দক্ষিণ কোরিয়ার দশ অজানা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
স্নেইল ফেস ম্যাসাজ, ছবি: সংগৃহীত

স্নেইল ফেস ম্যাসাজ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পূর্ব এশিয়াতে অবস্থিত দক্ষিণ কোরিয়া ‘রিপাবলিক অফ কোরিয়া’ নামেই পরিচিত। ৫১ মিলিয়ন জনসংখ্যা নিয়ে দেশটি বিশ্বের ২৭তম বৃহত্তম দেশ হিসেবে স্থান করে নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়ন আজ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করাই তার এবারের সফরের লক্ষ্য।

তবে এই লেখার আয়োজনটা একটু ভিন্ন। দেশটির কে-পপ ও কোরিয়ান সিরিয়াল আমাদের দেশেও সমানভাবে জনপ্রিয় হলেও, দেশটি সম্পর্কে অনেক তথ্যই আছে অজানা। তেমন দশটি অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।

১. প্রথমেই নাম দিয়ে শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে প্রচলিত তিনটি নাম বা নামের প্রথমাংশ হলো- কিম (Kim), লি (Lee) ও পার্ক (Park)। দেখা গেছে, দেশটির অন্ততপক্ষে ২০ শতাংশ মানুষের নাম কিম। এছাড়াও তাদের নাম লক্ষ করলে এই তিনটি নামের মাঝে কোন না কোন একটি অবশ্যই চোখে পড়বে। উদাহরণের জন্য খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। দেশটির প্রধানমন্ত্রীর নামটি খেয়াল করুন- লি নাক ইয়ন (Lee Nak-yeon).

২. দক্ষিণ কোরিয়ার পুরো জনসংখ্যার মাত্র ৩ শতাংশ ওবিস বা বাড়তি ওজনের অধিকারী। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ মানুষই ওবিস।

৩. মেকআপ মানেই সম্পূর্ণভাবে নারীদের অনুষঙ্গ। কিন্তু এই ধারণাটি দক্ষিণ কোরিয়াতে পাওয়া যাবে না। এই দেশটির অন্ততপক্ষে ২০ ভাগ পুরুষ নিয়মিত বিভিন্ন ধরনের মেকআপ পণ্য ব্যবহার করেন। হিসেব করে দেখা গেছে, যে পুরুষ প্রতিদিন মেকআপ পণ্য ব্যবহার করেন, তার পুরো বছরে মেকআপের পেছনে খরচ হয় প্রায় ৯০০ মার্কিন ডলার!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020757006.jpg

৪. জেনে বিস্মিত হবেন, দক্ষিণ কোরিয়ার এক-তৃতীয়াংশ নারীই অন্ততপক্ষে একবারের জন্য হলেও সৌন্দর্য বৃদ্ধি উপলক্ষ্যে ছুরি-কাঁচির নিচে নিজের চেহারা সমর্পন করেছে তথা প্লাস্টিক সার্জারি করেছে! আরও মজার বিষয় হলো, এটা মোটেও অপ্রচলিত কোন বিষয় নয়, বরং খুবই সাধারণ একটি প্রথা। এমনকি প্লাস্টিক সার্জারিকে খুব ভালোভাবেই এই দেশে গ্রহণ করা হয় ও এটা করার জন্য সবাইকে অনুপ্রাণিত করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020777432.jpg

৫. মেকআপের কথা তো উপরে বলা হলো, এবারে জানুন দক্ষিণ কোরিয়ার কে-বিউটি সম্পর্কে। দেশটির নারী-পুরুষ নির্বিশেষে সবার ত্বক অবিশ্বাস্য রকম সুন্দর। এর পেছনের কারণ হলো এই কে-বিউটি। তারা একেবারেই তাদের নিজস্ব বিউটি ব্র্যান্ডের পণ্য ও টেকনিক ব্যবহার করে ত্বকের পরিচর্যায়। যার মাঝে একটি হল- স্নেইল (শামুক) ফেস ম্যাসাজ। যা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বেশ শোরগোল পড়ে যায়। এবারে নিশ্চয় বুঝতে পারছেন তাদের সৌন্দর্যের রহস্য।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020792948.jpg

৬. দেশটিতে মদ ও মদ্যপান সম্পূর্ণ বৈধ। পাবলিক প্লেসে, সবার সামনে প্রকাশ্যে মদ্যপান করা যাবে, ক্যানড মদ কিনে বাড়ি ফেরা যাবে- এতে কোন বাধা নেই। দক্ষিণ কোরিয়ায় মদ্যপানের বহু পুরনো ও প্রাচীন অভ্যাস। সজু (Soju) হলো দেশটির সবচেয়ে জনপ্রিয় মদ্যজাতীয় পানীয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020806966.jpg

৭. কোরিয়ানদের মাঝে শুকর, গরু ও মুরগির মাংস খাওয়ার প্রচলনের পাশপাশি কুকুরের মাংস খাওয়ার প্রচলনও আছে। যদিও কোরিয়ার সকল প্রদেশে কুকুরের মাংস খাওয়া হয় না, কিন্তু এটা খাওয়া নিষিদ্ধও না।

৮. বিশাল পরিধির (৩৮,৬৯০ স্কয়ার মাইলস) এই দেশটিতে রয়েছে হাজারো বছরের ইতিহাস ও সংস্কৃতি। যার ফলে সময়ের হাত হাত ধরে গড়ে উঠেছে দেশটির বিভিন্ন দর্শনিয় স্থান। এখানে দারুণ একটা বিষয় হলো, দক্ষিণ কোরিয়ায় আছে ১২টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যার মধ্যে আছে চ্যাংডিওকগাং প্যালেস কমপ্লেক্স, জেভ্যু ভলকানিক আইল্যান্ড, লাভা টিউবস, দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গ্রাম হাহোয়ে ও ইয়াংডং।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020823668.jpg

৯. দক্ষিণ কোরিয়াতে টানা ১৪ দিন ধরে বরিইয়ংয়ে পালন করা হয় বাৎসরিক মাড ফেস্টিভ্যাল। সাধারণত জুলাইয়ের প্রথম সাপ্তাহিক ছুটি থেকে দ্বিতীয় সাপ্তাহিক ছুটি পর্যন্ত চলে এই উৎসব।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020838311.jpg

১০. কোরিয়ানদের নাম দিয়ে শুরু করা হয়েছিল, শেষও হোক নাম দিয়েই। নবজাতকদের নাম নির্ধারণের জন্য ৬০ শতাংশ দক্ষিণ কোরিয়ান পরিবার প্রফেশনালদের দ্বারস্থ হন। অর্থাৎ শিশুর নাম রাখার জন্য অর্থের বিনিময়ে প্রফেশনাল মানুষদের সাহায্য নিয়ে তবেই নাম ঠিক করেন।

 

 

   

জাবালিয়া শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৫



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বাড়ি ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

শনিবারের (১৮ মে) এই হামলা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্মিত জাবালিয়া শিবিরে আবাসিক বাড়ি এবং একটি আশ্রয় কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাবালিয়া শিবিরে বড় বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। হামলার পর সেখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছেছেন।

উল্লেখ্য, এই জাবালিয়া শিবিরে বেশ কয়েক দিন ধরেই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।

এদিকে, গাজার রাফাহতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে যৌথ চিঠি পাঠিয়েছে ১৩টি মিত্র দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ পাতার একটি চিঠিতে স্বাক্ষর করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলে দেন এবং একই সঙ্গে সে চিঠি জনসম্মুখেও প্রকাশ করেন।

ওই চিঠিতে বলা হয়েছে, আমরা রাফাহতে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

;

ভারতে বাসে আগুন লেগে নিহত ৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার (১৮ মে) একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ।

পাশ্ববর্তী পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আগুন লেগে তাদের ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন আহত হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়’ পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

;

পানি আনতে গিয়ে ইসরায়েলের হামলায় শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-ফালুজা এলাকায় পানি আনতে গিয়ে ইসরায়েলের গোলাবর্ষণে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।

শনিবার (১৮ মে) গনমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ১০ জন আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমরা ফালুজা এলাকাকে নিরাপদ মনে করে এখানে বাস্তুচ্যুত হয়েছিলাম। হঠাৎ করেই এই জায়গাটিতে ইসরায়েলিরা গোলাবর্ষণ শুরু করে। এ অবস্থায় আমরা এখন কোথায় যাবো তার নিশ্চয়তাও নেই।'

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর পর সেখানে রক্তের স্রোত তৈরি হয়েছে। এছাড়া যে জায়গাটিতে গোলা ছোড়া হয়েছে সেখানকার আশপাশের দোকানে শার্পনেলের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৫ হাজার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

;

তেলের ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি অপরিশোধিত তেল বহন করছিল।

এই হামলার খবর শনিবার (১৮ মে) নিশ্চিত করেছে মেরিটাইম সিকিউরিটি ফার্ম-অ্যামব্রে।

মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলার কথা উল্লেখ করে অ্যামব্রে জানিয়েছে, ‘জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়।’

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার খবর পেয়েছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’

সংস্থাটি বলেছে, ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।

;