রাস্তার ধারে, দোকানের সামনে পানির জার নিয়ে আপন মনে গান করেন ফারুক। কখনও বাউল কখনওবা বিচ্ছেদের সুর বেজে ওঠে ফারুকের গলায়। ফারুক আর দশটা মানুষের মতো স্বাভাবিক নয়। দুর্ঘটনায় তার একটি পা স্বাভাবিক শক্তি হারায়, সেই থেকে ফারুক প্রতিবন্ধী। পথের ধারে গান গেয়েই মানুষের দেওয়া ২/৪টাকায় সংসার চলে তার। শৈশব থেকে গানের প্রতি আসক্ত ফারুক, ভালোবাসেন বাউল আব্দুল করিম, শফি মন্ডল, আক্কাস দেওয়ান, মমতাজের গান।