বিশ্বকাপ খেলাটা ভাগ্যের ব্যাপারঃ তানজিদ তামিম



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। সেখানে নিজের ছোটবেলার, বর্তমানের এবং দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।

তামিমের পরিবার তাকে নিয়ে খুব গর্বিত, এমনটা বলে নিজেই আনন্দমাখা হাসি হেসেছেন তিনি- ‘আমার বাবা-মা, পরিবার এবং বন্ধুবান্ধবরা আমাকে নিয়ে গর্ববোধ করে। এটা অনেক আনন্দের।‘

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল, তিনি ওপেনিং ব্যাটার ছিলেন, তানজিদ তামিমও একই পজিশনে খেলেন। সিনিয়র তামিমের নাম থেকেই কি তার নামকরণ করা হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার দাদা আর দাদি মিলে আমার এই নামটা দিয়েছেন, তখন তারা আসলে এই জিনিসটা ভেবে দেয়নাই।‘

নিজের শৈশব ও কৈশোরকাল প্রসঙ্গে বলেছেন তামিম, ‘সব বাবা-মা চায় তার ছেলে পড়াশোনা করে ভাল কিছু হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা-মাও সেই স্বপ্নটাই দেখেছিল। গ্রাম থেকে তাই শহরে নিয়ে আসছিল পড়াশোনার জন্য। খেলাধুলার প্রতি ঝোঁক ছিল, তাই পড়াশোনার পর বাকি সময়টা আমি মাঠে খেলা করে কাটিয়েছি। আমি জানিনা কিভাবে কি হইসে বাট ছোটবেলায় খেলাধুলার ওই নেশাটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে।‘

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের অংশ হওয়াটা তামিমের জন্য অত্যন্ত গর্বের। এ সম্পর্কে তিনি বলেন, ‘যখন আমরা ওয়ার্ল্ডকাপ জিতি সেটার মধ্যে অন্যরকম ফিলিংস আছে, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতাটা সবচেয়ে গর্বের। ওয়ার্ল্ডকাপ খেলাটাও একটা লাকের ব্যাপার। আমি অনেক লাকি ছিলাম যে খেলতে পারসি।‘

নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে তামিম মাঠে নামেন না। তবে প্রতি ম্যাচেই তার ইচ্ছা থাকে নিজের সর্বোচ্চটা দিয়েই সে ম্যাচে পারফর্ম করা, ‘আমি কখনো সেরকম গোল সেট করিনা। ম্যাচ বাই ম্যাচ খেলার ট্রাই করি। সামনেও চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ আগানোর এবং প্রত্যেক ম্যাচেই নিজের বেস্টটা দিয়ে টিমকে ভাল কিছু কন্ট্রিবিউট করার।‘

বিশ্বকাপের আগে আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করব: জ্যোতি 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে। আগামী অক্টোবরে শুরু হবে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইটি। ঠিক আগেই এখন চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপ। সেখানে শিরোপা পুনরুদ্ধারের মিশনটা সেমি-ফাইনালে এসে শেষ করল জাহানারা-জ্যোতিরা। আসরের প্রথম সেমিতে শুক্রবার ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। দলীয় ব্যাটিং ব্যর্থতায় ভারতের সামনে নিগার সুলতানা জ্যোতির দল লক্ষ্যটা দিয়েছিল স্রেফ ৮১ রান। যা অনায়াসেই তুলে নেয় হারমানপ্রীত করের দল। 

ভারতের বিপক্ষে মুর্শিদা-জ্যোতিদের এই ব্যাটিং ব্যর্থতা চলছে দীর্ঘদিন ধরেই। তবে আসছে বিশ্বকাপের আগে এই ব্যাটিং দুর্দশাসহ বাকি ভুলগুলোও শুধরে নিতে যায় জ্যোতিরা। 

ভারতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্রেফ ৮০ রান তুলেছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ১১ ওভারেই পৌঁছে যায় ভারত, কোনো উইকেট না হারিয়েই। আসর থেকে এমন হতাশাজনক বিদায়ের পর 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘তারা (ব্যাটাররা) ভালো ইনিংস খেলতে সক্ষম। তবে ভারতের বিপক্ষে ব্যাপারগুলো ভিন্ন ছিল। আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে। কারণ সেখানেই আমরা হেরে যাচ্ছি। বিশ্বকাপের আগে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’

গতকালের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয়েছিল টপ-অর্ডারেই। এবং সেখানেই মানসিকভাবে পিছিয়ে পড়ে বলে জানান জ্যোতি। ‘আমরা মূলত কি চেয়েছিলাম সেটাই বুঝতে পারিনি। পাওয়ারপ্লেতে অনেক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। টপ অর্ডাররা যখন রান না করে, দলের পক্ষে তখন রান তোলা কঠিন হয়ে যায়। এটা মানসিক ব্যাপার।’

;

শরিফুল উজ্জ্বল ও সাকিবের নিষ্প্রভ দিনে হারল বাংলা টাইগার্স 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় বল হাতে শরিফুল ইসলামের শুরুটা হলো অসাধারণ। এর আগে অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেললেও কানাডার এই টুর্নামেন্টের এটি ছিল শরিফুলের প্রথম ম্যাচ। সেখানে ইনিংসে প্রথম ওভারেই পড়ল বোলিংয়ে ডাক। নেতৃত্বে আবার তারই স্বদেশী সাকিব আল হাসান। সব মিলিয়ে চাপটা কিনা একটু বেশিই ছিল! প্রথম বলটিই দিয়ে বসলেন ওয়াইড। তবে সেখান থেকে দারুণভাবে ফিরে করলেন মেইডেন ওভার। পরে নিলেন একটি উইকেটও। তবে শরিফুলের এই মিতব্যায়ী দিনে ব্যাটে-বলে দুইয়েই নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। 

দুই স্বদেশীর ব্যতিক্রম এই পারফর্মের দিন তাদের দলও অবশ্য সুবিধা করতে পারেনি তাদের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের কাছে ৩৩ রানে হারে বাংলা টাইগার্স মিসিসাগার। 

গতকাল ব্রাম্পটনে আসরের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৮৯ রান তোলে মন্ট্রিয়েল। 

চ্যালেঞ্জিং সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ একপ্রান্ত আগলে এগোতে থাকলেও আরেক প্রান্তে ব্যাটাররা ছিল যাওয়া-আসার মধ্যেই। তিনে নেমে সাকিব ফেরেন কেবল ৩ রান করে। পরে দলীয় সর্বোচ্চ ৩৯ বলে ৬৪ রান করে গুরবাজ ফেরার পর আরও কেউ দাঁড়াতেই পারেননি। জয়ের জন্য তখন ৫৫ বলে ৯৩ রান প্রয়োজন ছিল সাকিবদের, উইকেট হাতে ছিল ৭টি। তবে ইফতিখার আহমেদের ২৪ বলে ২৮ রান বাদে বাকি সবাই ফিরেছেন এক অঙ্কের ঘরেই। এতেই ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলা টাইগার্স। 

এদিকে এর আগে ব্যাট করতে নেমে অ্যাশটন অ্যাগার ও দিলপ্রীত বাজওয়ার সমান ৪১ ও টিম সেইফার্টের দলীয় সর্বোচ্চ ৪৩ রানের চড়ে ১৮৯ রানের ভালো সংগ্রহ পায় মন্ট্রিয়েল। এদিকে ২২ বলে ৪০ রানের এক দারুণ ক্যামিও খেলেন বেন মানেনতি। এতে কেউ ফিফটির দেখা না পেলেও ৪০-ঊর্ধ্বে রান করেছেন চার ব্যাটার। 

সেখানে বল হাতে বাংলা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডেভিড ভিসা। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে শরিফুল নেন ১ উইকেট। তবে চার ওভারে ৩০ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটশূন্য।  

;

ছবির দেশে, কবিতার দেশে অলিম্পিকের রোশনাই



নেয়ামত উল্লাহ
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্যারিস। স্থানীয় উচ্চারণে ‘পাগি’। শহরটার কথা শুনলে আপনার চোখে কী ভেসে ওঠে? আইফেল টাওয়ার? ল্যুভ মিউজিয়াম? 

শেষ কিছু দিনে এ দুই স্থাপনার আশপাশ দিয়ে হেঁটে গেলেও আপনি দেখতে পাবেন তাদের গায়ে একটা লোগোর উপস্থিতি। পাঁচ রঙা পাঁচটা বৃত্ত একে অপরকে জড়িয়ে। এ চিহ্নটাও আপনি চেনেন। অলিম্পিকের চিহ্ন এটা। দুয়ের মিশেল নিরবে জানান দিচ্ছিল, প্যারিসে আসছে অলিম্পিক। 

প্যারিসকে বলা হয় সারাবিশ্বের শিল্পের রাজধানী। কবিদের, শিল্পিদের দেশ নাকি থাকে দুটো, একটা তার মাতৃভূমি আরেকটা এই প্যারিস। আপোলিনিয়নেয়ার, মোপাসা, শার্ল বোদলেয়ার, ভিক্টর হুগোদের শহরে, দেশে ঘুরে সুনীল গঙ্গোপধ্যায় যার নাম দিয়েছিলেন ‘ছবির দেশ, কবিতার দেশ’। সে ছবির দেশে, কবিতার দেশে অলিম্পিক ২০২৪ বোধিত হলো গত রাতে। সেখানেও স্বকীয়তা রইল। রোশনাই ছড়িয়ে, জমকালো সব আয়োজনে অলিম্পিকের আবাহন ঘোষিত হলো সেন নদীর পাড়ে। 

শেষ বার এই প্যারিস যখন অলিম্পিক আয়োজন করেছে, তখন আর এখনকার বিশ্বের চেহারা পাশাপাশি ধরলে চেনাই যাবে না। মাঝে একটা প্রলয়ঙ্করী মহাযুদ্ধ দেখে ফেলেছে পৃথিবী, একটা স্নায়ুযুদ্ধের দেখা মিলেছে, পরাশক্তি ভেঙে নতুন কতশত দেশ হয়েছে, মানুষের দিনযাপনে যুক্ত হয়েছে কতশত প্রযুক্তি… তার মাঝেও প্যারিস রয়ে গেছে তার আগের মোহনীয় চেহারাতেই। শিল্পগুণের বিচারে আলাদা কদর ছিল এই শহরের। এতটাই যে শাসকদের (পড়ুন ‘আগ্রাসক’) যুদ্ধ মানসিকতাও এতে বিন্দুমাত্র ছেদ ফেলতে পারেনি। একটা মহাযুদ্ধেও তাই সসম্মানে অক্ষত রয়ে গেছে প্যারিস। 

শেষ অলিম্পিকটা এখানে হয়েছিল ১৯২৪ সালে। সে অলিম্পিকের সময় চার্লস কস্তের বয়স ছিল মাসতিনেক। এরপর তিনি বড় হয়ে ফ্রান্সকে অলিম্পিক সোনা এনে দিয়েছেন। ঢুকেছেন ইতিহাসের পাতায়। ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ীদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তিটি এখন তিনি। ২০২৪ সালে এসেও তিনি জানান দিয়েছেন নিজের উপস্থিতি। হুইল চেয়ারে করে এলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর তার হাত থেকে নিয়ে জ্বালানো হলো অলিম্পিকের মশাল। তার আগে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান স্তাদ দে ফ্রান্স থেকে মশাল দৌড় নিয়ে বেরিয়েছিলেন। তাই এসে শেষ হয় কস্তের হাত হয়ে। 

সেন নদী ধরে একের পর এক কন্টিনজেন্ট এসে হাজির হয়েছে অনুষ্ঠানে। অলিম্পিকের জন্মভূমি গ্রীস, এরপর শরণার্থীদের দল নৌকায় করে এসেছে শুরুতে। তার পর থেকে বর্ণানুক্রমিকভাবে একে একে সব দেশ এলো অনুষ্ঠানটাতে। 

ফ্রান্স অবশ্য শুধু ছবির দেশ কবিতার দেশই নয়। এখানে নেপোলিওন, জন অফ আর্কের মতো মানুষদেরও তো উপস্থিতি ছিল সরবে। প্রায় ৬ শতক পর জন অফ আর্ককেও ফিরিয়ে আনা হলো গত রাতে। না জন অফ আর্ক নিজে নন, তার সাজে একজন এলেন অনুষ্ঠানে। রুপালি পোশাক গায়ে চড়িয়ে, রুপালি হুডিতে মুখ ঢেলে ধাতব ঘোড়ার পিঠে চড়ে সেন নদীর ওপর দিয়ে এলেন তিনি। পিঠে থাকা অলিম্পিকের পতাকাটা অর্পণ করলেন মঞ্চে।

এ অনুষ্ঠানে গতকাল সেলিন ডিওন এসেছিলেন। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসমাগমে পারফর্ম করেন তিনি। তার আগে পরে লেডি গাগা, আয়া নাকামুরাদের মতো বিশ্ববরেণ্য শিল্পীরাও এসে মাতিয়েছেন মঞ্চ। তার আগে পরে সেন নদীর আশেপাশে বাসার ছাদও দেখেছে নৃত্যশিল্পীদের নান্দনিক সব নাচ।

প্যারিসের সৌন্দর্য্যের কারণে এবারের অলিম্পিক নান্দনিকতার পরাকাষ্ঠা আগে থেকেই ছিল। গত রাতে যখন এখানে যখন শিল্প আর ইতিহাসও এসে যুক্ত হলো, তা যেন নতুন মাত্রাই পেয়ে গেল। শিল্পের সঙ্গে বৃষ্টির যেন কোথায় একটা যোগ আছে। গতকাল প্যারিসের আকাশ কেঁদে জানান দিল, এবারও সে যোগটা টুটে যায়নি একটু। 

অলিম্পিকের নিজেরও অবশ্য একটা উদ্দেশ্য আছে। সেটা গোটা বিশ্বকে এক সূত্রে গাঁথা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে সেটা জানালেন আরও একবার। শুধু কথায় নয়, কাজেও সেটা করার চেষ্টা করেছে আইওসি। ৫২৫০ জন প্রতিযোগী এবার খেলছেন অলিম্পিকে, অর্ধেক তার নারী, অর্ধেক তার পুরুষ। ইতিহাসে এমন সাম্য আর কখনো দেখা যায়নি অলিম্পিকে। 

আলোর রোশনাইয়ের নিচে অন্ধকারও ছিল বৈকি। এ অনুষ্ঠানের কিছুক্ষণ আগে প্যারিসের রেলে দুর্বৃত্তদের হামলা আয়োজনটাকে প্রশ্নবিদ্ধ করেছিল। নিরাপত্তা নিয়ে প্রশ্ন অ্যাথলেটরাও তুলেছেন। তবে তীব্র নিরাপত্তার জালে ঢেকে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানটাকে ভালোভাবে শেষ করেছেন আয়োজকরা। 

এ অনুষ্ঠানের মতো এখন বাকি টুর্নামেন্টটাও এমনই অনিন্দ্য সুন্দরভাবে শেষ হোক, আয়োজকরা নিশ্চয়ই তাই চাইবেন।

;

অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ ইরাকের বিপক্ষে নামবে আর্জেন্টিনা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চরম নাটকীয়তার ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে প্যারিস অলিম্পিকে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। এতেই কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিতে আজকের (শনিবার) ম্যাচে কার্যত জিততেই হবে আলবিসেলেস্তেদের। এই বাঁচা-মরার লড়াইয়ে আলভারেস-ওতামেন্দিরা নামবে এশিয়ান দল ইরাকের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 

গ্রুপ ‘বি’-তে ইউক্রনকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে আছে ইরাক। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মরক্কো। আর্জেন্টিনার অবস্থান এই মুহূর্তে তিনে। এতেই আজকের ম্যাচের হারলে প্যারিস অলিম্পিক থেকে হাভিয়ের মাসচেরানোর বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। 

বুধবারে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্তিয়ান মেদিনা। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটা হয়েছে ২-২ ব্যবধানের ড্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও জানিয়ে দেয় একই ফলাফল। তবে ২ ঘণ্টা পর বাতিল হয় মেদিনার গোলটি এবং ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মরক্কো। 

এদিকে অলিম্পিকে একের পর এক শিরোনাম বিদ্ধ হচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আলবিসেলেস্তেদের কোচ মাসচেরানো জানান, মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চুরি ও ডাকাতির ক্ষপরে পড়েছিল তার দল। এতে অনেক মুল্যবান জিনিসসহ অর্থও খোয়া গেছে। 

মাঠে হোক কিংবা মাঠের বাইরে প্যারিস অলিম্পিকে কিছুটা আলোচিত সময় পার করছে আর্জেন্টিনা। তবে সব ছাপিয়ে আপাতত তাদের নজর কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিতেই। 

;