হরতালে বাস-ট্রাক ভাঙচুর, ৩৮৩ জনের নামে মামলা গ্রেফতার ৩

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, গাইবান্ধা | 2023-12-20 22:47:23

বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতালের সমর্থনে গাইবান্ধার পলাশবাড়িতে মিছিল থেকে বাস-ট্রাক ভাঙ্গচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৮৩ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে নাশকতা আইনে পলাশবাড়ী থানায় এই মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জের অভিরামপুর গ্রামের সেলিম আকন্দের ছেলে সজিব মিয়া (২০), পলাশবাড়ি উপজেলার রামপুর গ্রামের শাপুল সরকারের ছেলে ফেরদাউস সরকার (১৯) ও একই উপজেলার একই গ্রামের মোজা মিয়ার ছেলে রাহুল কবির (৩০)।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার দুপু্রে জুনদহ এলাকায় একটি বাস, দুটি মালবাহী ও একটি পণ্যবাহী কার্গো ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এসময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের নামীয় ৮৩ জনসহ আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে একজন এবং রাতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর সাথে জড়িতদের অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর