ফিফটির পরই ফিরলেন সাকিব

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-06 17:50:28

পাওয়ারপ্লেতেই ৪ উইকেট খুইয়ে বসেছিল বাংলাদেশ। তাতে অল্পেতেই গুটিয়ে যাওয়ার শঙ্কাও চেপে বসেছিল দলে। তবে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ব্যাটে সে শঙ্কা দূর হয়েছে। সাকিব আল হাসান পেয়ে গেছেন এবারের এশিয়া কাপে নিজের প্রথম ফিফটির দেখাও। তাতে লড়াকু পুঁজির আশাও দেখছিল বাংলাদেশ। তবে এরপরই ফিরলেন তিনি। 

দল দ্রুত উইকেট খোয়ালেও সাকিব শুরু থেকেই ছিলেন সপ্রতিভ। তার ব্যাট চলেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে। স্ট্রাইক রেটটাও তাই কখনো নামেনি ৯০ এর নিচে।

তবে বারদুয়েক ভাগ্যের সহায়তাও পেয়েছেন সাকিব। নাসিম শাহর এক ওভারেই দুটো। প্রথম বলে টপ এজড হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল পাঠিয়েছেন। সে ওভারেই নাসিমকে ফিরতি ক্যাচ দিয়ে দিয়েছিলেন। তবে ক্যাচটা শেষমেশ ধরতে পারেননি তিনি। ৩২ রানে থাকা সাকিব যে যাত্রায়ও বেঁচে ফেরেন।

এরপর ফিফটিটাও তুলে নেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ৫৪তম আর আন্তর্জাতিক ক্রিকেটের ৯৭তম বারের মতো ৫০ ছুঁয়ে ফেলেন তিনি।

এরপরই ছন্দপতন। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন তিনি। ফেরেন ৫৩ রানে। ভাঙে মুশফিকের সঙ্গে তার ১০০ রানের জুটি।

এ সম্পর্কিত আরও খবর