পোশাকখাতে নারীর পদোন্নতিতে ভূমিকা রেখেছে আইএফসি’র প্রশিক্ষণ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-05 01:04:12

 

ঢাকা: নারী সুইং অপারেটরদের প্রশিক্ষণের মাধ্যমে পোশাক শিল্পখাতে নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী সংস্থা ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য আইএফসি’র উদ্যোগে সম্পন্ন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রশিক্ষণ কর্মসূচির আলোকে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেল প্রতিবেদনটি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, গড়ে দেশের ২০টি সুইং লাইনের মধ্যে ১৯টিতে সুপারভাইজার হিসেবে পুরুষ কাজ করছে অথচ এক্ষেত্রে প্রোডাকশন লাইনে কর্মীদের মধ্যে ৮০শতাংশই নারী।

কাটিং থ্রু দ্য ক্লোথ সিলিং শীর্ষক এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৪৪ জন নারী এ কর্মসূচিতে অংশ নিয়েছিলো যাদের মধ্যে ৯২ জনকেই এ কর্মসূচি শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে পদোন্নতির সুযোগ দেয়া হয়। যেখানে তাদের মজুরিও বৃদ্ধি পায়। যার মধ্যে ৬০ শতাংশ নারীই এ সুযোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে, অংশগ্রহণকারী কারখানাগুলোতে নারী সুপারভাইজারের সংখ্যা ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, যেসব কারখানায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী সুপারভাইজার রয়েছে সেসব কারখানায় গড় উৎপাদনশীলতা পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রোডাকশন লাইনে অনুপস্থিতির সংখ্যা হ্রাস পেয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর