কুবি ছাত্রীকে হয়রানির জেরে বহিরাগতকে উত্তম-মধ্যম

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-01-24 20:03:00

নেশাগ্রস্ত অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানির জেরে বহিরাগতকে এক যুবককে উত্তম-মধ্যম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন গেটের সামনে এই ঘটনা ঘটে। বহিরাগত ঐ যুবকের নাম মাজহারুল ইসলাম অনিক৷

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় খেলার মাঠের সামনে বাস স্ট্যান্ডে বাংলা বিভাগের এক ছাত্রীকে হয়রানি করে সে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভেতর দিয়ে যাওয়ার সময় এই ছেলে ঐ হলের আবাসিক শিক্ষার্থী জয়ের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। প্রথমে গালাগালি করা শুরু করে ও গায়ে হাত দেয়। সে নেশাগ্রস্ত অবস্থাতে ছিল বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

পরে হলের সিনিয়র শিক্ষার্থীরা এসে ঐ বহিরাগতকে বাকিদের থেকে আলাদা করে বের করে বাড়ি পাঠিয়ে দেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার বলেন, ‘এরকম বিষয় কোনোভাবেই কাম্য নয়। প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করা হয়েছে। প্রক্টরিয়াল বডি যথাযথ ব্যবস্থা নিবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে বিষয়টি সমাধান করে ফেলেছে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ করে রাখব। পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়।’

এ সম্পর্কিত আরও খবর