১১তম গ্রেডের দাবিতে বরিশালে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম  | 2023-08-26 16:30:45

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান ও শতভাগ পদোন্নতির দাবি আদায়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ)  সকালে নগরীর সাগরদি এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এই কর্মসূচির আয়োজন করেন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সে প্রশিক্ষণরত সহকারী শিক্ষকবৃন্দ। 

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কোনো গ্রেড বৈষম্য রাখেননি। বর্তমানে আমরাও বৈষম্য চাই না। 

এ সময় দাবিগুলো তুলে ধরেন তারা। দাবিগুলো হলো- প্রধান শিক্ষকদের পরের ধাপেই বেতন নির্ধারণ করতে হবে। শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়া ডিপিএড/সিইনএড/বিএড প্রশিক্ষণপ্রাপ্তসহ উন্নত স্কেলে শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ না দেওয়ার আহবান জানান বক্তারা। 

‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো,  ন্যায্য দাবি আদায় করো’ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন  প্রাথমিক শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জাফর, শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. শহিদুল্লাহ খান, স্বপন কুমার দাস, মো. হাসনাত ইব্রাহিম, মাহতাব হোসেন, জেসিকা স্বর্ণা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর