফেব্রুয়ারি। তার পরেই ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজি করোনাভাইরাসে আক্রান্ত হন।

ইইউ'র কমিশনের প্রধান মাইকেল বার্নিয়ার

ইউরপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ মার্চ। এরপর এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোভিড-১৯ টেস্টে আমি পজিটিভ হয়েছি। বর্তমানে আমি সুস্থ আছি। চিকিৎসকদের নির্দেশনা আমি মেনে চলব। ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছে ও আইসোলশনে রয়েছে সবাই একত্রিত হয়েছে রোগটির বিরুদ্ধে লড়ে যাব।

মোনাকোর রাজ্যমন্ত্রী

মোনাকোর রাজ্যমন্ত্রী সার্জ টেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ মার্চ। এক বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরেই সার্জ টেলের শারীরিক গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি ভালো আছেন। ঘরে আইসোলেশনে আছেন।

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের স্ত্রী বেগোনা গোমেজ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ মার্চ। এক বিবৃতিতে স্পেন সরকার জানিয়েছে, বেগোনা গোমেজ কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করিয়েছেন। তার টেস্টে সংক্রমণ ধরা পড়েছে। পেদ্রো সানচেজ ও তার স্ত্রী গোমেজ মাদ্রিদের সরকারি বাসভবনে রয়েছেন। তারা দুইজনেই ভালো আছেন। গোমেজ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে চলছেন।

ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃ্ত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখলইসলাম মারা গেছেন ৫ মার্চ। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান। তার আগে ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলী রামাজানি দাস্তাক করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বের ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তির আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, পোল্যান্ড, ফিলিপাইন, নরওয়ে, ইতালি, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ আক্রান্ত হয়েছেন মরণঘাতী করোনাভাইরাসে।

সূত্র: ফরেন পলিসি

   

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশসহ ১৪৩টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোট দানে বিরত ছিল ২৫টি দেশ। খবর এপি'র।

শুক্রবার (১০ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি উত্থাপিত হয়।

এতে বলা হয়, ‘স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভোটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা।’

এই প্রস্তাবে ১৪৩টি দেশ একমত পোষণ করে। সংখ্যাগরিষ্ঠ ভোটের ফলে জাতিসংঘের ১৯৪তম সদস্য হওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।

এর আগে গত ১৮ এপ্রিল ব্যাপক সমর্থনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে যায় ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য দেশ হিসেবে স্বীকৃতির পথ।

মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড গতকাল বৃহস্পতিবার বলেছেন, বাইডেন প্রশাসন এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

ইসরায়েল সহ এর বিরুদ্ধে ভোট দেওয়া নয়টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল।

 

  করোনা ভাইরাস

;

আর প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি : রাহুল গান্ধী



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতে লোকসভা ভোটের চতুর্থ দফার আগে উত্তর প্রদেশে যৌথ প্রচারণা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব।

উল্লেখ্য, কনৌজ লোকসভা কেন্দ্র থেকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী হয়েছেন এই অখিলেশ। আগামী ১৩ মে চতুর্থ দফায় কনৌজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তার আগে শুক্রবার (১০ মে) যৌথ সভায় রাহুল বলেন, ‘‘উত্তর প্রদেশজুড়ে ‘ইন্ডিয়া’ ঝড় উঠেছে। বিজেপি বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। নরেন্দ্র মোদি আর ভারতের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।’’

অখিলেশ তার বক্তৃতায় ডাবল ইঞ্জিন সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনুন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে সরব হন।

কনৌজের পাশাপাশি শুক্রবার উত্তর প্রদেশের শিল্প নগরী কানপুরেও যৌথ সভা করেছে কংগ্রেস এবং এসপির এই দুই শীর্ষনেতা।

প্রসঙ্গত, এ বার লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েন হয়েছিল রাহুল এবং অখিলেশের দলের।

শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া রফাসূত্র অনুযায়ী ওই রাজ্যের ৮০ লোকসভা আসনের মধ্যে এসপি ৬২ এবং কংগ্রেস ১৭টি আসনে লড়ছে। একটি ছাড়া হয়েছে তৃণমূলকে।

এদিকে, প্রধানমন্ত্রী পদে এখনও অখিলেশ প্রকাশ্যে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা না দেওয়ায় প্রশ্ন তুলেছেন উত্তর প্রদেশে কংগ্রেস শিবিরের নেতা-কর্মীদের একাংশ।

  করোনা ভাইরাস

;

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মধ্য রাশিয়ার কালুগা অঞ্চলে একটি তেল শোধনাগারে শুক্রবার (১০ মে) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, দেশটির জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক আক্রমণের ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজার অস্থিতিশীল হওয়ার ঝুঁকি রয়েছে।

মস্কোর দক্ষিণে অবস্থিত কালুগা অঞ্চলটি অন্তত পাঁচটি রাশিয়ান অঞ্চলের মধ্যে একটি, যেসব অঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল মধ্যে ড্রোন হামলার খবর খবর পাওয়া গেছে।

কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে লিখেছেন, ‘গত রাতে ডিজারজিনস্কি জেলার একটি অঞ্চলে ড্রোন হামলার ফলে আগুন লেগেছে।’

তিনি আরও জানিয়েছেন যে, ‘আগুন নেভানো হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জরুরি পরিষেবা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলার ফলে কালুগা অঞ্চলের তেল শোধনাগারে তিনটি ডিজেল ট্যাঙ্কার এবং একটি জ্বালানী তেল ট্যাঙ্কারে আগুন লেগেছে।

টেলিগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কালুগার একটি শিল্প অঞ্চল আগুনে পুড়ে গেছে।

এর আগে গত ১৫ মার্চ কালুগা তেল শোধনাগারে আক্রমণ করেছিল ইউক্রেন।

এদিকে, মার্কিন কর্মকর্তারা পূর্বেই সতর্ক করেছিলেন যে, রাশিয়ান তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের আক্রমণ বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাশিয়ার মিডিয়া রিপোর্ট অনুসারে, রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার ফলে দেশটির পেট্রোল উৎপাদন হ্রাস পেয়েছে।

অন্যদিকে, কালুগা তেল শোধনাগারে ড্রোন হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে মন্ত্রণালয়টি বলেছে, এটি ব্রায়ানস্ক, মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে বৃহস্পতিবার রাত এবং শুক্রবারের সকালে ইউক্রেনের ড্রোনগুলোকে বাধা দিয়েছে।

কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ড্রোন হামলায় তিনটি বাড়িতে আগুন লেগেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, একটি ড্রোন মস্কোর দিকে উড়ে যাওয়ার সময় কাছের শহর পোডলস্কে সেটিকে আটকে দেওয়া হয়েছে।

  করোনা ভাইরাস

;

চীনা কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান ফিলিপাইনের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে ফিলিপাইনের এক অ্যাডমিরালের সঙ্গে ফোনালাপ ফাঁসের অভিযোগে চীনা কূটনীতিকদের বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো আনো।

এডুয়ার্ডো আনো শুক্রবার (১০ মে) এক বিবৃতিতে বলেছেন, ম্যানিলায় চীনের দূতাবাস বিভেদ, বিভাজন এবং অনৈক্য তৈরির লক্ষ্যে বারবার বিভ্রান্তি এবং ভুল তথ্য প্রচারের কাজ করেছে।

তিনি বলেন, ‘বিভ্রান্তি এবং ভুল তথ্য প্রচারের বিষয়গুলো বড় মাপের জরিমানা ছাড়া সমাধান করা উচিত নয়।’

কূটনীতিকদের অবিলম্বে বহিষ্কারের ফিলিপাইনের আহ্বানের বিষয়ে মন্তব্য করার রয়টার্সের অনুরোধে সম্মত হয়নি ম্যানিলার চীনের দূতাবাস।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সমর্থনে উৎসাহিত হয়ে চীনের বিশাল উপকূলরক্ষী বাহিনী দ্বারা দখলকৃত জলসীমায় কার্যক্রম বাড়ায় ফিলিপাইন।

এর পরই গত বছর দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এক্ষেত্রে ফিলিপাইনের বিরুদ্ধে বরাবরই অনুপ্রবেশ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছে চীন। জবাবে ম্যানিলা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে আগ্রাসন এবং বিপজ্জনক কৌশলের নীতির জন্য বেইজিংকে তিরস্কার করেছে।

চীনা কূটনীতিকদের বহিষ্কার দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করতে পারে বলেই বিশ্লেষকদের মত।

এডুয়ার্ডো আনো চলতি সপ্তাহে একজন চীনা কূটনীতিক এবং একজন ফিলিপাইনের অ্যাডমিরালের মধ্যে দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে ফোন কলে আলোচনার অংশ ফাঁসের অভিযোগ করেন।

ওই ফোন কলের ফাঁস করা অংশটি শুনে মনে হচ্ছে যে, ফিলিপাইনের অ্যাডমিরাল চীনকে ছাড় দিতে সম্মত হয়েছেন।

ম্যানিলা টাইমসে প্রকাশিত ফোন কলের প্রতিলিপি অনুসারে, ওই অ্যাডমিরাল একটি নতুন মডেলের চীনের প্রস্তাবে সম্মত হন। যে প্রস্তাবে ফিলিপাইন বিতর্কিত দ্বিতীয় থমাস শোলে সেনাদের পুনরায় সরবরাহ মিশনে কম জাহাজ ব্যবহার করবে এবং মিশন সম্পর্কে বেইজিংকে আগেই অবহিত করবে।

ম্যানিলা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কথোপকথনটি গত জানুয়ারিতে হয়েছিল এবং প্রতিলিপিটি তারা চীনা কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন।

  করোনা ভাইরাস

;