ঢাবিতে শহীদ শেখ রাসেল দিবস পালন

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-10-18 13:31:21

নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেল দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শেখ রাসেলের ম্যুরালে শ্রদ্ধা নিবেন করেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সকাল ১১ টায় শেখ রাসেলের শিশু-কিশোর জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উপস্থিত অতিথিবৃন্দ।

আলোচনা সভায় শেখ রাসেল দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, 'শেখ রাসেলের মধ্যে সততা, শিক্ষকদের শ্রদ্ধা করা, সহপাঠীদের প্রতি আন্তরিক থাকার মতো মানবিক মূল্যবোধগুলো ছিল। শুধু শেখ রাসেলের নয়, বঙ্গবন্ধু পরিবারের সবারই একইরকম মূল্যবোধ ছিল। এই প্রজন্মের শিশুদের কাছে মূল্যবোধগুলো ছড়িয়ে দিতে হবে।'

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হলো এর অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। এখানে যিনি আসেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসেন, পরিবার বা অন্য কোন পরিচয়ে নয়। পারিবারিক কারণে এখানে কেউ বিশেষ সুবিধা পান না।'

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, 'শেখ রাসেলকে যারা হত্যা করেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্রও এখন মানবাধিকারের কথা বলে অথচ ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে তারা নৌযান প্রেরণ করেছিল। ভবিষ্যতে অন্য কেউ যাতে দেশের মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেখ রাসেলের শ্রেণীকক্ষের শিক্ষক আফরোজা বেগম বলেন, 'শেখ রাসেলের ব্যক্তিত্ব অত্যন্ত শক্তিশালী ছিল। সে তার সহপাঠীদের প্রতি আন্তরিক ছিল। শিক্ষকদের প্রতিও তার অত্যন্ত শ্রদ্ধা ছিল।'

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শহীদ শেখ রাসেলের সহপাঠী নাসরিন ইসলাম। তিনি বলেন, শেখ রাসেল অত্যন্ত সহজ-সরল প্রকৃতির ছিল। তার মধ্যে কোন দম্ভ ছিল না। একটি নিরহংকারী মনোভাব ছিল। বঙ্গবন্ধুর সন্তান হওয়ার পরও কখনো তিনি বিশেষ সুবিধা নেননি।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিমসহ অনেকেই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর