আবরারের হত্যাকারীরা ‘জানোয়ার’: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 03:44:37

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ক্ষোভ প্রকাশ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আবরার ফাহাদের হত্যাকারীদের আমি জানোয়ার বলি।’

তিনি বলেন, ‘মত প্রকাশের জন্য একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এটা আমাদের হাজার বছরের সভ্যতার ওপর আঘাত হেনেছে। দেশের মানুষের ঐতিহ্যের ওপর আঘাত করেছে। স্বাধীনতার অর্জনের ওপর আঘাত হেনেছে। সংবিধানের ওপর আক্রমণ হয়েছে। কারণ আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘পরাধীন আমলে যে সব ঘটনা ঘটেছে, সে সব ঘটনা এখন ঘটছে। এটা আমরা ভুলেও কল্পনা করতে পারিনি। সবাই ঝুঁকি নেন। উচিত কথা বলেন। দেশ বাঁচাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে হবে। কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলল। যারা হত্যা করেছে, তাদের আমি জানোয়ার বলি। সব ধরণের সন্ত্রাস বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের অর্জনকে ধরে রাখতে হবে। এখন দলমত নির্বিশেষে সবাইকে একমত হতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীন, অভিজ্ঞ ও নীতিবান ব্যক্তিদের দিয়ে আবরার হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।’ প্রয়োজনের বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও গণফোরামের নেতা মোকাব্বির খান, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর