গাজীপুরে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, বিস্ফোরণ

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-11-15 13:45:16

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনে বিএনপির নেতাকর্মীরা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করলে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, অবরোধ সমর্থনে শ্রীপুর উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এসময় তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ সমর্থকরা মুখোমুখি হয়। এক পর্যায়ে দুই দলের মধ্যে ধাওয়া-ধাওয়া পাল্টা সৃষ্টি হয়। এসময় একাধারে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিএনপি সমর্থকদের অবরোধ বিরোধী মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে পুলিশ গেলে বিএনপির কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

এ সম্পর্কিত আরও খবর