এ জয় যেন পুরো বাঙালি আর্জেন্টাইন সমর্থকদের জয়!

ফুটবল, খেলা

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 22:59:37

কাতার বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম আর্জেন্টিনা ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর নিজেদের ঘরে বিশ্বকাপ তুলেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ে বাঁধ ভাঙা আনন্দে ভাসছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচে খেলার শেষে রেফারির বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বাঁধ ভাঙা বিজয় উল্লাসে ফেটে পড়েন।

কেউ স্লোগান দিতেন থাকেন, কেউ বা মেসি-মেসি বলে উচ্চ স্বরে চিৎকার করছেন। কেউবা ব্যান্ডের তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে। অনেকে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে শোডাউনও দিতে দেখা গেছে, কেউ কেউ মেসির অবয়বে ফুলের মালা পড়িয়ে আনন্দে মেতে উঠেছেন।

এর আগে, সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবলপ্রেমী সমর্থকরা রাজধানীর দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেন। কেউ গায়ে জার্সি গায়ে, কেউ গালে সহ শরীরে বিভিন্ন অংশ সমর্থনকারী দলের পতাকা জড়িয়ে।

ফাহাদ রহমান নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, আমার তীব্র বিশ্বাস ছিল, এবারের বিশ্বকাপ আমাদের ঘরেই উঠবে। শেষ অবধি তাই হলো।

আরেক সমর্থক আনিশা রহমান বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলা অত্যন্ত সুনিপুণ ও সুচারু ছিল। বলা চলে এক ধরনের শৈল্পিক খেলা শুধু আর্জেন্টিনারাই খেলা!

এ সম্পর্কিত আরও খবর