আদালতের নির্দেশে পাসপোর্ট জমা দিলেন বলসোনারো



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর পাসপোর্ট জমা নিয়েছে। আল জাজিরা জানিয়েছে, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাসপোর্ট জমা দের এই কট্টর ডানপন্থী নেতা।

সরকার উৎখাতের চেষ্টায় ব্রাজিলের বিভিন্ন সরকারি ভবনে সমর্থকদের দিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় গত বছরের জানুয়ারিতে বলসোনারো ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি চালায় দেশটির পুলিশ।

দেশটির ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা ৩৩টি তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এ সময় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অপরাধে তদন্ত চলছিল।

মূলত ২০২৩ সালের ৮ জানুয়ারি প্রেসিডেন্ট প্রাসাদ, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট ভবনে বলসোনারোর সমর্থকদের তাণ্ডবের কারণে তল্লাশি অভিযান-পরোয়ানার এসব ঘটনা।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এসব তল্লাশি অভিযানের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি সন্দেহভাজন কয়েকজনকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন।

এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিচারপতি আলেকজান্দ্রে। এরপরই বলসোনারোর পাসপোর্ট জমা নেওয়া হয়।

বলসোনারোর আইনজীবী ও উপদেষ্টা ফাবিও ওয়াজনগার্তেন এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানান, সাবেক সেনা কর্মকর্তা ও ডানপন্থী রাজনীতিক জইর বলসোনারোর পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

যদিও বলসোনারো বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। হামলায় তিনি জড়িত নন।

ফোলহা দে সাও পাওলো সংবাদপত্রের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, তিনি অবিরাম নিপীড়নের শিকার হচ্ছেন।

চারজন সাবেক জেনারেলের বিরুদ্ধেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বলসোনারোর আমলের প্রতিরক্ষামন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়াল্টার বারগা নেত্তো ও বলসোনারোর উপদেষ্টা অগাস্তো হেলেনো।

এ ছাড়া বলসোনারোর লিবারেল পার্টির (পিএল) প্রধান ভ্লাদিমির কস্তা নেতোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, এসব অভিযানে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সেনা কর্মকর্তা। অন্যজন ফিলিপ মার্টিনস। তিনি বলসোনারোর আন্তর্জাতিকবিষয়ক সাবেক উপদেষ্টা।

   

বিয়ে করার জন্য ২ সপ্তাহের মুক্তি পেলেন হত্যা মামলার আসামি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হত্যা মামলার এক আসামিকে বাগদান ও বিয়ে করার জন্য দুই সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

রোববার ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর প্রকাশ করে জানায়, এর আগেও ওই ব্যক্তি প্যারোলে মুক্তি পেয়ে যথাসময়ে আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে দিল্লি হাইকোর্ট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাহুল দেবকে দুই সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন।

এ বিষয়ে বিচারপতি অমিত শর্মা বলেন, তার সামগ্রিক কাজ এবং এর আগে তিনি প্যারোলে মুক্তির পর সময়মতো আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সে কারণে বিয়ে করার জন্য তাকে দুই সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো।

রাহুল দেব চার সপ্তাহের প্যারোলে মুক্তি চাইলে উচ্চ আদালত তাকে দুই সপ্তাহের প্যারোলে মুক্তি দিতে রাজি হয়। আগামী ৩০ এপ্রিল আর্য সমাজ মন্দিরে রাহুল দেবের বিয়ে হওয়ার দিন ধার্য রয়েছে।

এর আগে হাইকোর্ট রাহুল দেবকে ২৯ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্যারোলে মুক্তি দিয়েছিল এবং ৬ মার্চ তিনি যথাসময়ে আদালতে আত্মসমর্পণ করেন। ২০১৪ সালে হত্যা মামলায় মিথ্যা তথ্য দেওয়া ও আলামত নষ্টের জন্য আদালত রাহুল দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি ১৪ বছর ৬ মাস ২৫ দিন ধরে মানডোলি জেলে বন্দি রয়েছেন। প্যারোল শেষে রাহুল দেবকে যথাসময়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

;

উপ-প্রধানমন্ত্রীর পদ হারানোয় থাই পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উপ-প্রধানমন্ত্রীর পদ হারানোয় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে রোববার (২৮ এপ্রিল) এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগের ঘোষণা দেন। দেশটির সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

থাই সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি জানার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

;

ইরাকে নতুন আইন, সমকামী সম্পর্কে জড়ালে ১৫ বছরের জেল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সমকামীতাকে 'অপরাধ' হিসেবে আখ্যা দিয়ে ইরাকের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এমন অপরাধের শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে এই আইনে। ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে ইরাকের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

গতকাল শনিবার (২৮ এপ্রিল) পাস হওয়া আইনটির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে। এতে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বানের হাত থেকে ইরাকি সমাজকে রক্ষা করা এ আইন পাসের উদ্দেশ্য।

এই আইনটি দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম দলগুলোর পৃষ্ঠপোষকতায় পাস হয়েছে।

আইনে বলা হয়েছে, যৌনবৃত্তি ও সমলিঙ্গের সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন কর্মকাণ্ডে জড়ালে ১০ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি যৌনবৃত্তি ও সমকামিতা প্রচারের জন্যও কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগে অবশ্য এই আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর তীব্র নিন্দার কারণে সেই আইন সংশোধন করে এখন ১৫ বছরের শাস্তির বিধান করা হয়েছে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটিকিউ রাইটস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর রাশা ইউনেস বলেছেন, ইরাকের পার্লামেন্টে এ আইন এলজিবিটিকিউ জনগণের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের শামিল এবং এতে মৌলিক মানবাধিকার ক্ষুন্ন হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই আইন পাস করা মানবাধিকার ও স্বাধীনতার জন্য হুমকি।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এই সংশোধনীকে বিপজ্জনক এবং উদ্বেগজনক উল্লেখ করে এক্সে লিখেছেন, ‘যিনি যেভাবে থাকতে চান, তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত। তাকে কারও লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।’

ইরাকের আইন প্রণেতা রায়েদ আল-মালিকি এএফপিকে বলেছেন, 'এই ধরনের কাজ থেকে সমাজকে রক্ষা করার জন্য এ আইনটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কাজ করবে।'

বর্তমান বিশ্বে ৬০টির বেশি দেশে সমকামিতাকে আইনত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে আওয়ার ওয়ার্ল্ড। সংগঠনটির হিসাবে, ১৩০টির বেশি দেশে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক বৈধ।

;

২ ইউক্রেনীয়কে হত্যার অভিযোগে জার্মানিতে রুশ নাগরিক গ্রেফতার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জার্মানিতে দুই ইউক্রেনীয়কে হত্যার অভিযোগে একজন রাশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক জার্মান শপিং সেন্টারে ছুরিকাঘাতের পর মারা যাওয়া দুই ইউক্রেনীয়কে হত্যার ঘটনায় ৫৭ বছর বয়সী একজন রাশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আপার বাভারিয়া সাউথ পুলিশ শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে, বাভারিয়ার মুরনাউ শহরের টেঙ্গেলম্যান সেন্টারের কাছে ৩৬ বছর বয়সী একজন ইউক্রেনীয় ব্যক্তি ছুরিকাঘাতের কারণে মারা গেছেন। দ্বিতীয় ইউক্রেনীয় ব্যক্তির বয়স ২৩ বছর। একই দিন স্থানীয় সময় সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় একটি হাসপাতালে মারা যান।

সন্দেহভাজন ব্যক্তিকে তার বাড়িতে গ্রেফতার করা হয় তবে কিসের ভিত্তিতে সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট নয়।

;