সাকিবের নিষেধাজ্ঞায় মর্মাহত-স্তম্ভিত কোয়াব

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব


স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
কোয়াবের তিন কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল

কোয়াবের তিন কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল

  • Font increase
  • Font Decrease

কিছুদিন আগেই ১৩ দফা দাবিতে ধর্মঘটে গিয়েছিলেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। যার মধ্যে প্রথম দাবিই ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বর্তমান কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ সবাইকে পদত্যাগ করতে হবে। সেই বিদ্রোহ শেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। তবে যার নেতৃত্বে চলেছে এই আন্দোলন সেই সাকিব আল হাসান চলে গেছেন মাঠের বাইরে।

জুয়াড়ির অনৈতিক প্রস্তাব পেয়ে তা গোপন রেখে ক্যারিয়ারের বড় ক্ষতি করলেন সাকিব। এক বছর সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন শাস্তিতে মর্মাহত-স্তম্ভিত কোয়াব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, ‘২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বিষয়গুলো আইসিসি’কে অবগত না করানোর কারণে তাকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশ্বসেরা নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ঘটনায় অত্যন্ত মর্মাহত ও স্তম্ভিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নিঃসন্দেহে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা দুঃসময়।’

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জাতীয় ও প্রথম শ্রেণীর ক্রিকেটাররা দীর্ঘদিনের সঙ্গী সাকিবের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আমরা সবাই সাকিব আল হাসানের সঙ্গে আছি। সেই সঙ্গে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্বের সঙ্গে আমাদেরকে এই সঙ্কট মোকাবেলা করতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিটি সময়ে ক্রিকেটারদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সাকিব আল হাসান অচিরেই নিষেধাজ্ঞা ও সকল প্রকার বাধা কাটিয়ে আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসবে এবং বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অব্যাহত রাখবেন।’

কোয়াবের বিশ্বাস আরও শক্তি সঞ্চয় করে আবারও মাঠে ফিরবেন সাকিব আল হাসান।

   

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ রাজা, বিশ্বকাপের জন্য জানালেন শুভকামনা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে খেলেছেন ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ)। ডিপিএলের তিন আসর ছাড়া, বিপিএলেও খেলেছেন তিন আসরে। আন্তর্জাতিক অভিষেকটাও বাংলাদেশে। তাই তো বাংলাদেশকে যেন আলাদাভাবেই পছন্দ জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার। তাই তো সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ সফরে পরিবার নিয়েই এসেছিলেন তিনি। সফর শেষে দেশে ফিরে জানালেন বাংলাদেশের আতিথেয়তায় তার মুগ্ধতার কথা এবং বাংলাদেশকে বিশ্বকাপেরও জন্য জানিয়েছেন শুভকামনা। 

টি-টোয়েন্টিতে সম্প্রতি দারুণ ছন্দে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের শুরুর চার ম্যাচে স্রেফ ২১ রান করেন রাজা। সেই চার ম্যাচেই হেরেছে তার দল। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ফিরেছেন দারুণভাবে। খেলেছেন অপরাজিত ৭২ রানের এক ক্যাপ্টেনস নক। সঙ্গে দলকে জিতিয়েছেন ৮ উইকেটের বড় ব্যবধানে। 

সিরিজটির প্রথম তিন ম্যাচ ছিল চট্টগ্রামে, পরের দুটি ঢাকায়। দুটি জায়গায় যেন রাজার খুব কাছের। সেই দুই জায়গায় বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। দেশে ফিরে তাই সামাজিক যোগাযোগ মাধ্যেমের এক পোস্টে রাজা লিখেছেন, ‘আমাদের আতিথেয়তা দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভ কামনা। আমার দল, পরিবার ও আমি যে ধরনের ভালোবাসা পেয়েছি সবকিছুর জন্য বাংলাদেশিদের অনেক ধন্যবাদ। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের ভালোবাসি। ইনশাআল্লাহ, আমাদের আবারও দেখা হবে।’

জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৪১ ম্যাচে এখন পর্যন্ত ৭ হাজার ২৮৮ রান করেছেন রাজা। বোলিংয়েও অবদানটা চোখে পড়ার মতোন। নিয়েছেন ১৮২ উইকেটও।  

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

;

ডাম্বুলা থান্ডার্সের আইকন প্লেয়ার মুস্তাফিজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসানের পর বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যে বাংলাদেশি ক্রিকেটারের নাম সবার আগে আসে আসবে, তিনি মুস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএলে নিজের সপ্তম আসরে খেলে আন্তর্জাতিক দায়িত্বে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেন এই বাঁহাতি পেসার। আইপিএলে এবারই প্রথম মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেন মুস্তাফিজ। পুরো মৌসুম না খেললেও নয় ম্যাচেই ফ্রাঞ্চাইজিসহ সমর্থকদের এক ভরসার নামে পরিণত হয়েছেন তিনি। তার প্রভাব পড়তে যেন সময় লাগল না বেশি। শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগ এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স বিদেশি আইকন প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। 

এর আগে আইপিএল, পিএসএলে খেললেও এই প্রথমবার এলপিএলে দল পেলেন মুস্ত্যাফিজ। ২০১৬ থেকেই আইপিএলে প্রায় নিয়মিত মুখ এই বাঁহাতি পেসার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে আইপিএলে এখন পর্যন্ত মোট পাঁচটি ফ্রাঞ্চাইজিতে খেলেছেন তিনি। তবে স্রেফ ২০১৮ আসরেই পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। 

এদিকে মুস্তাফিজকে দলে ভেড়াতে কত টাকা খরচ হয়েছে ডাম্বুলার তা নিয়ে এখনো কিছু জানায়নি তারা। 

নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা। সেই পোস্টে তারা লিখেছেন, ‘গর্বের সঙ্গে আমাদের বিদেশি আইকন প্লেয়ার হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি মুস্তাফিজুর রহমানকে। অপ্রতিরোধ্য আবেগ এবং গতির বৈচিত্র্যের দারুণ এক যুগল। গর্জন করতে প্রস্তুত হোন থান্ডারস ভক্তরা!’ 

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

;

৫৩ বছরে সর্বোচ্চ গোল হজম ইউনাইটেডের, চোটকে দুষলেন কোচ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। যা সবশেষ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। লিগে হতাশাজনক এই মৌসুমের শেষ দিকে এসে আরেকটি না চাওয়া কীর্তি গড়েছে অল রেডরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৮২টি গোল হজম করেছে তারা। যা ১৯৭০-৭১ মৌসুমের পর সর্বোচ্চ। 

গতকাল লিগে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ১-০ গোল হেরেছে ইউনাইটেড। এই মৌসুমে এটি তাদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নবম হার। 

মৌসুমের শুরু থেকেই চোট অবশ্য বেশ খানিকটাই ভুগিয়েছে ইউনাইটেডকে। চোটে দলের বাইরে প্রায় ছয় ডিফেন্ডার। এতে মিডফিল্ডার কাসেমিরোকে একাধিক ম্যাচে খেলতে হয়েছে ডিফেন্ডার হিসেবে। এতে রক্ষণ সাজাতে হিমশিম খেতে হয়েছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলতিকে। এতেই মৌসুমের এই বাজের অবস্থানের জন্য তাই চোটকে দুষলেন অল রেডদের কোচ এরিক টেন হাগ। 

নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক রিপোর্টে এসব নিয়ে বলেন ইউনাইটেড কোচ। তিনি বলেন, ‘আমি জানি না, আমাদের সব খেলোয়াড় ফিট থাকলে আমাদের কোথায় থাকা উচিত। তবে অবশ্যই সবাইকে পাওয়া গেলে আমরা আরও বেশি পয়েন্ট পেতাম।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ১০ মৌসুমের মধ্যে এবার সবচেয়ে বাজে অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগের নয় মৌসুমে লিগ তালিকায় শেষ পর্যন্ত সর্বনিম্ন ছয়ে ছিল লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। গত মৌসুমেও তিনে থেকে লিগ শেষ করেছে ইউনাইটেড। তবে এবারের আসরের শেষ দিকে এসে ৩৬ ম্যাচ শেষে অল রেডদের পয়েন্ট ৫৪, আছে তালিকার আটে। 

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

;

মারউই-অ্যাকারম্যানদের ছাড়াই ডাচদের বিশ্বকাপ দল ঘোষণা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন সপ্তাহেরও কম সময়। তবে দল ঘোষণায় বাকি ছিল তিন দল, বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সেই তালিকা এবার কমে এলো দুই দলে। বিশ্বকাপের ১৮তম দল হিসেবে আজ (সোমবার) দল ঘোষণা করলো ডাচরা। 

তরুণ নির্ভর দল সাজাতে ডাচদের ১৫ সদস্যের এই দলে এসেছে চমক। জায়গা হয়নি দুই অভিজ্ঞ রোলফ ফন ডার মারউই ও কলিন অ্যাকারম্যানের। 

তাদের পরিবর্তে দলে জায়গা মিলেছে তরুণ বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল, পেসার কাইল ক্লেইন ও হার্ড-হিটার ওপেনার ব্যাটার মাইকেল লেভিটের। অবশ্য ক্লেইন নেই ১৫ সদস্যের মূল দলে। তাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। এদিকে লেভিট চলতি বছরের ফেব্রুয়ারিতে নেপালে ত্রি-দেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষে ৬২ বলে ১৩৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। 

ডাচদের নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হাতেই থাকছে নেতৃত্ব। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ডাচরা। ‘ডি’-গ্রুপের বাকি তিন দল নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের বিশ্বকাপ যাত্রা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ১৩ জুন 

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ডান ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও'দাউদ, মাইকেল লেভিট, পল ফন মিকারেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েলসলি বারেসি।  

রিজার্ভ: কাইল ক্লেইন

  ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

;