তাসকিনের প্রশংসায় মুশফিক

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 08:19:59

অফ ফর্ম ও ইনজুরি তার ক্যারিয়ার থেকে মূল্যবান কিছুটা সময় কেড়ে নিয়েছে। ২০১৮ সালটা ভাল কাটেনি। তবে স্বস্তির খবর সব সামলে আবারো ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে সেই চেনা ছন্দের দেখা মিলল। বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে তার দাপটেই পথ খুঁজে নিয়েছে সিলেট সিক্সার্স। তুলে নেয় ৫ রানের দারুণ এক জয়।

মিরপুরের শেরেবাংলায় অনুষ্ঠিত ম্যাচে পেসার তাসকিনের বোলিং ফিগারটা ছিল এমন- ৪-০-২৮-৪! জাতীয় দলের সতীর্থদের এমন প্রত্যাবর্তনে খুশি প্রতিপক্ষের ক্রিকেটার মুশফিকুর রহিম। বুধবার লড়াই শেষে চিটাগংয়ের এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, ‘ইনজুরি থেকে ফিরেছে, গত ম্যাচেও খারাপ করেনি। আজ তো খুবই ভাল বল করেছে। আমাদের স্থানীয় যারা ভাল খেলবে এটা তো অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভাল দিক।’

অবশ্য স্থানীয় ক্রিকেটাররা এবারের বিপিএলে তেমন ভাল খেলতে পারছেন না। তাদের ছাপিয়ে আলোচনায় বিদেশিরা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নিতে পারে, এ প্রসঙ্গে মুশফিক বলছিলেন, ‘যারা বাইরে আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে যে কোন একটা দল করতেও সহজ হয়। আমার মনে হয় এটা নিয়ে তারা চিন্তা করছেন। আমাদের একটা প্রস্তাবও ছিল, নিজেদের মধ্যেও কথা হচ্ছিল। প্রিমিয়ার লিগের সেরা ছয় বা আট দল নিয়ে যদি একটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারি তাহলে অবশ্যই ক্রিকেট অনেক লাভবান হবে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত দর্শক খরা চলছেই। গ্যালারি ফাঁকা। অথচ মাঠে তারকা ক্রিকেটারের কমতি নেই। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা এসে আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছেন। মুশফিক সবাইকে মাঠে এসে খেলা দেখার অনুরোধই রাখলেন।

চিটাগং ভাইকিংসের অধিনায়ক বলছিলেন, ‘এখন মোবাইলে লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে দেখতে পারে। আগে যখন আবাহনী-মোহামেডানের খেলা হতো তখন কোথাও দেখার সুযোগ থাকত না। তখন অনেক দর্শক হতো। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো- এত বড় বড় প্লেয়ার আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন।’

মিরপুরের উইকেট এবারো আলোচনায়। এখানে রান তুলতে সংগ্রাম করতে হচ্ছে। যদিও মুশফিকের উইকেট নিয়ে অভিযোগ নেই। একইভাবে তার বিশ্বাস চিটাগং ভাইকিংসও এই ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরবে।

এ সম্পর্কিত আরও খবর