সশরীরে বৈঠকে উপস্থিত করোনায় আক্রান্ত ইমরান!

  করোনা ভাইরাস



আর্ন্তজাতিক ডেস্ক, বার্তা২৪.কম
বাসভবনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনা আক্রান্ত ইমরান খান। ছবি: দ্য ডন

বাসভবনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনা আক্রান্ত ইমরান খান। ছবি: দ্য ডন

  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় নিজ বাসভবনে সশরীরে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান!

গণমাধ্যমও সেখানে উপস্থিত ছিল। 

যেখানে প্রধানমন্ত্রীর থাকার কথা কোয়ারেন্টিনে, সেখানে তিনি ‘সামাজিত দূরত্ব’ বজার রেখেই চালিয়ে গেছেন রাষ্ট্রীয় বৈঠক। এতে করে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানায়, সেনেটর শিবলি ফারাজ এবং ফয়সাল জাভেদ নিজেদের টুইটার একাউন্টে সোমবারের ওই বৈঠকের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।

বিরোধীদলের পক্ষ থেকে বলা হয়, দেশে এখন করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ চলছে। আর খোদ প্রধানমন্ত্রীই কিনা এই রোগের বিস্তার রোধে জারি করা দিকনির্দেশনা (এসওপিএস) লঙ্ঘন করছেন।বিরোধীদল থেকে অস্স্থু ইমরানের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করার আহ্বানও জানানো হয়েছে।

গত ২০ মার্চ প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ ‘পজিটিভ’ হন। তার দুইদিন আগে তিনি কোভিডের টিকা নিয়েছিলেন।

কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার মাত্র চারদিন পর সশরীরে বৈঠকে যোগ দেওয়ার নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী ইমরানের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এনসিওসি চেয়ারম্যান আসাদ উমর বলেন, এসওপিএস এ শুধু সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখেই ওই বৈঠকে অংশ নিয়েছেন।

তবে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এ ধরনের বৈঠকে যোগ না দেওয়াই বেশি ভালো বলেও তিনি স্বীকার করেছেন।

সোমবারের বৈঠকে উপস্থিত ইউসুফ বেগ মির্জা বলেন, ‘‘আমরা কেউ কাউকে স্পর্শ করিনি এবং আমরা সবাই মাস্ক পরে ছিলাম। আমরা কিছু খাইনি বা পান করিনি এবং ৪৫ মিনিটের ওই বৈঠকের পুরোটা সময় আমরা প্রধানমন্ত্রীর থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে ছিলাম।”

পবিত্র রমজান মাসে জনগণের জন্য কী কী ভর্তুকির ব্যবস্থা করা হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্যই মূলত ওই জরুরি বৈঠক ডাকা হয়েছিল বলেও জানান তিনি।

 

   

ইসরায়েল সমর্থনের কারণে কোন পথে বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎ?



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতকে শুরু থেকেই কুটনৈতিকভাবে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন। এর মাঝেই বাইডেনের এমন ইসরায়েল সমর্থনকে সমালোচনা করে তার বিরুদ্ধে অবস্থান নিতে এক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা।

সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে, আরব-আমেরিকান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন বাইডেন। ২০২০ সালে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাকে সমর্থন করতেন। কিন্তু বিগত চার বছরের মধ্যেই এতে বড় ধস নেমেছে। এখন মাত্র ১৭ শতাংশ মুসলিম বাইডেনকে সমর্থন করেন।

রোববার (৩ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের নৃশংসতায় সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। তার এ কর্মকাণ্ডের ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা। এই কারণে তার বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এক হওয়ার ডাক দিচ্ছেন নেতারা।

২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব রাজ্যের ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম ও আরব-আমেরিকান। তারা আসন্ন নির্বাচনে বাইডেনের জয়ের পথে বড় বাধা হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) নামে একটি সংগঠন। সংগঠনটির মিনেসোটা শাখার পরিচালক জায়লানি হুসেইনকে বাইডেনের বিকল্প নিয়ে প্রশ্ন করা হয়। এতে তিনি বলেন, আমাদের কাছে অনেক বিকল্প প্রার্থী আছে।  

প্রসঙ্গত ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে নির্বাচনে লড়বেন বাইডেন। তাই আসন্ন নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের একত্রিত করবেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দেবে, সেটি অবশ্য তারা স্পষ্ট না করলেও বাইডেন প্রশাসনের প্রতি তাদের তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে।

সম্প্রতি গাজায় ইসরায়েল হামলা বন্ধে এবং যুদ্ধবিরতির পক্ষে সোচ্চার হন আমেরিকার মুসলিমরা। কিন্তু বাইডেন এতে সাড়া না দেওয়ায় মিনেসোটা থেকে ‘#অ্যাবানডন বাইডেন’ নামে একটি প্রচারাভিযান শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও।

আমেরিকার মুসলিমরা বলছেন, জো বাইডেনকে প্রত্যাখ্যান করার কারণ যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হলে এটাই তাদের একমাত্র উপায়।

এমন পরিস্থিতিতে ২০২৪ সালের নির্বাচনে উল্লিখিত ৬টি অঙ্গরাজ্যের রাজনীতির প্রভার পড়তে পারে বাইডেনের ক্ষমতায়। ইসরায়েল-গাজা ইস্যুতে বাইডেন এখন কী ধরনের কুটনৈতিক অবস্থান নেয় তাই দেখার বিষয়।



  করোনা ভাইরাস

;

ভয়াবহ বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় অন্তত ৪৭ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থার কর্মকর্তারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন মানুষ। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি আরও জানায়, বন্যাকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন। মূলত পূর্ব আফ্রিকার দেশগুলো ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেটি আবার আংশিকভাবে আবহাওয়ার এল নিনোর কারণে।

উল্লেখ্য, গত মাসে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। দেশের কিছু অংশের ফসলও ভেসে গেছে এবং মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে। এদিকে চলতি মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তানজানিয়ার আবহাওয়া সংস্থা থেকে সতর্ক করা হয়েছে ।



  করোনা ভাইরাস

;

নিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স শহরে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, রবিবার (৩ ডিসেম্বর) সকালের দিকে পুলিশ ফোন কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ভুক্তভোগীদের খুঁজে পায়।

সন্দেহভাজন এক ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর আহত এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে গুলি করেন।

সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে বলে জানা গেছে।

জ্যামাইকা হাসপাতালে এক ব্রিফিংয়ে পুলিশ নিশ্চিত করে জানিয়েছে যে, তারা ৯১১ নম্বরে কল পেয়েছে। তাতে এক তরুণী জানায় যে তার কাজিন তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করছে।

ওই ফোন কল পাওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে বিচ ২২ স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়। সেখানে গিয়ে তারা দেখেন এক ব্যক্তি লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন।

পুলিশ কর্মকর্তা দুইজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেই ওই ব্যক্তি ছুরি বের করে এক কর্মকর্তার ঘাড় ও বুকে আঘাত করেন এবং আরেক কর্মকর্তার মাথায় আঘাত করেন।

এ সময় আহত এক পুলিশ কর্মকর্তা ছুরি হামলাকারীকে গুলি করেন। পরে আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে ১১ বছরের একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

এরপর নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাড়ির ভেতরে আরও তিনটি মৃতদেহ পায়। তাদের একজন ১২ বছর বয়সের একটি ছেলে, ৪৪ বছর বয়সি এক নারী এবং ৩০ বছর বয়সি এক পুরুষ।

আহত ৬১ বছরের আরেকজন নারীকে মাউন্ট সিনাই হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে ছুরির কয়েকটি আঘাত আছে।

পুলিশের ধারণা, চার জনই ছুরিকাঘাতের কারণে মারা গেছে। ঘটনাস্থল থেকে রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার হয়েছে।

  করোনা ভাইরাস

;

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত: মুইজ্জো



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো। জানিয়েছেন, মালদ্বীপ থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে ভারত সরকার।

রোববার (৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন চীনপন্থি মুইজ্জো। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপ থেকে ভারতের সব সেনাকে ফেরত পাঠাবেন তিনি। ছোট এ দেশটিতে ভারতের মাত্র ৭৫ জন সেনা আছেন।

ভারতের সেনা প্রত্যাহার করার ব্যাপারে মুইজ্জো রোববার সাংবাদিকদের বলেছেন, যে আলোচনা আমাদের হয়েছে, ভারত সরকার সেখানে তাদের সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে। উন্নয়নমূলক প্রজেক্ট সম্পর্কিত যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছি আমরা।

সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুইজ্জো। এরপরই তিনি এমন তথ্য দিয়েছেন।

  করোনা ভাইরাস

;