বিভাগীয় শহরগুলোতে হবে কিডনি ও ক্যানসার হাসপাতাল

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-26 20:36:23

সকল বিভাগীয় শহরে কিডনি ও ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক জানান, ১০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদন হয়ে গেছে। এর মধ্য থেকে আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জি এম সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, স্বাচিপ সিলেট জেলার আহ্বায়ক ডা. রুকনুদ্দিন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক।

এ সম্পর্কিত আরও খবর