আন্তর্জাতিক গণমাধ্যমে নুসরাত হত্যার রায়

  নুসরাত হত্যা


আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
আন্তর্জাতিক গণমাধ্যমে নুসরাত হত্যার রায়, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যমে নুসরাত হত্যার রায়, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। মামলার রায়ে চার্জশিটভুক্ত সকল আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাংলাদেশের গণমাধ্যমগুলো রায়ের খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে। 

চাঞ্চল্যকর এই মামলার রায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, দ্যা ডেইলি মেইল, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, কানাডার টিবিএস নিউজ, ভারতের এনডিটিভি, ফরাসি সংবাদ মাধ্যম এএফফি, অস্ট্রেলিয়ার এবিসি, দুবাইয়ের গালফ নিউজ, আমেরিকার দ্যা ব্রেকিং নিউজসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে হত্যা করায় ১৬ জনের ফাঁসি (Nusrat Jahan Rafi: Death penalty for 16 who set student on fire) শিরোনামে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তাদের প্রতিবেদনে বলা হয়, এই হত্যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আর দেশের মানুষ এর প্রতিবাদে রাস্তায় নামে। যার ফলে বাংলাদেশের একটি আদালত ১৬ জন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। ফাঁসির আদেশে নুসরাতের কলেজের অধ্যক্ষ ও তার দুই মেয়ে সহপাঠী রয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে। আর এই মামলার রায় খুব দ্রুত দেওয়া হয়েছে।

ভারতের এনডিটিভি শিরোনাম করেছে '16 Sentenced To Death In Bangladesh For Burning 19-Year-Old Woman Alive’। তাদের প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগ থানা থেকে প্রত্যাহার না করায় পুড়িয়ে হত্যা করা হয় নুসরাতকে। আর এজন্য ১৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের ওয়েবসাইটে রায়ের খবর প্রকাশ করেছে। বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড (Bangladesh sentences 16 to death over Nusrat Jahan Rafi murder) শিরোনামে খবরটি প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ জনের ফাঁসি (16 sentenced to death in Nusrat Jahan Rafi's murder) শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় কিশোরী নুসরাতকে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষসহ ১৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। 

   

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক : ইসরায়েল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, গাজার জনাকীর্ণ রাফাহ শহরে হামলা চালানো হলে ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে, তা খুবই হতাশাজনক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির পর ইসরায়েলের এই প্রথম প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলের সরকারি সম্প্রচারকেন্দ্র কান রেডিওকে বলেন, ‘এরকম কথা এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে শোনা কঠিন ও হতাশাজনক। তিনি সেই ব্যক্তি যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকে কৃতজ্ঞ ছিলাম।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, রাফাহতে হামলা চালানো হলে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও ভারী বোমা সরবরাহ বন্ধ করে দেবেন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বুধবার (৮ মে) বাইডেন বলেছেন, যদি ‘ইসরায়েল রাফাহতে অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করতে পারি না।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (৭ মে) রয়টার্সকে বলেন, ‘আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। ওই চালানে ২,০০০ পাউন্ড ওজনের ১,৮০০টি এবং ৫০০-পাউন্ড ওজনের ১,৭০০টি বোমা রয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কীভাবে এই চালান নিয়ে এগিয়ে যাবো সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিকল্প নিয়ে আলোচনা করছিলেন। তবে ওই আলোচনা এখনো চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি তেল আবিব।’

তিনি বলেন,‘যেহেতু ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, সে কারণে আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবিত চালান স্থানান্তরের বিষয়টি সাবধানে পর্যালোচনা করতে শুরু করেছি। এসব অস্ত্র ইসরায়েল রাফাহতে ব্যবহার করতে পারে।’

মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘সবচেয়ে ভারী ২,০০০-পাউন্ডের এসব বোমা ব্যবহারের উপর বিশেষভাবে সতর্ক ওয়াশিংটন এবং ব্যাপক জনঘনত্বের এই শহরে এসব বোমা ভয়ংকর প্রভাব ফেলতে পারে, যেমনটি আমরা গাজার অন্যান্য অংশে দেখেছি।’

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও ‘জেডিএএম’ নামে পরিচিত নির্ভুল বোমা কিট ব্যবহারসহ অন্যান্য অস্ত্র হস্তান্তর পর্যালোচনা করছে।

অন্যদিকে, মঙ্গলবার রাফাহ শহরে ট্যাংক পাঠিয়ে মিশরের সঙ্গে সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরায়েল। তবে হোয়াইট হাউস এর আগে বলেছিল, ‘ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল যে, এটি হবে একটি সীমিত অভিযান।’

  নুসরাত হত্যা

;

নির্বাচনের ফলাফল মেনে নেবেন না ট্রাম্প : বাইডেন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাবেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্স জানিয়েছে ট্রাম্পের বিষয়ে বুধবার (৮ মে) এ মন্তব্য করেন বাইডেন।

প্রসঙ্গত, ট্রাম্প ও বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন ফের মুখোমুখি হচ্ছেন। যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ খুব একটা উৎসাহী নয়।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেন, ‘আমি বলছি, তিনি মানবেন না। এটি খুবই বিপদজনক।’

এদিকে, বারবার আইনী চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরও ট্রাম্প জোর দিয়ে বলে যাচ্ছেন যে, তিনি ২০২০ সালের নির্বাচনে জিতেছিলেন। যদিও বিষয়টি তিনি প্রতিষ্ঠিত করতে পারেননি।

ট্রাম্পের ওই দাবির জবাবে বাইডেন বলেন, ‘তারা সুপ্রিম কোর্টসহ কতো আদালতে মামলা করেছেন? সকলেই বলেছে, নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে। এই হলো ট্রাম্প।’

নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে বাইডেন এসব কথা বলেন। গত সপ্তাহে ট্রাম্প এই রাজ্যে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।

উল্লেখ্য, বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রে তিনি এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘মার্কিন মিত্ররা আশা করছে তিনি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হবেন।’

  নুসরাত হত্যা

;

হামাসের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বুধবার (৮ মে) দাবি করেছে যে, তাদের সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, মোহাম্মদ আহমেদ আলীকে বুধবার বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস।

এদিকে হামাস সূত্র জানিয়েছে, ইরায়েল কর্তৃক হত্যার দাবি করা এই আলিু তাদের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্য।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি ভূখন্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজাসহ গাজা উত্যকায় যুদ্ধে আইডিএফের স্থলসেনাদের বিরুদ্ধে আক্রমনের জন্য দায়ী এই আলী।

উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলের বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে এবং আল-কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখন্ডের দিকে রকেট ছুঁড়ে আসছে।

গত রবিবার কেরেম শালোম ক্রসিংয়ে রকেট হামলার জন্য আল-কাসাম ব্রিগেডকে দায়ী করে ইসরায়েল বলেছে, ওই হামলায় ৪ সেনা নিহত হয়েছে।

অন্যদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ৩৪,৮৪৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

  নুসরাত হত্যা

;

পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানে ঘুমন্ত অবস্থায় ৭ জন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) পাকিস্তানের গোয়াদরের সুরবন্দরে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা নাপিত দোকানের কর্মীদের আবাসিক ভবনে ঢুকে ঘুমন্ত কর্মীদের ওপর গুলি চালায়। এত ৭ জন নিহত হয়, আহত হয় আরও একজন।

নিহতরা পাঞ্জাবের খানেওয়াল এবং লোধরান জেলার বাসিন্দা, এবং আহতরা মিয়া চান্নু, খানেওয়ালের বাসিন্দা।

ডনকে দেওয়া সাক্ষাৎকারে গোয়াদরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) জোহাইব মহসিন বলেছেন, ঘটনাটি ঘটেছিল আনুমানিক রাত ৩টায়, নিহতরা গোয়াদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুরবন্দরে একটি নাপিতের দোকানে কাজ করত।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

গোয়াদরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই মুহূর্তে বিষয়টি তদন্ত করছি, ধারণা করা হচ্ছে, তারা পাঞ্জাবি হওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। ঘটনার পর পুলিশ আহত ও নিহতদের মৃতদেহ গোয়াদর হাসপাতালে স্থানান্তরিত করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি গোয়াদরে শ্রমিকদের হত্যার নিন্দা জানিয়ে একে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানেরও ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী পিটিভি নিউজের এক্স-এ এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিন বলেছেন, এটি একটি কাপুরুষোচিত কাজ, আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করতে বদ্ধপরিকর।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া উল্লাহ লাঙ্গাউ বলেছেন, সন্ত্রাসীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

  নুসরাত হত্যা

;