এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ বাড়িওয়ালাকে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 17:08:18

এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ বাড়ির মালিককে জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুলাই) বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করতে শুরু করেছে ডিএসসিসি। মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘোষণা অনুযায়ী এর পর দিন থেকে নির্মাণাধীন ভবনে অভিযান শুরু হয়। সোমবার থেকে মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ১০ বাড়িতে এডিস মশার লার্ভা বা প্রজনন স্থান পাওয়ায় বাড়ির মালিকদের মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ পর্যন্ত ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন পাঁচটি অঞ্চলে এক হাজার ৪২১টি বাড়িতে অভিযান চালিয়ে এডিসের লার্ভা ধ্বংস করা হয়েছে।

১৫ দিনের এ কার্যক্রম চলাকালে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন গড়ে এক হাজারর ৭১০টি বাড়িতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মেয়র। অর্থাৎ ১৫ দিনে মোট ২৫ হাজার বাড়ির এডিস মশা ধ্বংস করা হবে।

এ সম্পর্কিত আরও খবর