শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

  নাসিক নির্বাচন



সুলতান মাহুমদ আরিফ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে বার একাডেমী খানপুরের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন নারায়ণগঞ্জের আলোচিত এ ব্যক্তিত্ব।

ভোট প্রদান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ- আমাদের একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। আমি ১০ মিনিট আগে নারায়ণগঞ্জে ঢুকলাম, রিকশায় করে ভোট দিতে আসলাম। এখন পর্যন্ত যা শুনেছি তাতে বুঝলাম শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। 

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবারও নৌকা প্রতীকের জয় হবে বলে জানিয়েছেন শামীম ওসমান।


উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও এখন পর্যন্ত কোন ধরনের সংঘর্ষ সহিংসতার খবর পাওয়া যায়নি। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা বলে যায়।

   

চট্টগ্রামে দুই গোডাউন থেকে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই-খাতুনগঞ্জে দুইটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় প্রত্যেককে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

তিনি জানান, চাক্তাই ও খাতুনগঞ্জে ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান এন্ড ব্রাদার্সের একটি গোডাউন থেকে আনুমানিক ১৭০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব আব্দুল মালেক বলেন, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  নাসিক নির্বাচন

;

সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে আসামি আশরাফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

সোমবার (২ অক্টোবর) দুপুরে চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে এ আদেশ দেন। আসামি পলাতক থাকায় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

তিনি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ত। যুবক আশরাফুল ইসলাম জিয়াউর রহমানের বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করতেন। এক পর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন।

পারিবারিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আশরাফুল প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজতে থাকেন। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে কুপিয়ে হত্যা করে সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে যান আশরাফুল। পরের দিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিন রাতে রিয়াদের পিতা জিয়াউর রহমান বাদি হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৪। তদন্ত শেষে সদর থানার এসআই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৪ জুলাই আশরাফুল ইসলামকে আসামি করে আদালতে চার্জশীট প্রদান করেন।

পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন ও ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এ আদেশ প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. রোকনুজ্জামান।

প্রসঙ্গত, মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক রয়েছেন।

সাতক্ষীরা আদালতের সরকারি কৌশলী এড. আব্দুল লতিফ জানান, শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

  নাসিক নির্বাচন

;

নদীতে ডুবে শিশুর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম কুষ্টিয়া
নদীতে ডুবে শিশুর মৃত্যু

নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে মো. জুনাইদ হোসেন সাদেক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাছের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশু জুনাইদ হোসেন সাদেক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর কামারপাড়া গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে। সে দক্ষিণ পশ্চিম ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু জুনাইদ হোসেন সাদেক রবিবার বিকেলে পার্শ্ববর্তী মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে তার খালা নাহারুল ইসলামের স্ত্রী সাগরিকার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালের দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে অসাবধানবসত পড়ে গিয়ে শিশুটি ডুবে যায়।

এর কয়েক ঘন্টা পর বাড়ির লোকজন ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃত শিশুকে নিজ গ্রামে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দৌলতপুর থানার ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  নাসিক নির্বাচন

;

কৃষিকে প্রসেসিং করে শিল্পায়নের দিকে নিয়ে যাবো: কৃষিমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

  • Font increase
  • Font Decrease

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে প্রসেসিং করে আমরা শিল্পায়নের দিকে নিয়ে যাবো।

সোমবার (২ অক্টোবর) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, একটি নতুন জাত উদ্ভাবন করতে ৭ থেকে ৮ বছরের মত সময় লাগে। সেটাকে কমিয়ে গ্রিনহাউস ব্যবহার করে ৩ থেকে ৪ বছরের মধ্যে নিয়ে আসতে হবে। কৃষিকে আমরা প্রসেসিং করে শিল্পায়নের দিকে নিয়ে যাবো। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বর্তমানে কৃষিবিদ এবং কৃষকদের সামাজিক মর্যাদা এবং গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি খাতে খুবই মনোযোগী। তিনি নিয়মিত কৃষি খাতে অর্থ বরাদ্দ থেকে শুরু করে সকল খোঁজখবর রাখেন।

কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে কৃষির গুরুত্ব ছিল এবং থাকবে। ২০০৮ সালে ভুট্টার উৎপাদন ছিল ছয় লাখ টন কিন্তু এ বছর ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লাখ টন। আমরা এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ বছর আমাদেরকে চাল আমদানি করতে হয়নি। সামনের দিনে আর চাল আমদানি করতে হবে না। চালের দাম এই মুহূর্তে কম রয়েছে।

তিনি আরও বলেন, আশ্বিন কার্তিক মাসেও চালের দাম কমের দিকে রয়েছে। অথচ বর্তমানে সারা বিশ্বে দাম বাড়ছে। ইউক্রেন এবং রাশিয়া থেকে গম আনা যাচ্ছে না। ভারত চাল রফতানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের সামনের দিনে আরও বেশি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহাজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম.পারভেজ তমাল, এসিআই এগ্রিবিজনেসেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।

  নাসিক নির্বাচন

;