বাংলায় যেমন মাটির প্রতিমা, উত্তর ভারতে তেমনি পাথরের প্রতিমার ছড়াছড়ি রাজস্থান, উত্তর প্রদেশ জুড়ে মার্বেল, গ্রানাইটের মূর্তির নান্দনিক শোভা দেখা যায়।জয়পুর, ভরতপুর, আগ্রা ইত্যাদি বড় শহরের মতো গ্রাম-গঞ্জে শিল্পীরা নির্মাণ করছেন প্রতিমা। বানাচ্ছেন পূজার মঞ্চ।উত্তর ভারতে পূজিত দেবদেবীর বাহারি প্রতিকৃতি।