আমরা কি সচেতন হচ্ছি!

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:25:24

বহুতল ভবন রহমান’স রেগনাম সেন্টার; ১৯১/১ তেজগাঁও লিংক রোড। বেলা ৩টায় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে ১৩তলা ভবনটি থেকে কিছু লোক লিফটে চড়ে নিচে নামেন। জরুরি বহির্গমন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন অল্পসংখ্যক লোকজন।

তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত বহুতল ওই ভবনের নিচের তলায় রয়েছে কন্টিনেন্টাল মোটরস লিমিটেডের শো রুম, দ্বিতীয় তলায় ইউনাটেড কর্মাশিয়াল ব্যাংক, এর উপরে ওরিয়ন পাওয়ার লিমিটেড, সনি চকোলেট ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সানোয়ারা করপোরেশন, এএফসি হেলথ লিমিটেডসহ বেশকিছু প্রতিষ্ঠানের অফিস।

ফায়ার অ্যালার্ম শুনে নিচে নেমে আসা লোকজনের সংখ্যা জনা চল্লিশেক হবে। বেশিরভাগ লোকজন ভবনের ভেতরে থেকে যান। যদিও পরে জানা যায়, ভুলে কেউ অ্যালার্মে চাপ দিয়েছিলেন, সত্যিকারের অগ্নিকাণ্ড হয়নি। স্বস্তির নিশ্বাস ফেলেন ভবনের লোকজন।

এএফসি হেলথ-এ কর্মরত তৌফিক হাসান ১২তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অনেক অফিসেই লোকজনকে বসে থাকতে দেখেছেন। লোকজনের এই খেয়ালিপনা দেখে প্রশ্ন তোলেন, অনেক দুর্ঘটনা, অনেক প্রাণহানি হচ্ছে তারপরও কি আমরা সচেতন হচ্ছি! ফায়ার এলার্ম বেজে যাচ্ছে কিন্তু লোকজন নিচে নামছেন না।

যদি সত্যি সত্যি এফআর টাওয়ারের মতো ভয়ঙ্কর কিছু হতো। তাহলে এখানে সেই একই ট্রাজেডির পুনরাবৃত্তি হতে পারত। আমরা দুর্ঘটনার পর সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দোষ খুঁজে ফিরি। আমরা নিজেরা সচেতন হচ্ছি না। এভাবে শুধু অন্যের দোষ খুঁজে ফেরা বন্ধ করতে হবে। আগে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন।

তৌফিক হাসান বলেন, আমরা সবাই জানি অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার করা উচিত না। আবার প্রত্যেকটি লিফটের সামনে এবং ভেতরে লেখা থাকে অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার করবেন না। কিন্তু ফায়ার অ্যালার্ম বাজতে থাকার সময় অনেককে দেখলাম লিফটে করে নিচে নামলেন। এটা কতটা ঝুঁকিপূর্ণ তারা একবারও চিন্তা করল না। ভয়ঙ্কর কিছুও তো ঘটতে পারত।

এ সম্পর্কিত আরও খবর