ময়মনসিংহে পুলিশের ব্লক রেইড, ৫ জনের দণ্ড

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-01 20:38:39

ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার বিভিন্ন মাদক জোনে 'ব্লক রেইড' দিয়ে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এতে গাঁজা-ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিনের নেতৃত্বে কোতোয়ালী ফাঁড়ি ও ডিবি পুলিশের যৌথ টিম 'ব্লক রেইড' অভিযান চালায়।

অভিযানে সানকিপাড়া মাজার শরীফ রোডের এক নির্মাণাধীন ভবন থেকে গাঁজা সেবন করার সময় জুলহাস, ইউনুস আলী ও আছর আলী নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সানকিপাড়া নতুনপল্লী এলাকায় নিজ বাসা থেকে তিন পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ শহিদুল ইসলামকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং নেশাজাতীয় মাদক সেবনের দায়ে সাজ্জাদ হোসেন নামে আরেকজনকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর