সিলেটে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সর্তক পুলিশ

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:52:57

বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আজ রোববার সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’। একই দিনে নগরীর কোর্ট পয়েন্টে ‘তারুণ্যের জয়যাত্রা’র নামে পাল্টা সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট নগরীতে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

আর ‘তারুণ্যের সমাবেশ’ বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, অনেক আগেই তারুণ্যের সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তাই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার পাশাপাশি প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করছে। আমাদের শান্তিপূর্ণ একটি কর্মসূচির বিপরীতে সরকারি দলের একটি সহযোগী সংগঠনের পাল্টা কর্মসূচি কোনোভাবেই শোভনীয় হতে পারে না।

এ বিষয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান বলেন, এ কর্মসূচি পাল্টাপাল্টি নয়। এ কর্মসূচির বিষয়টি বেশ আগেই তারা ঘোষণা করেছেন। এখন প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এমনকি সিলেট মহানগর ছাড়াও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদরেও একই দিন একই ধরনের কর্মসূচি পালন করবে স্থানীয় যুবলীগ।

সিলেটে অবস্থান করে তারণ্যের সমাবেশে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়ার হাসান জীবন। তিনি জানান, বিভাগীয় সমাবেশেও বাধা ছিল। কিন্তু জনগণের স্রোত থামানো যায়নি। তারুণ্যের সমাবেশে বাধা-বিপত্তি থাকলেও আশা করি আগামী কালের সিলেট বিভাগের কর্মসূচিতে তারুণ্যের ঢল নামবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময় তরুণরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। চাকরি পাচ্ছে না, কেউ কেউ নানাভাবে আক্রান্ত। সমাবেশে তরুণদের কথা আমরা শুনবো। ফলে সিলেটের এই সমাবেশে তরুণরাসহ বিএনপি’র নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর