জাবিতে ১০ম প্রজাপতি মেলা শুক্রবার

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 12:58:37

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দশম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা-২০১৯। আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করবেন। প্রতি বছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।’

প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ বাশারকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৯’ ও সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্রুণোকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলেও জানান তিনি।

এবারের প্রজাপতি বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। টানা দশম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন।

এ সম্পর্কিত আরও খবর