ইবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন দু’টি বাস

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:52:45

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত করা হয়েছে নতুন দুইটি বাস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে নতুন দুটি বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে। এ কাজ শেষ হলে প্রায় ৮৫ শতাংশ আবাসন সুবিধা পাবে শিক্ষার্থীরা। ফলে আমাদের পরিবহন নির্ভরতা কমে যাবে।

বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সূত্রে জানা গেছে, নতুন ৫২ আসনের হিনো বাস দু’টি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটে চলবে।   

এ সম্পর্কিত আরও খবর