করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১১

  করোনা ভাইরাস



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হলো।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২১১ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে। দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ১৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৪ জন, ষাটোর্ধ্ব ১ জন এবং ৭০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। অন্যদিকে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

   

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্ত্২৪,কম চাঁপাইনবাবগঞ্জ
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (৩ডিসেম্বর) সকালে জেলা শহরের বড় ইন্দেরা মোড় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল হাসান ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলে গণ্য করতে হবে। তারা সমাজের মৌলিক একটি অংশ, তারা আরও বলেন সরকার ও সমাজের বিত্তবান মানুষেরা এ সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে এগিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সুবিধা বঞ্চিত এসব শিশু কিশোররা।’

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শেষ হয়।

  করোনা ভাইরাস

;

মিগজাউমের গতিমুখ ভারতের অন্ধ্র প্রদেশের দিকে



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের দিকে এগোতে থাকা এই ঘূর্ণিঝড় মঙ্গলবার (৪ ডিসেম্বর) অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও। ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে ডিসেম্বরের স্বাভাবিক শীত নামতে পারে। এরপর শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৪১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। দুই-এক দিন বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১০ ডিসেম্বরের পর দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম এলাকায় শীত জেঁকে বসতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত নভেম্বরে দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ও বৃষ্টি বেশি ছিল। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৬৫ শতাংশ বেশি ছিল।

আবহাওয়া অধিদপ্তর থেকে সোমবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, সারাদেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

  করোনা ভাইরাস

;

নাটোরে ৩ বাসে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম নাটোর
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

নাটোরে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের হরিশপুর এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত এগারোটার দিকে এলাকার পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ।

  করোনা ভাইরাস

;

চট্টগ্রামে বাসে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম চট্টগ্রাম ব্যুরো
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে জানতে আকবরশাহ থানার ওসিকে একাধিকবার ফোন দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।

 

  করোনা ভাইরাস

;