সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:37:38

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে ভিড় জমিয়েছেন পশ্চিমাঞ্চলগামী টিকিট প্রত্যাশীরা। মানুষের এই লাইন দীর্ঘ হয়ে স্টেশনের বাইরে গিয়ে ঠেকেছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় দিনের মতো শুক্রবার ( ২৪ মে) ২ জুনের আগাম টিকিট বিক্রি হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, কমলাপুরে নয়টি কাউন্টারে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। সকাল ৯ টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এই টিকিট পেতে মধ্য রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় টিকিট প্রত্যাশীরা।

এদিকে, কমলাপুর রেল স্টেশনে পশ্চিমাঞ্চল খুলনাগামী ও উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের লাইনে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

এই প্রসঙ্গে কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির বার্তা২৪.কমকে বলেন, ‘গত দু’দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে আজকে টিকিট প্রত্যাশীদের ভিড় বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেককেই দেখেছি আগেরদিন সন্ধ্যার পর পর স্টেশনে চলে এসেছে। রাত গড়িয়ে সকাল হবার সঙ্গে সঙ্গে টিকিট প্রত্যাশীদের লাইন স্টেশনের বাইরে চলে গেছে। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘ হতে পারে।’

রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা তিতাস বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘রংপুরের অগ্রিম টিকিট প্রত্যাশীদের লাইন স্টেশন ছেড়ে বাইরে চলে গেছে। যেখানে এই ট্রেনের মোট আসল ৬৬২টি সেখানে আমি টিকিট পাব কিনা সে বিষয়ে আমি চিন্তিত। কারণ, আমার কাছ পর্যন্ত আসতে আসতে টিকিট শেষ হয়ে যেতে পারে।’

টিকিট কাটতে আসা আরেক যাত্রী মো. সোহাগ বার্তা২৪.কমকে বলেন, ‘খুলনা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেসে অগ্রিম টিকিট কাটতে এসেছি। তবে ২ জুনের জন্য টিকিটের চাপ বেশি থাকায় টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। স্টেশন কর্তৃপক্ষ যদি সকাল ৯ টায় টিকিট দেওয়ার পরিবর্তে আরও সকালে দিতেন, তাহলে টিকিট প্রত্যাশীদের এই দীর্ঘ লাইন অনেক কমে যেত।’

উল্লেখ্য, রাজধানীর কমলাপুর রেল স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন, তেজগাঁও স্টেশন, বনানী ও ফুলবাড়িয়া স্টেশন থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভিড় বেড়েছে বিমানবন্দর রেল স্টেশনে

এ সম্পর্কিত আরও খবর