পল্টনে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-08 20:05:54

স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। শুক্রবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

‘এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪’- নামের এই আসরটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন। এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মোল্লাহ্, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরী এবং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের কর্মকর্তাগণ।

উদ্বোধনী দিনে আজ নিম্নবর্ণিত খেলাগুলো অনুষ্ঠিত হয়:
বালক বিভাগ:

১) সানিডেইল ০৫-০৩ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পরাজিত করে।
২) নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ০৬-০২ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
৩) মডেল একাডেমি ১০-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।
৪) সাউথ ব্রীজ স্কুল ১২-০০ গোলে খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
৫) আইডিয়াল স্কুল, মতিঝিল ০৮-০২ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
৬) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ০২-০০ গোলে আইডিয়াল স্কুল, মুগদাকে পরাজিত করে।
৭) সাউথ পয়েন্ট স্কুল ০৬-০৩ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
৮) মডেল একাডেমি ০৫-০৪ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুলকে পরাজিত করে।
৯) বিএএফ শাহীন কলেজ ০৬-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।

বালিকা বিভাগ:

১) সানিডেইল ০৯-০১ গোলে আইডিয়াল স্কুল, বনশ্রীকে পরাজিত করে।
২) শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ০৯-০০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
৩) ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১৮-০১ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করে।
৪) বিএএফ শাহীন কলেজ ০৯-০৮ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে পরাজিত করে।
৫) আইডিয়াল স্কুল, মতিঝিল ০১-০১ গোলে আইডিয়াল স্কুল, বনশ্রীর সাথে ড্র করে।
৬) কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ০৭-০০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।

এ সম্পর্কিত আরও খবর