পাকিস্তানি ডাক্তারদের উচ্চতর ডিগ্রি বাতিল করেছে সৌদি আরব



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি আরব সরকার পাকিস্তানের শত বছরের পুরনো স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম- এমএস (মাস্টার অব সার্জারি) ও এমডি (ডক্টর অব মেডিসিন) বাতিল করেছে।

এই স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বাতিল হওয়ার ফলে দেশটিতে কর্মরত শত শত পাকিস্তানি চিকিৎসক চাকরি হারিয়েছেন এবং তাদের অতিসত্বর সৌদি আরব ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ, ভারত, মিশর, সুদানের মতো দেশগুলোর এই ডিগ্রি বহাল রেখেছে সৌদি সরকার। ডিগ্রি বাতিল হওয়া চিকিৎসকরা সৌদি আরবে উচ্চ বেতনে কর্মরত ছিলেন।

এই সিদ্ধান্তের ফলে কয়েক শত দক্ষ ডাক্তারকে বেকার করে দিয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগ এখনো সৌদি আরবে অবস্থান করছেন।

পাকিস্তানের এমএস/এমডি ডিগ্রি প্রত্যাখ্যান করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে, এ ডিগ্রিগুলোতে কাঠামোগত প্রশিক্ষণ কর্মসূচির অভাব রয়েছে, যা গুরুত্বপূর্ণ পদে একজন ডাক্তার নিয়োগের জন্য বাধ্যতামূলকভাবে প্রয়োজন। সৌদি আরবের এ কঠিন পদক্ষেপের পরে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও একই ধরণের পদক্ষেপ নিয়েছে।

২০১৬ সালে অনলাইন আবেদনের মাধ্যমে করাচি, লাহোর ও ইসলামাবাদে ইন্টারভিউ নেওয়ার পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল সংশ্লিষ্ট ডাক্তারদের নিয়োগ দিয়েছিল।

চাকরি হারানো চিকিৎসকদের একজন গণমাধ্যমে বলেন, ‘এটি খুবই অস্বস্তিকর পরিস্থিতি আমাদের জন্য। সৌদি সরকার যেখানে পাকিস্তানের এমন ডিগ্রি বাতিল করেছে, অন্যদিকে ভারত, মিশর, সুদান ও বাংলাদেশ থেকে নেওয়া একই ডিগ্রি প্রোগ্রাম বহাল রেখেছে।’

পাকিস্তানে নিবন্ধিত এক  লাখ ১০ হাজার ডাক্তার রয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার বিদেশে চাকরি করেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই উচ্চ ডিগ্রি প্রোগ্রাম ত্রুটিপূর্ণ, যা চাকরি পেতে বাধ্যতামূলক প্রশিক্ষণের অভাব রয়েছে।

চাকরি হারানো চিকিৎসকরা তাদের দুর্দশার জন্য কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান (সিপিএসপি)-কে দোষারোপ করছেন।

সৌদি আরবের স্বাস্থ্য বিষয়ক কমিশন (এসসিএফএইচএস) জারি করা চিঠিতে বলা হয়েছে, পেশাদার যোগ্যতার জন্য আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। কারণটি হলো এসসিএফএইচএস বিধি মোতাবেক পাকিস্তান থেকে আপনার মাস্টার ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানের অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর মুখপাত্র ডা. আসাদ নূর মির্জা বলেছেন, ‘পাকিস্তানের অন্যতম প্রধান ডিগ্রি যোগ্যতার জন্য এটি একটি বিশাল ধাক্কা এবং অসম্মানের বিষয়।’

তিনি দাবি করেন, সিপিএসপি প্রতিনিধিরা সাম্প্রতিক সৌদি আরব ও কয়েকটি উপসাগরীয় দেশ সফরকালে সিপিএসপি-এর পৃষ্ঠপোষকতায় তৈরি এফসিপিএস যোগ্যতার একচেটিয়া বাজার বজায় রাখতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় কার্যক্রম সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপন করেছে।

ডা. আসাদ নূর মির্জা বলেন, ‘এই সংকটে শুধু বেকার ডাক্তারের সংখ্যাই বাড়বে না, পাকিস্তানও বিদেশি রেমিট্যান্সের বিশাল ক্ষতির মুখোমুখি হবে।’

ভুক্তভোগী চিকিৎসক ডা. আলী উসমান গণমাধ্যমে বলেন, ‘আমি লাহোরের জেনারেল হাসপাতাল থেকে প্রশিক্ষণ নিয়ে লাহোরের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছি। হঠাৎ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আমার ও আমার পরিবারকে প্রচণ্ড ধাক্কায় ফেলে আমার চাকরির চুক্তি বাতিল করে দিয়েছে।’

সরকারি পরিসংখ্যান অনুসারে, বর্তমানে পাকিস্তানের বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চার হাজার ৪৪০ জন স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকুরি করছেন। এর মধ্যে ১০২ জন সিনিয়র পদে অনুষদ সদস্য হিসেবে শিক্ষকতা করছেন।

   

জাবালিয়া শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৫



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বাড়ি ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

শনিবারের (১৮ মে) এই হামলা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্মিত জাবালিয়া শিবিরে আবাসিক বাড়ি এবং একটি আশ্রয় কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাবালিয়া শিবিরে বড় বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। হামলার পর সেখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছেছেন।

উল্লেখ্য, এই জাবালিয়া শিবিরে বেশ কয়েক দিন ধরেই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।

এদিকে, গাজার রাফাহতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে যৌথ চিঠি পাঠিয়েছে ১৩টি মিত্র দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ পাতার একটি চিঠিতে স্বাক্ষর করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলে দেন এবং একই সঙ্গে সে চিঠি জনসম্মুখেও প্রকাশ করেন।

ওই চিঠিতে বলা হয়েছে, আমরা রাফাহতে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

;

ভারতে বাসে আগুন লেগে নিহত ৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার (১৮ মে) একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ।

পাশ্ববর্তী পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আগুন লেগে তাদের ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন আহত হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়’ পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

;

পানি আনতে গিয়ে ইসরায়েলের হামলায় শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-ফালুজা এলাকায় পানি আনতে গিয়ে ইসরায়েলের গোলাবর্ষণে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।

শনিবার (১৮ মে) গনমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ১০ জন আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমরা ফালুজা এলাকাকে নিরাপদ মনে করে এখানে বাস্তুচ্যুত হয়েছিলাম। হঠাৎ করেই এই জায়গাটিতে ইসরায়েলিরা গোলাবর্ষণ শুরু করে। এ অবস্থায় আমরা এখন কোথায় যাবো তার নিশ্চয়তাও নেই।'

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর পর সেখানে রক্তের স্রোত তৈরি হয়েছে। এছাড়া যে জায়গাটিতে গোলা ছোড়া হয়েছে সেখানকার আশপাশের দোকানে শার্পনেলের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৫ হাজার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

;

তেলের ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি অপরিশোধিত তেল বহন করছিল।

এই হামলার খবর শনিবার (১৮ মে) নিশ্চিত করেছে মেরিটাইম সিকিউরিটি ফার্ম-অ্যামব্রে।

মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলার কথা উল্লেখ করে অ্যামব্রে জানিয়েছে, ‘জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়।’

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার খবর পেয়েছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’

সংস্থাটি বলেছে, ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।

;