বৃষ্টিতে ভেস্তে গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-07 14:18:05

ঢাকায় চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে প্রথম দিন থেকেই নিম্নচাপের কারণে বাঁধা এসেছে খেলায়। প্রথম দিনের বেশিরভাগ সময় খেলা চলেছে ফ্লাডলাইটের আলোয়। তবে শেষের দিকে আলোক স্বল্পতার সমস্যায় বেশি হওয়ায় ১১ ওভার আগেই ঘোষণা হয় স্টাম্পস। এবার দ্বিতীয় দিনে এলো বৃষ্টির বাঁধা। সকাল থেকে শুরু হওয়া পর্যন্ত এখন পর্যন্ত না থামলে শেষ পর্যন্ত ঘোষণা আসে পরিত্যক্তের।

স্বাভাবিক সময়ে সবকিছু ঠিকঠাক থাকলে চা বিরতিতে যাওয়ার আগে দুপুর ১টা ৫৪ মিনিটে আসে পরিত্যক্তের ঘোষণা। 

আনুমানিক দুপুর ১টার দিকে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ম্যাচ আম্পায়াররা। তার ঘণ্টা পেরোনোর আগেই দিন পরিত্যক্তের ঘোষণা দেয় ম্যাচ অফিশিয়ালস।

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে কিউই পেসারদের বেশ দেখেশুনেই খেলতে  থাকেন স্বাগতিক দলের ওপেনাররা। তবে বিপত্তি আসে স্পিনার আক্রমণ এলেই। প্রথম সেশনের শুরুতে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শেষ দিকে নাজমুল হোসেন শান্তর দল হারায় আরও চারটি উইকেট। 

বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ উইকেট, শরিফুল ইসলামকে আউট করেন নিউজিল্যান্ডের অধিনায়ক পেসার টিম সাউদি। এবং মুশফিক আউট হন বিরল ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এ। বাকি আট উইকেটই নিয়েছেন তিন স্পিনার মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস ও অ্যাজাজ প্যাটেল। 

তৃতীয় সেশন শুরুর নবম ওভারে (৬৬ ওভার ২ বল) ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানের স্বল্প পুঁজিতেই থামেন শান্তরা। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। 

তবে কিউই ব্যাটারদেরও পড়তে হয়েছে সেই একই জুজুতে, স্পিন অ্যাটাক। শুরুতে কিউই ওপেনার কিছুটা আগ্রাসী দেখা যায়। ব্যাট হাতে তারা রানের খাতা খুলেন ছক্কা হাকিয়ে। তবে ষষ্ঠ ওভারেই পাল্টে যায় চিত্র। শুরুর ৩০ রান যোগেই সাজঘরে ফেরেন। এরপর আলোক স্বল্পতার ১১ ওভার আগেই স্টাম্পস ঘোষণা করেন আম্পায়াররা। সেখানে ১২ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড। ১২ রানে অপরাজিত আছেন ড্যারিল মিচেল। ১১৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।  

মিরাজ নেন তিনটি ও তাইজুল ইসলাম এখন পর্যন্ত নিয়েছেন দুইটি উইকেট। 

প্রথম দিন আলোক স্বল্পতার কারণে দিন শেষের কিছুটা সময় আগেই ঘোষণা হয় স্টাম্পস। এতে দ্বিতীয় দিনের খেলা কিছুটা এগিয়ে ৯টা ১৫ মিনিটে নির্ধারণ করে ম্যাচ অফিশিয়ালস। তবে বৃষ্টির কারণে মাঠে গড়াল না একটি বলও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে একই সময়েই। 

এ সম্পর্কিত আরও খবর