সবজি রফতানিতে দুটি কার্গো প্লেন কেনার পরামর্শ প্রধানমন্ত্রীর



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিদেশে সবজি রফতানির জন্য সংশ্লিষ্টদের দুটি কার্গো বিমান কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের এই পরামর্শ দেন।

তিনি বলেন, 'বাংলাদেশে প্রচুর সবজি চাষ হচ্ছে। প্রচলিত কৃষির বাইরে বিদেশি জাতের বিভিন্ন ধরনের শাক-সবজি, ফল-ফুল চাষ করে সবাইকে তাক লাগিয়েছে বাংলাদেশ। সবজি চাষে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। আমারা সবজি বিভিন্ন দেশে রফতানি করেছি। এখন কার্গো প্লেন কেনার সময় এসেছে। দুটি কার্গো প্লেন কিনে ফেলেন।'

এর পরে অর্থসচিব আব্দুর রউফ তালুকদার বলেন, 'বিমানের অবস্থা ভালো। বিমান নিজের টাকা দিয়েই দুটি কার্গো কিনতে পারবে। একনেক সভায় ১৬০ কোটি টাকা ব্যয়ে কৃষি বিপণন অধিদফতর জোরদারকরণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।'

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, 'বর্তমানে বাংলাদেশ সবজি উৎপাদনে সাফল্য দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সবজি রফতানি করা হচ্ছে। সবজি রফতানিতে আমরা কার্গো বিমান ভাড়া করছি। তাই দুটি হিমায়িত কার্গো বিমান কেনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।'

বিদ্যুতের লাইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে সকল বিদ্যুৎ লাইন মাটির নিচে স্থাপন করতে হবে। ৭১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে খুলনা কর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। খুলনা লবণাক্ত পানি প্রবণ এলাকা। এখানে ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। বৃহৎ সরকারি ভবনে ডে কেয়ার সেন্টার ব্যবস্থা করতে হবে।'

নানা নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বৃষ্টির পানিতে ভাঙন রোধে পার্বত্য এলাকায় সড়কের উভয় পাশে চিকন বাঁশ রোপণ করতে হবে। নদী ভাঙন রোধে ক্যাপিটাল ড্রেইজিংয়ে জোর দিতে হবে।'

মেঘনা নদীর ভাঙন হতে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ; প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা। একই প্রকল্পে এক কর্মকর্তা গাফিলতি করেছিলেন।

বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'প্রকল্পের ভুল অ্যাসেসমেন্ট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক নির্মাণের সময় খেয়াল রাখতে হবে যাতে বর্ষার সময় পানি প্রবাহ যেন আটকে না থাকে।'

   

মেট্রোরেল চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সার্ভার জটিলতায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। আর এতে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা থেকে এ সমস্যা শুরু হয়। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

;

নীলফামারীতে ২৬ মামলার আসামিসহ গ্রেফতার ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নীলফামারী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর ডোমারে কুখ্যাত চোরচক্রের দু‘জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের একজন ২৬ মামলার আসামি। 

শনিবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী। এর আগে শুক্রবার (২৪ মে) রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মন্তাজ আলী (৫২) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও তার সহযোগী হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে আবু বক্কর। 

পুলিশ সূত্রে জানা যায়, মন্তাজ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬ টি মামলা রয়েছে। গত ১৭ তারিখেও সে তার সহযোগীদের সাথে নিয়ে ডোমারের ধরনীগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে। পরে সেই গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়। মন্তাজের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগীর কাছ থেকে চোরাই গরু বিক্রয়ের ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে (ওসি) মোহসিন আলী আরও বলেন, গরুর মালিক বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকেসহ এক সহযোগীকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গরু চুরির বিশ হাজার টাকাসহ আরেকজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

;

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শ্যামনগরে নদ-নদীতে জোয়ারের পানি বাড়ছে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে নদ-নদী ও খালে পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে উপকূলের মানুষ।

শনিবার (২৫ মে) দুপুরে জোয়ারের সময় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় জুবায়ের মাহমুদ জানান, উপকূলীয় এলাকায় সকাল থেকেই ঝড়ো বাতাস বইছে। দুপুরে জোয়ারে খোলপেটুয়া নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। উত্তাল হতে শুরু করেছে নদী।

গাবুরার হুদা মালি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের কারণে খোলপেটুয়া এবং কপোতাক্ষ নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। তবে গাবুরার পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

ইতোমধ্যে শ্যামনগর উপকূলের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি চুষা নদীর চরে জেলেপাড়ার অধিকাংশ বসত ঘরের আঙিনায় জোয়ারের পানি উঠার খবর পাওয়া গেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, উপজেলায় ১৬৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য বহুতল ভবন নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবহার করা হবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত আছে। আমরা ঘূ‌র্ণিঝড়ের সতর্কবার্তা দেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তবে সবাইকে বলবো, কেউ যেন ঝুঁকি নিয়ে অনিরাপদ আশ্রয়ে না থাকেন।

এদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমাতে ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), রে‌ড‌ ক্রিসেন্টসহ বি‌ভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী, ফায়ার সা‌র্ভিস ও রোভার স্কাউটের সদস্যরাও যেকোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত আছেন বলে জানা গেছে।‌

শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্টের টিমলিডার আনিসুর রহমান মিলন বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমেলের ক্ষয়ক্ষতি কমাতে ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্টের ৭০ জন সদস্যের একটি শক্তিশালী টিম কাজ শুরু করেছে। এছাড়াও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য শ্যামনগর উপজেলার জন্য যুব রেড ক্রিসেন্টের হটলাইন চালু করা হয়েছে যার নং- ০১৩০৯-৯৩৫৪১২

;

‘দক্ষ জনশক্তি রফতানিতে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল আমদানি করে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রেরণের ব্যবস্থা নেব।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘসূত্রিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশীসংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করেন।

;