ক্ষমতায় থাকার জন্যই বাংলাদেশে আ.লীগের সৃষ্টি: ফারুক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-10 13:43:29

শুধু ক্ষমতায় থাকার জন্যই বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা এ সরকারের কানে যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা সরকারের কানে যায় না। বাংলাদেশে গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়লো কিনা সেদিকে সরকারের কোনও নজর নেই। কিভাবে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকবে সে বিষয়ে এ সরকার অত্যন্ত চতুর।

শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) কর্তৃক আয়োজিত ‘অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,শহীদ চৌধুরী এ্যানিসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ চায়, দলীয় সরকারের অধীনে যাতে কোনো নির্বাচন না হয়। যে নির্বাচন মানুষ গ্রহণ করে না, যে নির্বাচন মানুষ অংশগ্রহণ করে না, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সে নির্বাচনে আপনারা (আওয়ামী লীগ) ভোটের কেন্দ্রগুলো জোর করে দখল করে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক আপনারা (আ.লীগ) সৃষ্টি করেছেন, ২০১৪, ১৮ ও ২০২৪ এর কলঙ্কের জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো গত ১৫ বছর। লাখ লাখ বিএনপির নেতাকর্মীকে জেলে বন্দী করে রাখা হয়েছে, বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। এ প্রশ্নের জবাব আপনি (শেখ হাসিনা) দিতে পারবেন না। আজকে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা কি অন্যায় করেছে? এর জবাব আপনি (শেখ হাসিনা) দিতে পারবেন না।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি করে বলেন, বিএনপিকে খেসারত দিতে হবে? আমি আপনাকে বলতে চাই, খেসারত আপনাদেরকে দিতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন আপনার করেছেন সেটার খেসারত আপনাকেই দিতে হবে। আজকে সীমান্তে গুলি হচ্ছে, দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিচ্ছেন, রাজনৈতিক সংকট তৈরি করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক তৈরি করেছেন এর জন্য আপনাকে খেসারত দিতে হবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের (জিসফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবু কালাম আজাদ সিদ্দিকী, জিসফের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর